নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একজন জনকের চোখে

১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:১৬


আমি ছিলাম আল্লাহর কাছে প্রার্থনারত
হসপিটালের ফ্লোরে —পরিবারের সবাই
প্রতীক্ষার ডালি নিয়ে নতমস্তকে —আসিতেছে শিশু
ফুলের মতোন — ভবিষ্যৎ প্রজন্মের শুভাগমন
কোন সে মহেন্দ্র ক্ষণে — পরম বিস্ময়ে সেই
আমার আপনজন, আসিবে কখন? কত জনের জন্ম হলো!!
আমার মনে শুধু প্রতীক্ষার ডালপালা ছড়ালো
এমন সময় ভিতর থেকে একজন বলে গেল
হয়নি শুরু তাঁর প্রসব ব্যথা — আজকেই কী তবে
সিজার করা লাগবে — এখনও হয়নি সময়
ধ্যানভাঙা সন্নাসীর মতন অধৈর্য
আমি বললাম— হ্যা আজিকেই হবে—হতে হবে
সহিতে পারি সবই সহিতে পারিবো না আর
— তার ব্যথা তিল পরিমাণ
অবশেষে সিদ্ধান্ত হলো—জুম্মা রাতের শেষ প্রহরে...

মহেন্দ্র ক্ষণে এসেছে নতুন শিশু — নতুন অতিথি
আমি চেয়ে থাকি— তার দিকে পরম বিস্ময়ে
আমার জনক আযানের ধ্বনি পৌঁছে দিল তার কানে
ঝিনুকের বুকে যেমন মুক্তো থাকে—
আমার বুকে ঠিক তেমন পরম মমতায় তারে
রেখেছি জড়িয়ে— পৃথিবীর কোন অশুভ ছায়া যেন না লাগে তার গায়
পরম বিস্ময়ে দেখিতেছিলাম তারে
— মনে হলো শতজনমের সাধনায়
স্রষ্টার কৃপায়, এমন রত্ন মেলে,
সে যে আমার সাতরাজার ধন অমূল্যরতন, আপনের আপন
আমারই দর্পন —স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
সে তাকালেই যেন আমি অবাক বিস্ময়ে দেখি অমিত সম্ভাবনার সপ্তাকাশ
তার ক্রন্দনে যেন খোদার আরশ কেঁপে ওঠে
হাসিতে তার যেন ভেসে যাই আনন্দলোকে,
পৃথিবীর সব শোক যেন হয়ে যায় লীন
দুরে আছিস সোনামানিক সময়ের প্রয়োজনে
— জানি না কেমন করে তোর অন্নগ্রহন রাত্রীর ঘুম
ক্ষণে ক্ষনে চাতক মনে আজি তোকেই মনে পড়ে...



উৎসর্গ: সকল বাবা

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৩০

করুণাধারা বলেছেন: ভালো লাগলো। সালমান কেমন আছে?

১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ইনশাল্লাহ ভালো আছে। মায়ের কাছে আছে। প্রশ্ন হতে পারতো আমি কেমন আছি। তার উত্তর হতো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। খারাপ অবস্থায় এমন ভাবে স্রষ্টার প্রশংসা করতে হয়্ । যেহেতু সালমান কাছে নেই । রাত দুপুরে সালমান এখন আমার ঘুমে মধুর ব্যাত্যয় ঘটায় না ও যেন ঘুম আসবেই না রাতে। অন্ধাকারে হাটতে হাটতে চলে যায় কিচেনে অথবা ড্রয়িং কক্ষে। ওর ডিস্টার্ব সহ্য করাও আমার কাছে দারুন ব্যপার।

২| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো লিখেছেন । ++
আপনার গোটা পরিবারের জন্য শুভেচ্ছা রইল।

১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বাস্তবতা এর চেয়েও মধুর। সুপ্রিয় জাদিদের বাবা হওয়ার অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে আমার বাবা হওয়া বিষয়ক উপাখ্যান।

৩| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: একদিনে এতো পোস্ট কিভাবে পড়বো? সময় কম। ভালো লাগা রেখে গেলাম কবির কবিতায়।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বেশি নাতো । প্রতিদিন একটি করে কবিতা। লিখতে হবে। আপনার কমেন্ট তার মতো। অথচ তাকে ব্লগে দেখি না। ;)

৫| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:২১

বলেছেন: শিশুর মমতায় জড়িয়ে থাকুন সবসময়।।।


ভালোলাগা

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৬| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪০

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার কমেন্ট তার মতো। অথচ তাকে ব্লগে দেখি না।! বুঝিয়ে বলবেন কি লেখক? কার মত?

