নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হায়! বসন্ত চলে গেছে..
জৈষ্ঠ্যের দাবদাহে জীবন— অতীষ্ঠ এখন
পাখিদের শরীরে ক্লান্তি— বুকে তাদের প্রচন্ড তৃষ্ণা
উদগ্রীব প্রাণে তার সদা জিজ্ঞাসা কোথায় আছে জল?
জলভেজা পদ্মটি তার এখন ভীষণ প্রয়োজন
সিয়াম সাধনায় কষ্টের প্রলেপ এঁকে পৃথিবী যখন দেখছে চারিদিকে
স্রষ্টাকে ভালোবেসে—
কে পারে সহিতে না খেয়ে রহিতে করিতে পারএমন কঠিন ক্ষণ
রোদে পুড়ে ক্লান্ত পথিক ব্যস্ত নগরী ত্রাহি ত্রাহি জীবন..
এক পশলা বৃষ্টি যেন নামে— ধরণীর তপ্ত খরার বুকে
আষাঢ় শ্রাবণ গান গেয়ে যেন ফোঁটে— কদম ফুল
এ দু’চোখে স্বপ্নজাল এঁকে —কৃষ্ণচুড়া ফুলগুলো দোলছে রোদে পুড়ে
রাঙিয়ে দিয়ে প্রেমের অনেলে এই পোড়ামন।
বসন্ত চলে গেছে, তাই কি সে আসিবে না আর ভবে?
জানি আসবে! ষড় ঋতুর পরিক্রমায় আসতে তাকে হবে!!
যেমন করে তুমি ঠাঁই নেবে এই বুকে—নিতেই তোমায় হবে,
আসলে পরে দেখে দেখে চেখে নিও— এই বুকে
তোমার প্রেমের কত্ত আয়োজন!
তাই তোমায় বড্ড প্রয়োজন—
ঠিক এক পশলা বৃষ্টি এখন— যেমন প্রয়োজন।
আসিবে তো এবার না কী?
আর দিওনা ফাঁকি— জানোতো ছোট্ট এই জীবন যেন চঁড়ুই পাখি;
তবু গড়তে হয় বাসা—কেবলমাত্র সেই কারণে
তোমার আমার এই ভবেতে আসা...
বসন্ত চলে গেছে ...গ্রীষ্মের দাবদাহে পুড়ে গেছে দেহ
এবার না হয় বর্ষা হয়ে এসো—
অঘোর বর্ষার জলে ভিজে ভিজে
বসন্তের রোমন্থনে কেবল আমায়—
ভা
লো
বে
সো ।
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। কবিতা ভালোলেগেছে জেনে ভালো লাগলো ।
২| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
ওয়াও.......বসন্ত চলে গেলেও অনেকদিনের পরে সেই বসন্তকেই যেন ফিরিয়ে নিয়ে এলেন। অঘোর বর্ষার জলেরও কামনা মেশানো তাতে।
পাখির নীড়ের মতো চোখ তুলে যদি কেউ বলে- বসন্ত পার করে এতোদিন কোথায় ছিলেন ? কি জবাব হবে ?
