নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
থেকে থেকে যেন গর্জে ওঠিছে
আকাশের ঐ বুক;
বিজলীর চমকে চমকিয়া ওঠিছে
খোকনসোনার ভীরু চোখ।
বৃক্ষশাখে যেন প্রলয় উল্লাস
প্রবল বেগে বহিতেছে ঝড়ো হাওয়া
তারি সাথে যোগ হয়েছে অঘোর বৃষ্টি
একেবারে বৈরী আবহাওয়া..
এমন ঝড়ের ক্ষণে—মেঘ-বৃষ্টি-আলো
দুঃসহ জীবনে— যেন প্রশান্তি এনে দিলো;
ভ্যাবসা গরম সরিয়ে দূরে— এ মন রাঙিয়ে গেলো।
আহা! এমন ঝড়ের ক্ষণ—
__________উঠলো বলে কথা
____________আমার অবচেতন মন,
“ কোথায় গেছে প্রিয়া কোথায় আছে সে?
এমন ক্ষণে আমাকে ছাড়া থাকিতে একা
ও ভীষণ কষ্ট পাবে যে”..
.. যারে ছাড়া ছন্নছাড়া এই জীবন অসহায়
যার ভাবনায়— ভাবনাগুলো অন্য কিছু ভাবতে নাহি পায়।
সে কেন থাকে দূরে?
কাছে এসে কেন বুকে আমায় জড়ায়না আদরে?
তারে ছাড়া এ পৃথিবীটা কেবলই মরিচিকা—এই শূন্য বাহুডোরে ।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে—শুষ্ক জমিন ভিজে যায়;
এই বুকের পারাবার ঘিরে শুধুই হাহাকার
ইচ্ছে ডানায় উড়ে উড়ে
__________ কেবল তাঁকে কাছে পেতে চায়।
_________ ঝড়তো থেমে গেলো!
তবু মনের ভিতর আকুলি বাকুলি, ঝড়তো রয়ে গেলো!!
মনের ঝড় থামবে কখন-কিভাবে? আমার জানা নাই ।
কেবল ভাবি এই ঝড় থামতে পারে—
প্রশান্তির এক পশলা বৃষ্টি নামতে পারে— এই বুকে
শুধু তোমাকে— খুব একান্তে কাছে যদি পাই!
.. হবে না কেন তা? এখনতো ঝড় নাই!!!
২৩ শে মে, ২০১৯ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২৩ শে মে, ২০১৯ সকাল ১০:৫৮
হাবিব বলেছেন: ঝড় থেমে যায়, তবে মনের ভেতরকার ঝড় থামে না, চলতে থাকে অনন্তকাল। এতেই জীবনের সৌন্দর্য্য। বেঁচে থাকার মজা।
২৩ শে মে, ২০১৯ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৩ শে মে, ২০১৯ সকাল ১১:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম ভাই,
গতকাল রাতের ঝড়টা খুব বেশিই ছিল। আমি গ্লাস খুলে দেখেছি; ভয় পাওয়ার মত। কিন্তু আপনার কবিতা আমায় ভয় দিলু না; দিলু ভালবাসা।
প্রার্থনা করি, যেন সকলেই খুব একান্তে পেয়ে যায়...; বিশেষত আপনি ♥
২৩ শে মে, ২০১৯ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৪| ২৩ শে মে, ২০১৯ সকাল ১১:৪৭
মুক্তা নীল বলেছেন:
সত্যিই-তো প্রকৃতির ঝড় হতে একসময় থেমে যায়, কিন্তু মনের ঝড় কি আদৌ থামে ??
সুন্দর কবিতা।
২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সে পারে মনের ঝড় থামাতে পারে
সুখের নীড় গড়তে পারে...
সে পারে সে পারে...তবু কেন রাখে অনাদরে??
৫| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:০১
মেঘ প্রিয় বালক বলেছেন: মুগ্ধ হলাম কবির কবিতায়।
২৩ শে মে, ২০১৯ দুপুর ১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।।
৬| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:১৮
আকতার আর হোসাইন বলেছেন: মনোমুগ্ধকর। পড়ে শান্তি পেলাম। আহা! এমন কবিতা যদি আমার কলমে আসতো...
২৩ শে মে, ২০১৯ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি এটাতো আমার কবিতা.....আপনার কবিতা হবে ছায়াসুনিবিড় শান্তির নীড়....
৭| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
২৩ শে মে, ২০১৯ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৮| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২৩ শে মে, ২০১৯ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৯| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:১২
পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে কথাই মুগ্ধতা ++
পোস্টে পঞ্চম লাইক।
শুভকামনা প্রিয় কবিভাইকে।
২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১০| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৪
জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর +++++++++
২৬ শে মে, ২০১৯ সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১১| ২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য। প্লাস দিয়ে গেলাম।
২৬ শে মে, ২০১৯ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৩ শে মে, ২০১৯ রাত ১১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
কেবল ভাবি এই ঝড় থামতে পারে—
প্রশান্তির এক পশলা বৃষ্টি নামতে পারে—
সুন্দর! .. মুগ্ধ হলাম।
২৬ শে মে, ২০১৯ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৪ শে মে, ২০১৯ রাত ২:৩০
ওমেরা বলেছেন: সুন্দর !
২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৪ শে মে, ২০১৯ রাত ৩:২৬
ল বলেছেন:
কবিতায় ভালোলাগা -
-- একটু সম্পাদনা করলে ভালো হবে
ভাবিতে নাহি পায়
সদা নাহি পায়
সদাব্যস্ত
জড়ায়না ---
আমিবিহনে ---
২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৫| ২৪ শে মে, ২০১৯ সকাল ৯:০৮
এ.এস বাশার বলেছেন: সেলিম ভাই কাব্যটা অসাধারন হয়েছে।
বরাবরই আপনার কবিতা গুলো ভালো লাগে,,,,,,,
২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০১৯ সকাল ১০:৫৭
মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা !
ভালোলাগা।