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এতো পোস্ট পড়বো কেমন করে? এই টুকু। আপনি তো না হয় পড়ে হয়রান। না পড়েই অমন ঢং :) :P

৭| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভালোবাসাময় কবিতা

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

আমার সেই সালমানের জন্মদিনের কথা ভাষায় প্রকাশ করার যোগ্যতা নেই আমি জানি।
ওকে যখন কোলে নিলাম মনে আছে বোধ হয় সাত তলা সিড়ি ভেঙেছি টিকা দেয়ার জন্য। কত সাবধান ছোট্ট একটা বাবু কোল থেকে যেনো পড়ে না যায় তেমন ভাবে ধরতে হবে। আবার যদি ব্যথা পায় সেটা নিয়েও উদ্বিগ্ন। সদ্যজাত শিশু আমি প্রথমবারের মত কোলে নিয়েছিলাম। তাকে কোলে নিয়েও একটু হয়রান হয়নি । মনে হলো তাকে নিয়ে চাদের দেশে হেটে যেতে পারবো। সিড়িতে একটু হোচট মত খেয়ে খুব বিরক্ত হলাম মনে হলো লাথি মেরে সিড়িটা ভেঙে ফেলি.......বারবার ওর মায়াভরা মুখখানা দেখছিলাম। এদিকে আমার আম্মু বলছে বাবা মায়ের চোখ নাকি বেশি লাগে সন্তানেরউপর । কোথায় যাই? তবু আমি তাকিয়ে থাকি সন্তানের দিকে বিমুগ্ধ নয়নে বিস্ময়ে.....তখনো ভেবেছি ও যদি থাকতো পাশে.....কত আনন্দই না হতো।

৮| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:০১

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনি তো না হয় পড়ে হয়রান। না পড়েই অমন ঢং? লেখক আমি আবারো বুঝে উঠতে পারিনি,প্লীজ কি বলতে চাচ্ছেন সোজাসাপ্টা বলে ফেলুন। না পড়েই অমন ঢং কাকে বললেন? রাগ করবেন না। আমি বুঝতেছি না বলেই বারবার প্রশ্ন করছি আপনাকে।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: যাকে বলেছি সে রাগ না করলেই চলবে। আপনি নির্ভার থাকুন সুপ্রিয় ব্লগার ।

৯| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৫

মেঘ প্রিয় বালক বলেছেন: আমি আপনার কবিতা পুরোটাই পড়েছি,আপনি বাবা হয়েছেন,সাধুবাদ জানাইনি বলে ভেবেছেন আমি আপনার পোস্ট পড়িনি।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: হা হা আপনাকে বলিনিতো...যাকে বলেছি সে এমনি পড়ে কমেন্ট করে না :) । ঢঙ্গী তো তাই :)

১০| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


পুরানো সেই সাঁকো ফেলে নতুন পথের খোঁজে

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

জুন বলেছেন: আজকের কবিতাটি অনন্যসাধারন সেলিম আনোয়ার । সালমানের জন্য শুভকামনা রইলো ।

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি ভালো লেগেছে জেনে ভাল লাগলো । ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য।

সালমান মানুষের মন জয় করে খুব সহজে। তার কোন জড়তা নেই লোকভীতি নেই....নতুন কাউকে দেখলে ভাব জমানোর চেষ্টা করে । এবং করেও ফেলে । তবে ইদানিং একশন তারকা হয়ে ওঠছে খুব। দুঃখ পেলে সবাইকে মারতে থাকে। তাকে তার আদর বিস্ময়র ভাবে বেড়ে যায়। আমি বুঝিনা কেন? ছেলে আমার লেডি কিলার হবে মনে হয়। জুনাপি সাবধান ;)

১২| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।


আমার মন্তব্যের উত্তর দিয়েছেন তাতে আমি অনেক খুশি হয়েছি।

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আপনি আবার এসেছেন কমেন্ট করেছেন তাতে আমিও অনেক খুশি আবেগাপ্লুত ।।

