নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তাতে আর না করো না

০১ লা জুন, ২০১৯ রাত ১:৪৬

রাত্রী অনেক হলো তবু দুচোখে ঘুম আসছে না যে,
কোথায় তুমি করছোটা কি তাই ভাবছি বসে বসে।
আজ সন্ধ্যা বেলায় বৃষ্টি হলো মহেন্দ্র ক্ষণ সৃষ্টি হলো
বৃষ্টির ঝাপটায় শীতল হলো গা হিমেল হাওয়ার সেই ঝাপটায়
তুমি ছিলে না।
মুষল ধারে বৃষ্টি পরে যেন স্রষ্টাতায়ালার অশেষ করুণা
ওগো করুণাময়ী তুমি কি তবে শোকে পাথর কথা বলছো না
থাকলে পাশে তোমার কাছে জেনে নিতাম আসল ঘটনা।
আদরে সোহাগে ভরিয়ে দিতাম কষ্ট তোমার মুছে দিতাম
দূরে থাকায় সেসব পারছিনা।

ভালোবাসা হয় যদি ভুল যদি হয় তা তোমার সাথে
আমি তবু বলবো কবুল গুনবো না হয় ভুলের মাশুল
বলবো শুধু তোমার প্রতি আমার এই ভালোবাসার হয় না তুলনা।
করছো টা কী শুনি রাতের আকাশে তারা কতো?
গুনছো তুমি কী?—এই আমার কথা শুনছো তুমি কী?
ওসব গুনে লাভ কি বলো ভালোবাসার ক্ষণ যে এলো
ভালোবেসে বন্য আমায়— তুমি ধন্য করো না।
লাভ না হোক ক্ষতিতো নেই..তাতে আর না করো না...

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৯ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:



আপনার আর নঈম জাহাংগীরের কবিতা পড়ে, একদিন আমি নিজেই মনমরা হয়ে যাবো; রাস্তাঘাটে মেয়েদের উপর রেগে যাবো হয়তো!

০১ লা জুন, ২০১৯ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। কেন যে এমন কবিতা লিখলাম!! রাগ করবার দরকার নেই । :)

২| ০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনার আর নঈম জাহাংগীরের কবিতা পড়ে, একদিন আমি নিজেই মনমরা হয়ে যাবো; রাস্তাঘাটে মেয়েদের উপর রেগে যাবো হয়তো!
হা হা হা হা এপিক!

ভালোবাসা চলে আসলে কেমন যেন নিজেকে আর খুঁজে পাওয়া যায় না, তারচেয়ে এই ভালো আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন প্রতিদিন!

০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: নিজেকে খুজে পাওয়ার চেষ্টা করছি আর বিস্মিত হচ্ছি। একদিন তিনিও বিস্মিত হবেন বামন শব্দটি বেমানান হয়ে সূর্যসন্তানে রূপান্তরিত হবে ।

৪| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

কিন্তু চাঁদ ভাইয়ার কমেন্ট হা হা হা

০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চাদ গাজী রসিক মানুষ। ভালো বলেছেন।

৫| ০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন সে বেরসিক রমণী, যে এখনো কবিকে 'ভালবাসি' বলেনি !!! =p~
সুন্দর কবিতা।

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: বেরসিক নয় শুধু.....কিঞ্চিৎ নির্বুদ্ধিতাও আছে। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০২ রা জুন, ২০১৯ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: এসব কবিতা বাদ দেন এবার চাঁদগাজী ভাইয়াকে মেয়েদের উপর রাগ তুলায়েন না।

০৮ ই জুন, ২০১৯ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কি উত্তর দেবো বুঝতে পারছি না।

৭| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:২৯

নজসু বলেছেন:

০৮ ই জুন, ২০১৯ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ মোবারক। ঢাকায় না থাকাতে রিপ্লাই দিতে দেরি হলো। নিরন্তে শুভকামনা আপনার জন্য ।

৮| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:২০

ডঃ এম এ আলী বলেছেন:

০৮ ই জুন, ২০১৯ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

ঈদ মোবারক । এবার ঈদের ঘোষণা এল রাত এগারোটার পর!! সবাই তারাবীর নামায পড়ে পর দিন সেহরী খেতে পারলো না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.