নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এবার বাঁচবো শুধু তোমায় ভালোবেসে…

০৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৪



এক পশলা বৃষ্টি—একি অনাসৃষ্টি!
চলার পথে—আজ লাগলো আমার গায়,
আমায় ভিজিয়ে দিয়ে—তবেই হলো তার শেষ
অবাক বারিপাত, দারুন উচ্ছ্বাসে
বৃষ্টিশেষে সূর্য হেসে যেন করছে আহলাদ
এক মুঠো রৌদ্দর—আলোক ঝলোমলো
উজ্জ্বল সম্ভাবনার পূর্বাভাস যেন
আমায় হাত ইশারায় জানিয়ে গেল—
প্রিয়তমা অবশেষে আমায় কী তবে বেসেছে খুব ভালো
হতাশার মেঘ কেটে তাই প্রত্যাশার আকাশ হয়ে ওঠেছে
আলোক ঝলোমলো— ভালোবাসা হারে না কখনো
কখনো হারেনা কবিতা—
কবির হাতে যেন ফুঁটে আছে
এক পুষ্প অপরাজিতা…
থেকে থেকে তারি সুবাস আসে হাওয়ায় ভেসে
এবার বাঁচবো শুধু তোমায় ভালোবেসে…




বি: দ্র: পদ্মা নদী আমার কাছে শুধু একটা নদী নয়। দারুন একটা ব্যাপার। পদ্মা নদীর বুকে নৌকো সত্যি অসাম ।অসাধারণ। তুমি যেন পদ্মা নদী আমি ছোট্ট নৌকো; তোমার বুকে ঢেউ তুলে আমার নিত্য পথ চলা..

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


সাংসদ পিন্টুর জীবনী নিয়ে, মেঘনাদ বধ'এর মত একটা কাব্য রচনা করুন।

০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। ১ম কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভবে মুগ্ধতা। ++

শুভেচ্ছা নিয়েন।

০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫১

মাহমুদুর রহমান বলেছেন: পদ্মা নদী সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক ভয়ংকর রুপ।

০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: তারপর নদী বিধৌত দেশ বাংলাদেশ। এটা ভুললে চলবে না যে পৃথিবীর সবচেয় বড় ব-দ্বীপ হলো বাংলাদেশ। আর ব-দ্বীপ সৃষ্টি হয় নদীবাহিত পলল সঞ্চয়ের মাধ্যমে। পদ্মা-মেঘনা-যমুনার অবদান বাংলাদেশ। নদীর ভাঙনে সবচেয়ে বেশি জান ও মালের ক্ষয় হয়ে থাকে সেদিক দিয়ে ঘূর্ণিঝড় বা টর্নেডো আর ভূমিকম্পের চেয়ে বেশি ধ্বংস যজ্ঞ সাধিত হয় নদী ভাঙনে। তবু নদীর একূল ভাঙে ওকূল গড়ে এই তো নদীর খেলা....

৪| ০৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।অনেক সুন্দর। ধন্যবাদ

০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ২:৫৩

মেঘ প্রিয় বালক বলেছেন: এবার বাঁচবো শুধু তোমায় ভালবেসে,তবে তাই হোক কবি। নদীর রূপ যতটা সুন্দর ততটা ভয়াবহ কখনো কখনো।

০৮ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট।
চীনের দুঃখ হোয়াংহো, কুমিল্লার দুঃখ গোমতি .....
তবু নদী নারী প্রকৃতি সব মিলেমিশে একাকার।সভ্যতা নদীর দান এসব কথা কিন্তু শতভাগ সত্যি। ভূড়ি ভূড়ি উদাহারণ আছে এর ।

৬| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সহজ সরল ভাষা।

১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.