নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
জ ন্ম দি ন
আজকের এই দিন
ভীষণ রকম ঠান্ডা;
হিমেল হাওয়ার মিষ্টি আমেজে
তাই ভরে গেছে মনটা।
আজিকে কী তবে বিশেষ কোন দিন?
প্রখর রোদের চোখ রাঙানো নেই
ভ্যবসা গরমের—অস্বস্তি নেই
রোদে পুড়া কাব্যগুলো সযতনে
রেখেছি তুলে শিকেতেই।
আজ আমার জ ন্ম দি ন
আরাম কেদারায় গা এলিয়ে বসে থেকে
আনন্দলোকে শস্তির নিঃশ্বাস
ফেলার একটি দিন।
অনুভব
আমার মা থাকেন দূরে বাবাও ঠিক তাই;
এমন বিশেষ দিনে
মনের মানুষ—আমার কাছে নাই!!
দূরে থেকে সে কী কেবল
আমার কথাই ভাবছে?
মনে মনে সে কী কেবল
আমায় কাছে ডাকছে?
অভিযোগের বাগানে তার এতদিনে
হয়তো ফোঁটেছে লাল গোলাপ
তাইতো মুখে তার ঝরছে মধু শুধু
আজ বকছে না আর প্রলাপ ।
শুধু তোমাকেই
ঝড়ের রাত শেষ হয়েছে
রাত্রীশেষে ঝিরি ঝিরি হিমেল হাওয়া
বেশ লেগেছে; আজিকে ভোরে
আগের মতো অশ্বস্তির ক্ষণটি যে আর নেই!
এমন ক্ষণে আনমনে— ভাবছি বসে
শুধু তোমাকেই।।
প্রশ্ন করি কাটলো কেমন ঝড়ের রাতি?
বেদনা কী ছিলো সাথি?
নাকি ছিলো নির্জনতা..
কেউ ছিলো কী? কেউ না থাকুক
কামনার ঝড় ছিলো কী তোমার বুকে?
আমি না হই কেউ কী ছিলো—ভালোবাসার সংকরণে..
কেউ কী ছিল তোমার মনে—জন্মেছিলো যে এই দিনে
মনের বনে একটি ডাহুক
দূরে থেকেই ডেকেছিল খুব
বোধহয় খেয়াল করোনি
হয়তো তার ধার ধারনি।
কি আসে যায়—একটি শালিক
দিবারাতি করে যদি ডাকাডাকি;
তাই কায়দা করে তারে দূরে রাখা
রংতুলিতে ছবি আঁকা
স্বার্থপরের মতো একা— বেঁচে থাকা!
পৃথিবীটা তবে এমনই হায়
হয়তো বুকে তাতে প্রশান্তি মেলে
এইতো রীতি—ঝড় শেষে অবনীর বুকে
ছুমছাম নিরবতা;
তেমনি ঠিক —হারিয়ে ফেলেছি দিগ্বিদিক
আজও খুঁজি তারে—হৃদয়টা যেন আজ
দিকভ্রান্ত ক্লান্ত পথিক, কোথায় আছে
ধ্রুবতারা? তন্য তন্য করে খোঁজে ফিরি
শুধু তারে—আকাশ ভরা তারার মেলা
বসিয়েছে যেন চাঁদের হাট—জোনাক আলো
তিমির রাতে আশার আলো যেমন জ্বালে
তেমনি করে খুঁজি তারে—ভালোবাসার প্রদীপ জ্বেলে।
আজিকে দিনে রবির কিরণ
ভালোবাসার আবির দিয়েছে মেখে
নীল আকাশের বুকে চাতক চোখে।
ঝড়ের রাতি শেষ তো হলো
বুকে তোমার কামনার ঝড়,
তার কী হলো? তার কী হবে?
একান্ত অনুভবে ; নাকি এবার ভরাডুবি হবে
আমার প্রেমে সংগোপনে!
ওগো রূপকথার রূপে হৃদয়পরি
তুমিতো প্রেম যমুনা—অথৈ সাগর
প্রেমের নেশায় আমি তাতে ডুইবা মরি..
জন্ম ও প্রেম
কেমন করে এসেছিলাম—এ অবনীর পরে
আমার জানা নেই, যুগ যুগ ধরে
তোমার প্রেমের নেশায় যেন রয়েছি বুদ
মনের অজান্তেই;
শুনো বলছি কথা সেই..
দু'চোখ মুদিয়া আনমনে
খুঁজেছি তোমায় কতো!
গুনিয়া গুনিয়া তার হইবেনা শেষ
নক্ষত্রের রাতে— অগনিত তারার মতো।
এই যে এখন—এ মন তুলিছে পেখম
তোমার সঙ্গে করিতে সহবাস;
তুমি রহিলে চিরো অধরা
দূরে থেকে থেকে করছো উপহাস।
কার সঙ্গে রচিবে দোসর
—ভালোবাসার অতন্দ্র প্রহর
কার সঙ্গে বলো?
