|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
 ভুলে যাওয়া রোগ—মন্দ নয়,
 যদি ভুলে যাও— আমি ছাড়া অতীতস্মৃতি সব
 খুব ভালো হয়..
 খুব ভালো হয় যদি ভুলে যাও;
 অবিবেচকের মতো—
 তোমার সাথে আমার করা সব ভুল।
 আমার দেয়া ব্যথাগুলো ভুলে
 ওগো আমায় তুমি যদি আপন করে নাও!
 মনে রেখো তুমি চাঁদ হলে আকাশের নীড়ে
 আমি রুপোলী কিরণ—শুধু তোমায় ঘিরে ।
 রাত জেগে জেগে কত জোছনা-স্বপ্ন কুঁড়িয়ে
 আমাদের অনন্ত ভালোবাসা
 — যেন ধ্রুবতারা তিমির আকাশে।
 ভুলে যেওনা আমাদের দু’জনার প্রেম চিরন্তন শাশ্বত
 আর সব ভুলে যাও।
 ওগো আমার ভালোবাসার অথৈ সাগরে তুমিতো
— আকন্ঠ নিমজ্জিত;
 সেই প্রগৈতিহাসিক কাল থেকে;
কেবল তুমি আর আমি —অন্তরতমা আর কেহ না।
গ্লাডিওলাস ফুলে আকাশের নীলে শ্রাবণ বর্ষায়
স্মৃতির প্রজাপতি পাখায় কেবল আমায় সঙ্গে নাও।
 
শুধু জানি আমিহীন অতীত ভুলে যাওয়া মন্দনা;
স্মৃতির আকাশজুড়ে কেবল উছলিয়া উঠুক
— আমাদের দু’জনার প্রেম বন্দনা।
   
 ২৭ টি
    	২৭ টি    	 +৬/-০
    	+৬/-০  ২১ শে মে, ২০১৯  বিকাল ৪:২৮
২১ শে মে, ২০১৯  বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়। এই শুভকামনা আপনার জন্য ।।
২|  ২১ শে মে, ২০১৯  রাত ৮:১৬
২১ শে মে, ২০১৯  রাত ৮:১৬
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার হয়েছে কবি সাহেব। চোখে শান্তি পেলাম, মনে তৃপ্তি।
গ্লাডিওলাস ফুল কি চিনি না.. সময় করে গুগলে দেখে নিব
  ২২ শে মে, ২০১৯  সকাল ৯:২৪
২২ শে মে, ২০১৯  সকাল ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
  ২২ শে মে, ২০১৯  দুপুর ১২:২১
২২ শে মে, ২০১৯  দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন:  এই নিন গ্লাডিওলাস আমার ক্যামেরায় বন্দী।
  এই নিন গ্লাডিওলাস আমার ক্যামেরায় বন্দী।
৩|  ২১ শে মে, ২০১৯  রাত ৮:৩৪
২১ শে মে, ২০১৯  রাত ৮:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এই না হলে প্রেমের কবিতা।
জীবন্ত প্রেমের উপাখ্যান। সুন্দর কথা মানায় মুগ্ধতা++ 
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
  ২২ শে মে, ২০১৯  সকাল ১০:১৬
২২ শে মে, ২০১৯  সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪|  ২১ শে মে, ২০১৯  রাত ৮:৩৮
২১ শে মে, ২০১৯  রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
  ২২ শে মে, ২০১৯  সকাল ১০:২২
২২ শে মে, ২০১৯  সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫|  ২১ শে মে, ২০১৯  রাত ৮:৫১
২১ শে মে, ২০১৯  রাত ৮:৫১
ল বলেছেন: ভালো লাগা যত
  ২২ শে মে, ২০১৯  সকাল ১০:৩৯
২২ শে মে, ২০১৯  সকাল ১০:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬|  ২১ শে মে, ২০১৯  রাত ৮:৫৮
২১ শে মে, ২০১৯  রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আবেগ, আবেগময়।
  ২২ শে মে, ২০১৯  সকাল ১০:৫৪
২২ শে মে, ২০১৯  সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৭|  ২১ শে মে, ২০১৯  রাত ৯:৩৯
২১ শে মে, ২০১৯  রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর সেলিম ভাই চমৎকার কবিতা নিয়ে হাজির হয়েছেন। 
ভাল লাগলো।
  ২২ শে মে, ২০১৯  দুপুর ১২:১৫
২২ শে মে, ২০১৯  দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ব্লগে পেয়ে আমারো ভালো লাগলো।।
৮|  ২১ শে মে, ২০১৯  রাত ১১:৫৮
২১ শে মে, ২০১৯  রাত ১১:৫৮
কালো যাদুকর বলেছেন: দারুন আইডিয়া, দারুন কবিতা। জীবন সরস হল কবিতাখানি পরে।
  ২২ শে মে, ২০১৯  দুপুর ১২:৩৭
২২ শে মে, ২০১৯  দুপুর ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৯|  ২২ শে মে, ২০১৯  সকাল ৭:০৪
২২ শে মে, ২০১৯  সকাল ৭:০৪
মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লেগেছে আপনাদের দুজনের প্রেম বন্দনা।
  ২৩ শে মে, ২০১৯  সকাল ১১:২৬
২৩ শে মে, ২০১৯  সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১০|  ২২ শে মে, ২০১৯  সকাল ১০:২৮
২২ শে মে, ২০১৯  সকাল ১০:২৮
জুন বলেছেন: ভালোলাগলো 
+
  ২৩ শে মে, ২০১৯  সকাল ১১:২৭
২৩ শে মে, ২০১৯  সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১১|  ২২ শে মে, ২০১৯  বিকাল ৪:২৬
২২ শে মে, ২০১৯  বিকাল ৪:২৬
নীল আকাশ বলেছেন: আপনার নাম দেখে ঢুকলাম। যাক ফিরে এসেছেন তাহলে। ব্লগে অন্যতম সেরা কবিই যদি ব্লগে না থাকে কেমন দেখায়!
শুভেচ্ছা এবং শুভ কামনা রইল!
  ২৩ শে মে, ২০১৯  সকাল ১১:২৮
২৩ শে মে, ২০১৯  সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: অমন করে বললে না এসে থাকি কিভাবে?
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। 
ভালোথাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা ।
১২|  ২২ শে মে, ২০১৯  বিকাল ৫:৪৬
২২ শে মে, ২০১৯  বিকাল ৫:৪৬
নীলপরি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম । ভালো লাগলো । 
++ 
শুভকামনা
  ২৩ শে মে, ২০১৯  সকাল ১১:৩০
২৩ শে মে, ২০১৯  সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর আপনি ব্লগে এলেন....মায়া বাড়িয়ে গেলেন.....
ভালোথাকুন নীলপরি সব সময়।
১৩|  ২২ শে মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
২২ শে মে, ২০১৯  সন্ধ্যা  ৬:২৮
মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত হৃদয় মোহিত কবিতা।
  ২৩ শে মে, ২০১৯  সকাল ১১:৩১
২৩ শে মে, ২০১৯  সকাল ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: অংবং কবিতা ওর হৃদয় মোহিত হলে কবিতা সফল বলতে পারি।
ভালো থাকুন সবসময় আনন্দে থাকুন সেই শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৯  বিকাল ৪:২১
২১ শে মে, ২০১৯  বিকাল ৪:২১
নজসু বলেছেন:
প্রিয় কবি
অনেকদিন পর আপনার কবিতা পাঠের তৃষ্ণা মিটলো।
আবেগময় কবিতা ভালো লেগেছে।