নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পরিণয়

২৪ শে জুন, ২০১৯ দুপুর ১২:১০


আদরণীয়, কোথায় দিলে ডুব?
পানকৌড়ি যেমন অন্ন অন্বেষণে—
সরোবরজল তলে
তুমিও কী ঠিক তেমন কারণে?
চোখের আড়ালে থেকে রহিলে নিশ্চুপ…
বলো কোথায় দিলে ডুব?

চলছিলো ভালই প্রিয়ংবদা বলছিলে মধুকথা
কাটছিলো সময় মধুময়
গাড়ি চালনায় পারঙ্গম তুমি তারি স্বার্থকতা প্রমানে
তোমার কসরত—লেগেছে ভালো খুউব..

এখন কি তবে গাড়ি চালাও পাহাড়ি রাস্তায় ?
আমারি কথার রেশ ধরে কথিত চ্যালেঞ্জ মনে
রাঙামাটির রঙে দু’চোখ জুড়াও— দারুন কৌতূহলে
গাড়ি চালনার ছলে—নিজেকে প্রমানে তাই
রহিলে চোখের আড়ালে— বাড়ালে একাগ্রতা

কিছুটা ছেলেমানুষী তো বটেই;
তবু লাগছে মন্দ না—আখেরে যদি ভাল কিছু ঘটে।
অবশেষে আমাদের দু’জনার যেন হয়গো পরিণয়;
দূর করে মনের সকল সংশয়—অবশেষে এবার যদি মনের মিলন হয়
লাগিবে মন্দ না।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: কবি কোথায় গিয়েছিলেন?

২৪ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ফরিদপুর গিয়েছিলাম। বেশ আগে। এখন ঢাকায় আছি।।

২| ২৪ শে জুন, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: ফরিদ পুরের বোয়লমারী, আলফাডাঙ্গা আর মধু খালী ঘুরে এলাম। আপনি কোথায় গেছেন??

২৪ শে জুন, ২০১৯ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ফরিদপুর সদার। অফিসিয়াল টু্্যর ।

৩| ২৪ শে জুন, ২০১৯ দুপুর ২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: পরিণয়ের পরিণতিতে মুগ্ধ হলাম। ++
শুভকামনা জানবেন।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩২

মাহমুদুর রহমান বলেছেন: আপনি খুব ভালো কবিতা লিখেন।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা কেমন হলো পড়ে দেখেন?

আকূল আবেদন
.......
ভুলের বশে করো যদি কোন ভুল
বাংলায় লেখাতে—
এ কি নহে অমার্জনীয় ভুল অপরের চোখে
ভুল লেখা মেলে ধরাতে!
তা দেখে ভুলকে শুদ্ধ ভেবে যদি
কেহ করে বসে ভুল
দোষ কিনা তুমি বলো?
সে কী নহে কোন ভুল
গুরুত্ব না দিয়ে ভুল লেখা বাংলায়
মস্ত বড়ো অপরাধ
মাতৃভাষা মাতৃসম এ নহে কোন
মনেগড়া মতবাদ
বাংলাভাষা যেহেতু মায়েরই সমান
শুদ্ধ বাংলা চর্চা তাই
সকলের কাছে হোক মহামূল্যবান
চলো আজি সকলে মিলে করি পণ
আর নহে অবহেলা অশুদ্ধ বাংলা লেখা খেলা
তোমাদের কাছে তার আকূল আবেদন ..

৬| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪১

বলেছেন: লাগিলো মন্দ নয় --
শুভ কামনা কবি।।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা

কাব্যিক ভ্রমনে কবিতা লেখা খেলাতে
তালে তাল মেলাতে

৭| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২৪ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: এবার কেম ন হলো?


জানবে যদি থামবে না
ক্রমাগত সমুখপানে—সে চলবে শুধু
তারে কেউ আটকাতে পারবে না
তার ভালোবাসার আহবানে সারা দিবে
থাকতে দূরে পারবে না
তবে থাকো কেন দূরে
তার দু’চোখের অগোচরে—
যদি জানো তারে ভালো না বেসে
থাকতে তুমি দূরে—পারবে না গো পারবে না
তারে রাখো কেন দূরে?
চোখের আড়াল করে—যখন তুমি
হঠাৎ করে পড়বে ভেঙেচূড়ে
তখন বলবে কিগো লোকে?
বোকামেয়ে প্রেমে পড়ে মরে
লোকের চোখে অপ্রেমের মুলো ঝুলিয়ে
কেবল ধূলো দিয়েছে
আসলে সে সর্বনেশে ভালোবাসার চোরাবালিতে
দেহমন সঁপে দিয়েছে—মেয়ে প্রেমে পড়েছে
বলি শুধু সোনার মেয়ে তারে শক্ত করে ধরো
ভালোবাসার পবিত্র জলে নাইতে যদি চাও
ভালোবাসার এই পারাবার আপন করে নাও....
তাতে ডুবো আবার ভাসো
বাঁধভাঙা জুয়ারে এবার তুমি
শুধু আমায় ভালোবাসো

৮| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিম
আজিকে যেন জিতে
বাংলার টাইগার আজকে যেন পারে
জয় কেড়ে নিতে
ব্যাটিং বোলিং ফিল্ডিং করতে হবো ভালো
মুশফিক তামিম সাকিব সহ বাকী সবে
খেলার মাঠে যেন ছড়াতে পারে আলো
বাংলাদেশের সকল মানুষ
আছে যে প্রতীক্ষায়
সমস্বরে বলবে সবে
বাংলাদেশ ক্রিকেট টিম সবার সেরা
এর তুলনা নাই....

৯| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:

পানির নীচে দেখলাম ২ পানকৌড়ি, আর গাছে ডালে একা ১ পানকৌড়ি!

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: হা হা ।মোট একটা পানকৌড়ি !:#P । একটা গাছের ডালে। জলের তলে ২টা !!!!! :P

১০| ২৪ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪২

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
++
শুভকামনা

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক শুভকামনা ।

১১| ২৪ শে জুন, ২০১৯ রাত ৮:০৭

মাহমুদুর রহমান বলেছেন: যত পড়ছি ততই মুগ্ধ হচ্ছি।

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: জিতেছে বাংলার টাইগার
আবারো জিতবে —এখন এমন দল নেই আর
যে এই জয় যাত্রা রুখবে
স্রষ্টার অশেষ কৃপায় আমার করবো জয় (ইনশাল্লাহ)
নিশ্চয় নিশ্চয়—বিশ্বকাপ ক্রিকেটে আমরাই সেরাদল
অন্য কেহ নয়।
সাকিব মুশফিক রিয়াদ মোস্তাফিজ অন্য সবাই তোমাদের কাছে
একি মিনতি—নিজের সেরাটি খেলবে মন প্রাণ দিয়ে
ষোল কোটি মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে
তোমরাই পারো আমাদের করতে এক
বিজয়ের উৎসবে —প্রচন্ড পরাভবে....

১২| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৭:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার কথামালা, দারুণ লিখেছেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

২৬ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.