নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
স্মার্টফোনে ভিডিও কথোপকথনে
চাতক নয়নে চেয়ে দেখি—
খোকনসোনা কেবল তোকে
হাসি মুখে তোর অভ্যর্থনা দারুন রকম মিষ্টি লাগে
যেন পূর্ণিমা চাঁদ ওঠে হতাশার আধার রাতে
তবু দূরে থেকে দেখে দেখে তোকে
এই মনের তৃষ্ণা মেটে না
দু’চাখে ভরে ওঠে অশ্রুজলে
যেমন বর্ষাকালে প্লাবনে নদীর দু’টি কোল
তোকে কাছে পাবার আশায়
মোর হৃদয়ভারি— অবুঝহৃদয় বুঝতে নারি
সহিতে নারি আর—এ হৃদয় যেন দূর শোকের পারাবার।
তোর ক্ষণিকের বিচ্ছেদনলে পুড়ে
ওরে আমার সাত রাজার ধন মাণিক রতন
আছিস কত দূরে?—তাই
দেখার লাগি আমার এই প্রাণ আনাচান করে।
আসবি কবে কাছে ?—থাকবি কবে আবার আমার পাশে পাশে
দেখে তোকে জুড়োই দুনয়ন কীযে শূণ্যতা
তুই হারা এই তপ্ত মরুর বুকে।
হাসিতে তোর মুক্তো ঝরে
ক্রন্দনে তোর স্রষ্টার আসন— আরশ কাঁপে
আমি থাকি তোরই প্রতীক্ষায়
তোকে নিয়ে ঘুরতে যাবো— ওবারে চড়তে যাবো
অথবা হাঁটাপথে কেবলমাত্র দু’জনে কারণ মা তোর ব্যস্ততখন
সংসার কাজে; বিকেলে অথবা সাঁঝে—
ঘুরতে গিয়ে চলার পথে পাখির কূজনে দু’জনে কইবো কথা
কতো কথা বলিস রে তুই কখনো যেন তা হায়ারোগ্লিফিক্স
আমি তো সব বুঝে নে ই যেন দৈবক্ষমতাবলে
দু’জনে দেখবো গাড়ি দূরে কই এম্বুলেন্স বাজে
কোথায় পুলিশ, ট্রাফিক জ্যাম?
রুপোলী চাঁদ উঠেছে আজ কোন বাড়ির ছাঁদে?
কয়টা রিকশা? কয়টা ফুল? রঙিন ফিতে কানের দুল
নিয়ন আলো ল্যাম্প পোস্ট কনফেকশনারি
কিনে না হয় দেবো তোকে কতক চকোল.
অথবা কাপ-আইসক্রীম —হাঁটবো আবার
দু’জনায়—বেইলী রোডে; কয়টা ফুসকা চটপটির দোকান আছে
গুনবো না হয়। শুনবো না হয় সমধুর গান
কোথায় পাবো থাই স্যুপ? শপিং মল অটো সিঁড়ি...
দুজনে ভাঙবো সিঁড়ি আনমনে!
কোয়র্টারে ফ্লাটের কাছে দোলনায় ওঠিয়ে দেবো দোল
যতই তোকে আদর করি বাড়ী ফেরার সময় হলে
কাঁদবিরে তুই —আরো কিছুক্ষণ বাহিরে ঘুরার
বায়না করে—কাঁদিয়ে তোকে সঙ্গে নিয়ে ফিরবো ঘরে
যেথায় তোর মায়ের আঁচল
অভিমান বুকে ঘুমিয়ে পড়িস
শুধু বলি তুই থাকলে দূরে এ হৃদয় আকুল—
থাকলে কাছে আমার চেয়ে এত সুখী
কেউ কী আছে? আমাদের এই ছায়াপথে
হৃদয় জুড়ে একি বায়না ময়না পাখি এখনই আয়না কাছে
তোকে দেখে বেদনাভুলি; আর যত না পাওয়া কবিতা আছে।
কষ্টগুলি দূর অজানায় যায় হারিয়ে
মনাকাশে হতাশার মেঘ ঠেলে যেন স্বপ্নিল এক সূর্য হাসে
খোকনসোনা, তাইতো বলি "আয় না কাছে!!"
হৃদয়জুড়ে শুধু আমার এই আকূতি আছে..
২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ২২ শে জুন, ২০১৯ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: চমৎকার বিষয় নিয়ে চমৎকার কবিতা।
২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।
৩| ২২ শে জুন, ২০১৯ রাত ১১:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম প্লাসে এবং কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ২৩ শে জুন, ২০১৯ সকাল ৭:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয়ের অন্তস্থল থেকে মায়া মাখানো কাব্যে মুগ্ধতা।++
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৫
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার খোকনসোনা কেমন আছে?
২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আছে ভাল স্রস্টার কৃপায়
মা তার ভূগছে জ্বরে করতে কিছু পারছি না হায়
তারা আজ আছে দুরে ..তায়
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।