নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাতজাগা পাখিরা

০৯ ই জুন, ২০১৯ রাত ১২:৫৮

রাতজাগা পাখিরা,
যত দূরেই থাকো
শুভরাত্রি তোমাদের; যে যেখানেই থাকো
—যেনো ভালো থাকো
সদা এই কামনা মনে।

নতুন ঈদের চাঁদের বুকে
যেমন মিশে থাকে— খুশির রেশ
জানিয়ে দিলাম স্রষ্টার অশেষ কৃপায়
আমিও আছি বেশ।

রাতজাগা পাখিটা, আমার প্রিয়তমা
ওগো গ্রহণ করো মোর প্রেমের অর্ঘ্য
অতীত ভুল ত্রুটি সব করে ক্ষমা।

আমিও মানুষ— ভুলের উর্দ্ধে নই
ভুল করে হলেও যেন—আজীবন
তোমার হয়ে রই ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা; আপনার কবিতা দেখলে মন ভরে যায় ভয়ে, আবারো বিরহের কথা পড়তে হবে!

০৯ ই জুন, ২০১৯ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: খুশির ঈদে এই অবণীর বুকে
আসুক খুশির প্লাবন,
আমরা সবাই মহাসুখে যেন
করি জীবন যাপন ।

এই কামনা প্রাণে... :)

২| ০৯ ই জুন, ২০১৯ রাত ২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাতজাগা পাখিটা, আমার প্রিয়তমা
ওগো গ্রহণ করো মোর প্রেমের অর্ঘ্য
অতীত ভুল ত্রুটি সব করে ক্ষমা।

.............................................................................
এত রাতে প্রেমের অর্ঘ্য কোন মানসীর চরনে পড়বে গো ?
দিনক্ষন, সময় বুঝে করিলে দান
ফলিবে অশেষ , অফুরান
.............................................................................

০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৯:৫০

নজসু বলেছেন:





আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়। :(

ভুলে ভরা জীবনে কেউ যেন কাউকে ছেদে না যায় এই প্রত্যাশা রইল।

কবিতা ভালো লেগেছে কবি।

০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। বি: দ্র: রাত জাগা পাখি হলো নারী পুরুষ নির্বশেষে সকল ব্লগার যারা রাত জেগে ব্লগিং করেন।

৫| ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: দক্ষ ও মারকুটে কবির কবি।

১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

৬| ১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় অতীত ভুলের জন্য অনুশোচনা প্রকাশ পেয়েছে।
কবিতা সুন্দর হয়েছে।
কবিতায় প্লাস +

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.