১৩| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

ওমেরা বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে ।

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




একজন জনকের চোখে লেগে থাকা এক অনন্য উপলব্দি নিয়ে ঠিকরে পড়া এক কবিতা।
মনে হয়, এই কবিতাটি আপনার অনেক কবিতার ভেতর আলাদা প্রশংসার দাবীদার।

আপনার অমূল্যরতনখানি যেন অমিত সম্ভাবনার সপ্তাকাশে তার কোমল ডানাদু'টো মেলে দিতে পারে সেই শুভকামনায়........

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে আমি সম্মানিত বোধ করি।

আহমেদ জিএস,



আপনি দারুন কমেন্ট করেন :)

ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো।।।

১৫| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনকের অনুভূতিতে ভাল লাগা :)

হুম জাদিদ ভায়ার ষ্ট্যটাসটা অসাম! একেবারে চোখ ভিজিয়ে দেয়া!
হৃদয়ের গহীন থেকে যখন সত্যাচ্চারন হয় অকপটে- এমনই হয় .....


++++

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: জাদিদ চমৎকার লিখেছে। এখন প্রতিদিন বাবা হওয়া আনন্দ আর অভিজ্ঞতা তার বাড়বে ।

১৬| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: অসাধারণ। ভালো লাগা রইলো।

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৭| ২০ শে জুন, ২০১৯ রাত ৩:৪৪

আরোগ্য বলেছেন: লাইকসহ প্রিয়তে কবি।

২০ শে জুন, ২০১৯ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভালো লাগা আর অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

১৮| ২০ শে জুন, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আপনার পোষ্টে গিয়ে কিন্তু আমি প্রায়ই আপনার পুরাতন কবিতা গুলো পড়ি।

২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো অংবং কবিতা কেমন লাগে বারবার পড়তে স্রষ্টা জানে। হয়তো একসময় লিখে ফেলবো ভাল কো ন কবিতা ।

১৯| ২০ শে জুন, ২০১৯ সকাল ৯:৫৭

ক্লে ডল বলেছেন: পিতা হওয়ার মধুর অনুভূতি নিয়ে মধুর একটি কবিতা!! বারবার পড়ছি, তবুও ভাল লাগছে। সত্য এবং পবিত্র অনুভূতিগুলো লিখলে কবিতা বুঝি এমন অপার্থিব হয়।
জাদিদ ভাই পিতা হয়েছেন!! তাঁর এবং ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক শুভকামনা!!

ফেসবুকে ইনএক্টিভ তাই তাঁর স্ট্যাটাস পড়া থেকে বঞ্চিত হলাম। :(

ভাল থাকুন সর্বদা।

২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: পিতা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা অনেক কঠিন । আমার কাছে অবর্ণনীয় । এমন বিস্মকর ভাল লাগা আর লাগেনি কখনো। যেন আমার মাতা পিতা ।না তা ঠিক নয়। অন্যরকম। কেমন যে বাবা হয়েছে বুঝতে পারবে। এই যে এখন জাদীদ বুঝতে পারছে। সন্তানের যত্ন নিতে সারারাত ঘুম নেই তবু যেন শান্তির শেষ নেই । কি মায়াভরা মুখ।কি চমৎকার হাসি। ঠিক হার্টবিটের মত। যেন হার্ট অথবা হার্টের টুকরো আমার শরীরের বাহিরে মনের গহীনে.....নিষ্পাপ ফেরেশতা...

২০| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:২৩

মাহমুদুর রহমান বলেছেন: অজস্র ভালো লাগা ও শুভকামনা রেখে গেলাম।

২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগা এবং শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২১| ২১ শে জুন, ২০১৯ সকাল ১০:১৫

কালো যাদুকর বলেছেন: গভীর কবিতা। বাবা দিবসে বাবা ও সন্তান সবাই ভাল থাকুক।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: বাবারা কেমন হয় জানতে হলে বাবা হতে হবে। তবেই বুঝা যাবে বাবা কি জিনিস । বাবা আমাকে কিভাবে লালন পালন করেছেন ।তার কতটুকু অনুভূতি জুড়ে তার অবস্থা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.