নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ধরে নাও আমি নেই ...

১১ ই জুন, ২০১৯ দুপুর ১:১৫



ধরে নাও আমি নেই
— এখানে আর; যেখানে ভালোবাসার
কানাকড়িও দাম নেই!

মিথ্যে প্রলোভনে স্বার্থান্বেষী শকুনেরা
যেখানে প্রতিনিয়ত বিব্রত- বিভ্রান্ত করে
প্রিয়তমার মন;

আমি থাকিনাকো সেইখানে আর।

ধরে নাও এক পৃথিবী ভালোবাসা তোমায় দিয়ে
আজ আমি ফেরারি; ভিন্ন কোন গ্রহে—যেখানে চাঁদ নেই
জোনাকির আলো নেই— ঝিঁঝিঁ পোকার ডাক নেই

আমি তোমার অগোচরে তোমাতেই করি বাস
দীর্ঘ বরষ মাস তুমি বুঝোনা তাই !
ধরে নাও—

—আমি আর নেই —
অমাবস্যার চাঁদের মতন হারিয়ে গেছি
কোটি তারার বিদ্রূপের হাসিতে।

নিকষ আঁধারে যেন ভালোবাসার নেশায় বুঁদ হয়ে লুকিয়ে থাকি
ধরে নাও আমি আর নেই —
তুমিহীনা পৃথিবীতে

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

২| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৭

মুক্তা নীল বলেছেন:
অভিমানের ছায়া ও ভালোবাসার টান দুটোই আছে আছে এই
কবিতায় । মায়াভরা আবেগী কবিতা ভালো লাগলো +++

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় এবং কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪০

নজসু বলেছেন:



প্রিয় কবি আমার,
গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, অমাবস্যা, চাঁদে ভরপুর হয়েছে কবিতাখানা।

কোথায় যাবেন আপনি? :-B
বরং পৃথিবী ছাড়া আর কোন গ্রহে ভালোবাসার দাম পাবেন না।
চাঁদের আলোর ভালোবাসা ডিমোস, ফিবোসে পাবেন না। B:-)

প্রিয়াবিহীন পৃথিবীতে প্রিয়ার স্মৃতি নিয়ে কিন্তু বেঁচে থাকা্ যায়।

স্বার্থ ফুরালে ভালোবাসা ফুরায়।

কবিতা কিন্তু ভালো লেগেছে।

১২ ই জুন, ২০১৯ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালোলেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।

৪| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:০১

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লাগলো। ++
শুভেচ্ছা অফুরান। হাসিটা বিদ্রুপের কিনা একবার ভাবতে বলবো।

১২ ই জুন, ২০১৯ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই জুন, ২০১৯ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩২

সাদা মনের মানুষ বলেছেন: কবিতার অর্থ সব সময় আমি ঠিক বুঝে উঠতে পারি না.....শুভ কামনা জানিয়ে গেলাম।

১২ ই জুন, ২০১৯ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।

৭| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৩

মেঘ প্রিয় বালক বলেছেন: কবির কল্পনা শক্তি প্রশংসার যোগ্য।

১২ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। নিরন্তর শুভকামনা আরনার জন্য ।

৮| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি তোমার অগোচরে তোমাতেই করি বাস
দীর্ঘ বরষ মাস তুমি বুঝোনা তাই !
সুন্দর !

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১১ ই জুন, ২০১৯ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা অসাধারণ!

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন:

দারুন সুন্দর পাখি।।।

১০| ১৪ ই জুন, ২০১৯ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: এটা কি ডাহুক না অন্য কোন পাখি?

১৫ ই জুন, ২০১৯ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ডাহুক না ।এত সুন্দর পাখি সচরাচর দেখা যায় না ।

১১| ১৪ ই জুন, ২০১৯ রাত ১০:৪৮

রাফা বলেছেন: চমৎকার ,ভালো লাগার মতই কবিতা ।

প্রশ্ন- বিদ্রোপ নাকি বিদ্রুপ ?

ধন্যবাদ,সে.আনোয়ার।

১৫ ই জুন, ২০১৯ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রূপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.