২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কেউ যদি সেই হয় তবে তার উত্তর বসন্ত পার হলো কোথায় তুমিই তো বসন্ত....আমার জন্য।।
৩| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। অনেকদিন পর আসলেন
২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। এই আসাটা এক ধরণের বিদ্রোহ বলতে পারেন। কেন অনৈতিক ভাবে একটা ব্লগ মাতৃভাষা চর্চার প্লাটফরম আমাদের বিচরণ রুদ্ধ করার অপচেষ্টা চলছে। কেন? আমারা বাংলাদেশের দেশের নাগরিক বাংলাভাষায় লিখার চর্চা আমাদের ন্যায্য অধিকার ।
৪| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: দারুন কমব্যাক।
অনবদ্য কাব্য। ++
ঠিকই তো, অঘোর বর্ষার জলে ভিজে ভিজে
বসন্তের রোমন্থনে কেবল বলতে ইচ্ছে করে
আমায় ভালবেসো।
শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।
২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে এবং পাঠে।
নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
৫| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৪১
মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে মে, ২০১৯ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:১৩
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার। মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম। পরে তৃপ্তি পেলাম।
বসন্ত না হয় এবার বর্ষা হয়ে আসুক।
বসন্ত চলে গেছে ...গ্রীষ্মের দাবদাহে পুড়ে
গেছে দেহ
এবার না হয় বর্ষা হয়ে এসো—
অঘোর বর্ষার জলে ভিজে ভিজে
বসন্তের রোমন্থনে কেবল আমায়—
ভা
লো
বে
সো ।
২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
এই বসন্তে আপনি হয়তো ছিলেন নিজের পরিচিত ভুবনে, আপনাকে আমাদের এলাকায় ফিরে পেয়ে আমরা আনন্দিত
২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২০ শে মে, ২০১৯ বিকাল ৪:৩৯
কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি, অনেক দিন পর আপনার লিখা পরলাম। আমরাই পারি বসন্ত ধরে রাখতে, বসন্ত হয়ত বেচে থাকবে, যতক্ষন আমরা সবাই লিখে যাব, আমাদের মাতৃভাষায় এই ব্লগে। কেউ আমাদের দাবায় রাখাতে পারবে না।
২০ শে মে, ২০১৯ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর এলাম। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। বাংলাভাষা আমাদের মায়ের মতন প্রিয়।
৯| ২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
ল বলেছেন: অনেকদিন পর আসলেন প্রিয় কবি ,,,,আশাকরি ভালো আছেন ---
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: এইতো বেশ আছি....কবিতা বুকে নিয়ে বেঁচে আছি আর বেঁচে থাকা দারুন একটা ব্যপার ।। কয়জন বেঁচে থাকে সবাই যায় মরে।
১০| ২০ শে মে, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ২০ শে মে, ২০১৯ রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: কেমন আছেন কবি? অনেক দিন পর..........
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: বেশ ভালো আছি। অনেক দিন পর তো বটেই...
১২| ২০ শে মে, ২০১৯ রাত ৯:৪৪
জুন বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে ভালোলাগলো সেলিম আনোয়ার ।
+
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি আপনার পদচারণায় অনুপ্রাণিত হলাম। আপনার ভালোলাগায় ধন্য হলাম।
১৩| ২১ শে মে, ২০১৯ সকাল ৯:৫১
নতুন নকিব বলেছেন:
বহু দিন পরে আপনাকে দেখে আনন্দিত হলাম। কেমন ছিলেন? কেমন আছেন, ভাই?
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে আপনাকে পেয়েও বেশ ভালো লাগছে.......এখন প্রত্যেক ব্লগারকে আমার দূরন্ত বিপ্লবের অপরাজিত সৈনিক মনে হয় ।লাল সবুজের পতাকা এই আমাদের হাতেই মানান সই।।
১৪| ২১ শে মে, ২০১৯ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: বসন্ত আসবে আবার
স্মৃতি ধরে রাখবে কার
অনেকের থেকে যাবে হাহাকার।
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: বসন্ত আসবেই তো
ভালো সে বাসবেই তো
.... সুরের বীরের সেই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই গানটি তাকে অবজ্ঞা করবে জানি সহিতে পারিবে না।
১৫| ২১ শে মে, ২০১৯ দুপুর ২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
হায় কবি ! কতদিন পরে !
২১ শে মে, ২০১৯ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৬| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৫০
মাহমুদুর রহমান বলেছেন: বসন্ত কেবল একদিনই থাকে।আর সেদিনটা হলো পহেলা বসন্ত।তারপরের দিন থেকেই অসহ্য গরম শুরু হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ প্রকাশ, বাস্তবতা আর মনের ঘরে জমে থাকা কথাগুলো সুন্দর প্রকাশ করেছেন শ্রদ্ধেয় কবিবর। ভালো লাগলো কবিতার কথামালা।
শুভকামনা জানবেন ভাই সবসময়