নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এবার না হয়...

১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৯




তোমার ভেতর কেমন করে থাকি তোমার অগোচরে;?
তোমার কথা মনে করে এই প্রাণ আনাচান করে—
কেমন করে? বুঝো নাতো হায়! না কি বুঝো!
ধরা পরে কী তা?—
তোমার মনের এন্টিনায়; আমার জানা নাই—

বলতে পারি শুধু— তুমি ছাড়া আমার এই ক্ষুদ্র জীবন
তপ্ত মরুর ধুধু;

সতত সঙ্গী তোমার আমি— একাতো নও কভু…
তোমার অগোচরে তোমার ভেতর বসত গড়ে
এক ময়ূরকন্ঠী নাও—

মানে না তো মানা; সেই প্রগাঢ় প্রেমখানা
এবার না হয় রেখোনা আর অনাদরে
এবার নাওগো বুকে টেনে সোহাগে-আদরে;
ভালোবাসিবার দাওগো অনুমোদন
পরম মমতায় এবার না হয় আমায় বুকে টেনে নাও।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



"তোমার অগোচরে তোমার ভেতর বসত গড়ে
এক ময়ুরকন্ঠী নাও" - ভালো লাগলো, কবি।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। কমেন্টে পাঠে এবং ভালোলাগায় ।

২| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা :)

১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:২৭

আরোগ্য বলেছেন: প্রেমের প্রগাঢ় নিবেদন।

১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৪৮

নজসু বলেছেন:



প্রিয় কবি
কবিতার কথাগুলো আপনার কল্পনায় আঁকা নাকি জীবনের গল্প থেকে চয়ন করা?
খুব আবেদ আর দরদ দিয়ে লেখা যেন।

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। কমেন্টে ভালোলাগ। জীবনের বাইরে কোন গল্প নেই কল্পনা অনেক সময় বাস্তবের চেয়ে বেশি বাস্তব হয়ে ওঠে ।

৫| ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুশীতল বৃষ্টির ছটা
আজি লাগলো আমার গায়
এ যেন মওেহন্দ্র ক্ষণ সুদীর্ঘ প্রতীক্ষা শেষে

মন বলছে এই বৃষ্টি বেদনার নয় আনন্দ অশ্রু
দুজনার প্রেমে মঙ্গল কামনায়।

অসহ উষ্ণতা কেটে গেছে
এসেছে হিমেল হাওয়া
প্রচন্ড দাবদাহ শেষে বৃষ্টি সবারই কাম্য
আমার কাছে তারচেয়ে ঢের বেশি কাম্য
তোমায় কাছে পাওয়া
দিন শেষে রাত্রী যেমন আসে সেভাবে
শুধু তোমাকে

৬| ১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫৫

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই
জানিনা কার অবদানে আপনি এত ভালো করে কবিতা
লেখেন ? মুগ্ধতা সহ ভালোলাগা +++

১৩ ই জুন, ২০১৯ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: স্রষ্টার অশেষ রহমতে দু কলম কবিতা এখনো লিখতে পারছি। কবিতা ভালোবাসি। হয়ত কবিতাও আমাকে ভালোবাসে... :)

৭| ১৩ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
++

শুভকামনা

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৩ ই জুন, ২০১৯ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,





অনেক তো প্রেমময় কবিতা হলো, এবার না হয় অন্য ধরনের কিছু লিখুন। তাতে কবিতার হাত আরও খোলতাই হবে।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সদুপদেশ ।সন্দেহ নেই কোন । অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং পাঠে।

৯| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৫ ই জুন, ২০১৯ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: চরম আবেগে ভালবাসার অভিব্যক্তি! + +

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৫ ই জুন, ২০১৯ রাত ১০:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আহ্,প্রেম মধুর মত চুয়ে চুয়ে পড়ছে। সুন্দর +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.