নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজ বৃষ্টি যেন আসে..

২৩ শে জুন, ২০১৯ সকাল ৯:৩০

রৌদ্রোজ্জ্বল সকাল —তুমিও নেই পাশে
আকাশপানে চেয়ে এই কামনা করি
মুষলধারে আজ বৃষ্টি যেন আসে;

বৃষ্টির ফোটা পড়ুক্ তোমার সারাগায়
আমিও ভিজি তুমিও ভেজো
খুশির চাদর গায়— নব ধারা জলে
সেই অঘোর বরষায়।

শুকনো মাটি আজ ভিজে যাক
হৃদয় তোমার— আমারই থাক
যেন তারে আর কেহ না পায়..
পৃথিবীটা খুব বেশি বড়ো নয়
সতত এই মিনতি করি,
তোমার আমার মিলন যেন হয়;
প্রগাঢ় বিশ্বাসে —সুখের আলিঙ্গনে
রাতের আঁধার শেষে—যেমন আলো আসে
যেমন করে কপোতকপোতি আমরণ যায়গো ভালোবাসে
আমাদের দু'জনার অটুট বন্ধন
যেন দিনে দিনে আরো দৃঢ় হয়—আজ বৃষ্টি যেন আসে..



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আষাঢ় মাস। বৃষ্টিতে ডুবে থাকার দিনেও আমাদেরকে বৃষ্টি কামনা করতে হয়। আসলেই সকাল থেকে সূর্যনগর বড্ড রেগে আছেন।



সতত কামনা করি, বৃষ্টি আসুক। সেও আসুক ;)


কবিতায় প্লাস সেলিম ভাই।

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। সে তো ।আসলো না ভালো তো ভাসলা না ।

২| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: কি সুন্দর করেই না কবিতা লিখেন।

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভালোলেগেছে জেনে ভালো লাগলো ।।

৩| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৫

ওমেরা বলেছেন: কবিতাটা ভাল লাগল কিন্ত বৃষ্টি আমার পছন্দ না ।

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কেন গো? বৃষ্টি কেন পছন্দ না।
এমন উষ্ণতায় বৃষ্টি লাগিবে মন্দনা
করিতেছি তাই বৃষ্টির বন্ধনা
বৃষ্টিতে ভিজে জলভেজা পদ্ম
কার না লাগে ভালো?
এমন প্রখরো আলোয়—ঘর্মাক্ত দেহ নিয়ে
ভালো লাগে না অবলা প্রাণে আর,
শীত প্রধান দেশ হলে
জানি লাগবে না ভালো.....
ভ্যাপসা গরমে বৃষ্টির চেয়ে মধুর কিছু নয়
আয় বৃষ্টি আয় প্রিয়ার রূপে সুধা ঢেলে
আমার কাছে নিয়ে আয়
আয় বৃষ্টি আয়
এখন না আসিলে বৃষ্টি প্রাণ
করে হায় হায় !! ;)

৪| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বৃষ্টি এসে ভিজিয়ে যাক সেলিম ভাইকে।

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিদিন একটি করে কেন কবিতা লিখতে হবে....??? লিখ বো না আর :(

৬| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৬

মেঘ প্রিয় বালক বলেছেন: কবির ইচ্ছে পূরণ হোক। আজও বৃষ্টি যেন আসে।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.