নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এক রাত ঘুম ভেঙে

০৯ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৪



এক রাত ঘুম ভেঙে দেখি
অঘোর বৃষ্টি; যেন স্বপ্নজাল বিছিয়ে
রেখেছে স্বপ্নদ্বীপে।

এমন বৃষ্টিমুখর স্নিগ্ধসকাল কখনো দেখিনি আগে
ঠিক যেন অপলক চোখে দেখছি তোমাকে!


এদেশে বৃষ্টির রূপে আমি আভিভূত
যেন জন্মলগ্ন থেকে..
বৃষ্টিতো নয় যেন স্বর্গ সুধা
আকাশ থেকে ঝরে
এই অবণীর পরে—
ওগো বৃষ্টি এসেছো আজ তবে প্রিয়তমার রূপে
এবার গা ভিজিয়ে দাও ;
এ মহানগরীর সব কালিমা দাও না মুছে।

ওগো সঙ্গে তার মুছিয়ো এবার —সকল ভ্রান্তি আমার
তাঁর হৃদয়ের গহীন থেকে;
হৃদয়ে তাঁর
যেন কেবল আমার
ভালোবাসার
সুগভীর দাগ থাকে।
যেমন করে ঝিনুকের বুকে মুক্তো লুকিয়ে রাখে ....

(রচনাকাল ঘুম ভেঙ্গে ০৯-০৬-২০১৯) ছ বি: আহমেদ জি এস

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ কবিতা। খুবই চমৎকার লাগলো।

০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য। এটুকু বলতে পারি কবিতাটি লিখে তৃপ্তি পেয়েছি । সবগুলোর ক্ষেত্রে অমনটি হয়না । কবিতাটি পোস্ট না করলে অশ্বস্তি লাগত খুব।

২| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: ইদ মোবারক সেলিম ভাই, সুন্দর লিখেছেন +

০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক আপনাকেও। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। আপনার জন্য রহিলো নিরন্তর শুভকামনা ।

৩| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ০৯ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: সুন্দর কবিতা সাথে ছবিটাও :)

০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি ছবিটা বেশ অর্থপূর্ণ এর শাহেনযুল দারুন। ফরিদপুর বহিরংগনে বাঅফিস ট্যুরে গেলে অনেক রকমপাখি দেখালাম। একটা গ্রামের বিলে দেখলাম অনেক গুলো পানকৌড়ি । আমি তার তাৎপর্য খুজতে গেলে একে একে আরো পাখি উড়ে এসে ডালে বসলো। একটু খেয়াল করে দেখলাম আরে প্রকৃতিই স্বাক্ষ দিচে্ আমি একজনকে ভালোবাসি। আমি বিস্মিত।এটা ফটোশপে করা নয় রিয়েল। এখন অনেক কবিতায় এটি ব্যবহার করবো।বিশেষ করে রুমান্টিক কবিতায়।

৫| ০৯ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা।

প্রস্টিটিউট তো লাইক।

শুভকামনা জানবেন।

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: আমার একটাই আফসোস আমি যদি আপনার মতোন করে কবিতা লিখতে পারতাম।

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনুপ্রাণিত। আপনার মতো গল্প লেখার চেষ্টা করতে হবে দেখ ছি । :)

৭| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




ঠিক যেন----
মোর ঘুম ঘোরে এলে মনোহর....................

ইপরের ছবিটি এমন হলে মসে হয় ভালো হতো- সেলিম আনোয়ার,




ঠিক যেন----
মোর ঘুম ঘোরে এলে মনোহর....................

উপরের ছবিটি এমন হলে মনে হয় ভালো হতো-

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস ,
আপনার দেয়া ছবি ব্যবহার করা হলো...
কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা।

৮| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



দুঃখিত, ছবি এ্যাড করতে গিয়ে লেখাগুলো দু'বার এসেছে। শেষেরটাই মূল মন্তব্য।


০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সেটা বুঝা যাচে্ছ ।আমারও অমন হয়। এখন আমার কী বোর্ড ঝামেলা করছে । ছ লেখা যাচে্ছ না । :)

৯| ০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
একেবারে ঝরঝরে ঝরা অমৃত সুধার মতোই কাব্য!
যেন হৃদয়ের গহন থেকে অনুভব গুলোও
বারিধারার মতোই সাবলীল ঝরে
পাঠক হৃদয় ভিজিয়ে দিল :)

+++

০৯ ই জুন, ২০১৯ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় বিদ্রোহী ভৃগু কমেন্টে ভেসে গেলাম.....আপনি আমার প্রশংসা বেশি করে ফেলেন। :) অশেষ কৃতজ্ঞতা কমেন্টে। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।

১০| ০৯ ই জুন, ২০১৯ রাত ১০:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন হয়েছে। ইদানিং কবি দিন দিন কেমনজানি কবিতার প্রেম থেকে দূরে সরে যাচ্ছেন। :(

১০ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১০ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৯

মেঘ প্রিয় বালক বলেছেন: শব্দচয়নে খুব দক্ষ আপনি। ভালো লাগলো কবিতা।

১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.