নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভুলের প্রাসাদ ভাঙো

২৬ শে জুন, ২০১৯ দুপুর ২:০০


ভুলের রাজত্বে করছি বসবাস
যেন তা নিয়তির নিত্য উপহাস
ভুলের নেই কোন সীমা
জীবন বীমা—

অনেক সময় ঘাবড়ে যাই
এই ভেবে অনুভবে তোমার জীবনে— আমি
কোন মস্তবড় ভুল কী না?—

আবার ভাবি— আমি শুধু তোমার সময়ের দাবি; আর কিছু না।
সুপেয় জলের মতো; তোমার কাছে আমার প্রয়োজন অন্তহীন;
আমি তো নই ব্যাঘ্র কোন— দন্তহীন প্রেমের বনে, বৃন্দাবনে
আমি ছাড়া বাঁচবে কী না ? যদি সুদূরে যাই—গো হারিয়ে
ভালোবাসার খুনসুটি থাকবে কিনা অনুভবে তোমার
এই আশঙ্কা অমূলক কী না?— স্রষ্টা জানে
শুধু জানি মানুষ কেবল ভুলের মাশুল গোনতে জানে
আরো জানি সকল ভুলের আছে ক্ষমা— মহান স্রষ্টার কাছে
ভালোবাসা কী এমন ভুল ? নেই যার কোন ক্ষমা;
আছে নাকি? শুধাই তোমায়—
নাকি মুমূর্ষূ রোগীর মতো কেবল মৃত্যুপ্রহর গোনা
গোনতে গোনতে হয় কী শেষ ?—ভালোবাসার অবশেষ;
তবু জানি ভালোবাসাই সব থেকে দামী— বাকিটুকু ইতিহাস
যদি তুমি লিখতে জানো—ভালোবাসার পরাগ মেখে
হতে পারো অনন্যা তুমি; ভালোবেসে অনোন্যপায় আজিকে আমি
সে কারণে বলছি—না
শতবাধার পাহাড় দেখেও তোমায় যে আমি ছাড়ছিনাকো- ছাড়ছিনা

মঙ্গলকাব্য গড়ে চলো দু’জনে দোসর গড়ি
প্রেমের দোসর ভুল নয়তো কোন
আমার এ ডাক এবার শুনো—লক্ষ্মীসোনা
ওগো চাঁদনিবদন ভালবাসা নয়তো বারণ—এবার তুমি কাছে এসো
আরও কাছে—এই খানে মধু জমা তোমার লাগি যেন প্রাগৈতিহাসিক কাল থেকে
ওগো জোড়া ঠোঁট ললাটে টিপ কুসুম কোমল...
কথা দিলাম হৃদয়ে ক্ষত থাকবে না কোন—
ভুলের রাজ্যে বসত গড়ে ভুল তুমি আর করোনা....
ভালোবেসো আমায় শুধু — কাব্য করে
ছায়া সুনিবিড় শান্তির নীড় গড়ে; অশান্ত পৃথিবীর বুকে
ভুলের প্রাসাদ ভাঙো..

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৬

নজসু বলেছেন:


প্রিয় কবি।
ভাবি শব্দটা ই-কার দিলে কেমন হয়?
ই-কার যোগে ভাবি হচ্ছে চিন্তা করা, কল্পনা করা, ভাবনা।
ঈ-কার যোগে ভাবী হচ্ছেন গিয়ে আমাদের ভাবী মানে ভাইয়ের স্ত্রী। :-B

মন খারাপ করলেন নাকি? :(

কবিতা কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে ।

২৬ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুনতো। আরো ভুল আছে নাকি (আরও) ;)
মন খারাপ হলো না মনোযোগী পাঠক।
মাঝে মাঝে পরীক্ষা নেই
সহজ ভুল সে কারণেই........ !:#P

২| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৩| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:

আকাশ বাতাস, সচল অচল, জলদি নিরিক্ষী, দিবস রজনী, সবাই দেখেছে আপনার হৃদয়; শুধু কে একজন কিছুতেই কিছুই অনুভব করছে না! কি হচ্ছে এই বিশ্বে!

২৭ শে জুন, ২০১৯ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: পৃথিবীটা এমনই বোধ হয়..........
অবাক পৃথিবী
ভালোবাসা যায়না চোখে দেখা
অথবা শোকেসে সাজিয়ে রাখা
অথচ থাকে সযতনে মনের গহীনে
শুধু নিজের করে, ঝিনুকে
— যেমন মুক্ত থাকে
লুকিয়ে চোখের আড়ালে :)

৪| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:
ভালোবাসা যখন খু্ব নির্দয় আর পাষান হয় তার আগুন কে তখন আগুন বলেনা বলে “দাবানল”

ওরে আগুনের দেবতা
আগুনে পোড়াস মোরে, আগুনে পোড়াস
শত্রুর শত্রুকেও দাবানলে পোড়াসনে
আমি তো জানি আগুনের জ্বালা
সেই শত্রুর শত্রু যে আমি কপালপোড়া !

- আরিফাইল (আমার বেহেস্তবাসী দাদীজান, আমার দাদার বোন)

২৭ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ঐ দাবানল পোড়াস নে আর
এইখানে তোর ভালোবাসার খামার
এই বুকে —বেলী ফুলের গন্ধ শোঁকে শোঁকে
আসবি কবে বল সবার অগোচরে
আমার হবি কবে?

৫| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:০৯

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ ভুল করতে করতেই শিখে।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ উপলব্ধি। অনেক ধন্যবাদ ।

৭| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:১১

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রিয় কবি,কবিতা অনেক কঠিন করে প্রকাশ করেছেন আজ। বুঝতে অনেক ভাবিতে হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ২৬ শে জুন, ২০১৯ রাত ১০:০৯

বলেছেন: ভুলের নেই কোন জীবন বীমা --------------------দারুন

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪০

হুদাই পাগলামি বলেছেন: মঙ্গলকাব্য গড়ে চলো দু’জনে দোসর গড়ি
প্রেমের দোসর ভুল নয়তো কোন
আমার এ ডাক এবার শুনো—লক্ষ্মীসোনা........দারুণ কবির কবিতা।

ভালোলাগা রইল পাগলার।

০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১১:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতার চরণে চরণে গভীর আবেগের কারণে আপনার কবিতা আকর্ষণীয়।
সুপেয় জলের মতো; তোমার কাছে আমার প্রয়োজন অন্তহীন - চমৎকার!
কবিতায় প্লাস + +

০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.