নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আলোয় ভূবন ভরিয়ে দাও, বাংলায় লিখে লিখে
মিথ্যাবাদির অপবাদ—সুতীব্র প্রতিবাদে
বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে শঠের ভিত
কাঁপিয়ে দাও ।
যাদের আত্নবলিদানে, “রাষ্ট্রভাষা বাংলা চাই”
আমরাতো ভুলি নাই
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
সুমহান একাত্তর আমাদের আছে মনে
আমরা স্বাধীন—জাতি
আমরা করিবো আলোকিত আজিকের তিমির রাতি
আমাদের দু’চোখ খোলা; দু’হাত বাঁধা নাই
বাংলার জনতা বাংলার অধিপতি—
আমরা যেন মুক্ত বলাকা; চঞ্চল প্রজাপতি
আমরা তো ভুলি নাই –হতাশার সাগরে ডুবে
আমরাতো মরি নাই।
অগাধ আত্নবিশ্বাসের ডানায় চড়ে—আমরা করিবো জয়
যতদিন এদেহে আছে শক্তি— আমাদের হৃদয়ের আকূতি
লিখে যাবো মায়ের ভাষায়—এ আমার আজন্ম অধিকার
—কোন ছাড় নাই
বাংলার বুকে বাংলা চার্চার অধিকার তেমন
সদ্য প্রসূত শিশুর অধিকার মাতৃস্তনে যেমন
বাংলা চর্চার কোন ক্ষেত্র বাংলার বুকে নিষিদ্ধ হতে পারে না
কোনমতেই—যে যাই বলুক
মিথ্যে অপবাদে যতই জর্জড়িত করুক
আমরাতো ভুলি নাই
বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের মতই পবিত্র
আমরা লিখে যাবো..
দূরাচারের সলিল সমাধি গড়ে
আমরা পরাজয় এঁকে দিবো
অত্যাচারীর ললাটে —এসোগো কাছে সাদা কাগজে
সোনার হরফে দু’কলম লিখে দিই— এ হৃদয়টা অপার স্বাধীনতা
দূর হও পরাধীনতা; শত ধিক্কার তোমায়।
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করা হলো। বিপ্লবী অভিবাদন সুপ্রিয় ব্লগার ।
‘ব্লগিং করুন দেশমাতৃকার জন্য মাতৃভাষার জন্য’ কবিতার এটাই প্রতিপাদ্য
২| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দূর হও পরাধীনতা! ধিক্কার তোমায়
স্বাধীনতার চেতনায় যারা মেশায় দলান্ধতার বিষ
মুক্তিযুদ্ধের চেতনাকে যারা করে কলুষিত
অন্ধত্ব আর বৃত্তাবদ্ধ একচোখা নজর উপড়ে ফেলো
মুক্তি প্রকৃত আলোয় দূর হোক আঁধার
মুক্ত হোক হৃদয়, মুক্ত হোক স্ব-দেশ ।
+++
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: মুক্ত হোক হৃদয়, মুক্ত হোক স্ব-দেশ ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশে হাজার হাজার প্রিন্টিং মিডিয়া, শতশত টেলিভিশন মিডিয়া সহ আছে হাজার হাজার লক্ষ লক্ষ অনলাইন মিডিয়া আরো আছে ফেসবুক আর ই্উটিউব - সেখানে সামহোইয়ারইনব্লগের কেনো এতো শত্রু তৈরি হলো তা বোধগম্য না !!! তারা চাচ্ছে কি ?
০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: তারা হলেন হযবরল হযবরল। তারা কি চাইবেন???
৪| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১২:০০
খায়রুল আহসান বলেছেন: @ঠাকুরমাহমুদ, আমার মনে হয় ব্যক্তিগত আক্রোশ থেকে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। ব্যাপারটা যখন আরো পরিষ্কার হয়ে যথাযোগ্য কর্তৃপক্ষের নজরে আসবে, তখন আক্রোশ পোষণকারীর হিতে বিপরীত হয়ে যেতে পারে।
তবে, এটা কেবলই আমার ব্যক্তিগত মতামত মাত্র।
০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। ক্ষমতা মানুষকে দুর্ণীতি গ্রস্ত করে তুলে ।পর্ণ সাইট বলে নিষিদ্ধ করা হলো তবু আবার ব্লগ মানে মিডিয়াকে। কত বড় স্টুপিড। কত বড় অপরাধী!! তার পানিশমেন্ট হওয়া উচিৎ।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৯ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
এযুগটা বিপ্লব করার জন্য নয়।
০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: যুগ কিসের সেটা নির্ধারিত করে বিপ্লব। যেমন ভাবে বাস্তিল দূর্গের পতন হয়েছিল । ঠিক তেমন ভাবে ভেঙে পড়বে অসত্যের দূর্গ ।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৭
ল বলেছেন: মুক্ত হোক হৃদয়, মুক্ত হোক স্ব-দেশ ।
০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০০
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন কবি । বিপ্লব জয়ী হোক ।
++
শুভকামনা
০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সত্যের জয় অবশ্যম্ভাবী । আর মিথ্যার ধ্বংস ।
৯| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
মেঘ প্রিয় বালক বলেছেন: অগাধ আত্নবিশ্বাসের ডানায় চড়ে—আমরা করিবো জয়
যতদিন এদেহে আছে শক্তি— আমাদের হৃদয়ের আকূতি
লিখে যাবো মায়ের ভাষায়—এ আমার আজন্ম অধিকার
—কোন ছাড় নাই
একেবারে আগুন হয়ে গেলাম উপরোক্ত লাইনে।
অত্যাচারীর ললাটে —এসাগো কাছে সাদা কাগজে
এখানে (এসাগো) এর ব্যবহার বুঝলাম না কবি?
০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো..... এবার বুঝা গেলো....
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৯ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন, তবে ২৬ নং লাইনে 'বিদ্যানের' কথাটা 'বিদ্বানের' হবে।