অজস্র কবিতার মিছিল দেখো দিতেছে শ্লোগান
তার কি হবে বলো?
রঙ্গমঞ্চের খেলাঘরে —কিসের ম্যুহে পরে
কেবল ব্যবধান কাব্য গড়ো
ভেবে ভেবে তাই এই দুই আঁখি ছলো ছলো
যেন বর্ষার জল নদীর দুকূল উপচিয়া পড়ে—তাতে।
তবু বলি ভালোবাসার অগ্রযাত্রা
কেহ পারে না আটকাতে।
এবার হোক জয় —শত বাঁধার হিমালয়।।
অভিযোগ
মিথ্যা অনুযোগে কাটিয়ে অর্ধযুগ
কি লাভ তোমার হলো?—
তোমার কাছে তা আমার অভিযোগ।
আমিতো যাইনি সরে দূরে
পারিযায়ি পাখির মতন করে
তুমিই দিয়েছো ঠেলে দূরে
আমিতো তুমিবৃক্ষে পরগাছা লতার মতো
পরম মমতায় রয়েছি জড়িয়ে —অর্ধযুগ ধরে..
(রচনা কাল ২৫/০৫/২০১৯)
২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
২| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ হোক জন্মদিন। হ্যাপি বার্থডে।
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিন ছিল গতদিন ২৫/০৫/২০১৯। সেদিনের লেখা কবিতা আজকে পোস্ট করেছি।।
৩| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
"শুধু তোমাকে" ও "অভিযোগ"এর মাঝে কেমন এক লুকানো বেদনার নদী আছে?
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বেদনার নদী বইয়া চলে
দূর অজানায়—কেউ তো জানে না
ভালোবাসা মিথ্যে তো নয়
নয় ক্ল্পনা।
বেদনা কখন হয়
সব থেকেও যার হয় না পাওয়া
প্রেম ছলনাময়।
এমনতো নয় বুঝে না সে প্রেম
তবু কেন এমন হয়
কেন এমন হয়??
৪| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা
২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ চাদগাঁজী । অশেষ কৃতজ্ঞতা।
৫| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: দোয়া করি ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলি কবিতাই সুন্দর
জন্ম দিনের শুভেচ্ছা নিন কবি।
২৭ শে মে, ২০১৯ সকাল ১০:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো ...
৭| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
জাহিদ অনিক বলেছেন:
শুভ জন্মদিন কবি।
২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদ অনিক। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:৪০
ল বলেছেন: জন্মবারের শুভেচ্ছা কবি
২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার জন্য নিরন্তর শুভকামনা।
৯| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:৫২
ল বলেছেন: জন্মবারের শুভেচ্ছা কবি
২৭ শে মে, ২০১৯ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: শুভেচ্ছায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ২৭ শে মে, ২০১৯ সকাল ৯:৫২
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
শুভকামনা
২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবি !
২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় আর মনে রাখবেন এই আমাকে!!
১২| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: জন্ম ও প্রেম একটু বেশি ভালো লাগা রইলো।
শুভ জন্মদিন প্রিয় কবি।
২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:২৩
মুক্তা নীল বলেছেন: সেলিম ভাই,
আপনার পঞ্চপদ্য এই কবিতা গুলোসুন্দর হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ অসাধারণ !!
শুভ জন্মদিন।
২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। এটা মনের গভীরে ভালোবাসার অনুরনন। আর কিছু নয়। ভালো না মন্দ বলতে পারবো না।
জন্মদিনের শুভকামনা অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৫০
কালো যাদুকর বলেছেন: কবির সাথে সময়ের পার্থক্যের জন্য কখনই রিয়েল টাইম কমেন্ট করা যায় না, দঃখ।
জন্মদিন আনন্দের হোক।
কবিতায় ভাললাগা++
২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা কালো যাদুকর ।
১৫| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:১২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার জন্মদিন?
কবিতার চেয়ে গদ্যে স্মৃতিচারণমূলক কিছু লিখলে পড়ে আরাম পেতাম। যাই হোক। শুভকামনা...
২৭ শে মে, ২০১৯ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: গদ্য চর্চার জায়গা আমার ব্লগ খানি নয়।
তবে আপনি সিংহ হয়ে থাকলে ঠিক জায়গায় পৌছেছেন। এটা সিংহদ্বার বলতে পারেন। সিংহের গুহা কেমন যেন মনে হয়।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৫১
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিতার প্রত্যেকটি লাইন প্রতি লাইনে মুগ্ধ হয়েছি ব্লগার সেলিম অানোয়ার, শুভকামনা রেখে গেলাম।