নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই আইয়ামে জাহেলিয়াতসম নিষ্ঠুরতার চিরাবসান চাই.. কাঁদো প্রিয়তমা কাঁদো

০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৪

এই আইয়ামে জাহেলিয়াতসম নিষ্ঠুরতার চিরাবসান চাই..

সকল নরপশু যাদের হিংস্র থাবায়
ক্ষত- বিক্ষত-জর্জড়িত
ছোট্ট সায়মার মতো নিষ্পাপ শিশু
তাদের ঘৃণা জানাই ধিক্কার জানাই।

সমগ্রপুরুষ জাতি ও স্বদেশভূমির সম্মান
ধূলোয় মিশিয়ে দেয়া কুলাঙ্গার এরা
এরা মানবজাতির মধ্যে থেকে কেহ হতে পারেনা।
এরা হিংস্র হায়েনা
একাত্তরের রাজাকারদের চেয়ে অধিক নিকৃষ্ট;

তাদের নির্বাসন চাই—
এদেশের শহীদের রক্তস্নাত পবিত্রভূমি থেকে অনেক দূরে
উত্তর অথবা দক্ষিণ মেরুর বরাফাবৃত জনমানবহীন কোন স্থানে
অথবা আফ্রিকার শ্বাপদ সংকুল গহীণ অরেণ্যে

ওদের যেন খাবলে খাবলে খায় মাংসাশী প্রাণী

ছোট্ট শিশুদের জন্য নিরাপদ আবাস চাই
এ তাদের জন্মগত অধিকার –প্রতিটি মানবের কাছে
মানবের মতো মুখোশধারি পশু মুক্ত সমাজের দাবী জানাই
সায়মাদের বাবাদের আর্তনাদে বাংলার আকাশ কেঁপে ওঠেছে
বাতাস হয়ে ওঠেছে বিষাক্ত অবাসযোগ্য—এসব থেকে মুক্তি চাই
কন্যা সন্তানের জনক-জননী ও ভাই-বোনের উদ্বিগ্নতামুক্ত
শান্তিময় এক সমাজ চাই—
এই আইয়ামে জাহেলিয়াতসম নিষ্ঠুরতার চিরাবসান চাই..


কাঁদো প্রিয়তমা কাঁদো

আকাশটা আজ সত্যি কাঁদছে
কেঁদেই চলছে— যেন থামবে না আর কোনদিন
প্রশ্ন ছুড়ে দিয়ে জমিনের বুকে।

কোথায় গেছে মানবতা?
কোথায় মানবপ্রেম?
আকাশের পাজড় চিড়ে
তাই নেমেছে যেন—বেদনার ঝর্ণাধারা
দু’চোখ ভরা অশ্রু যেন হয়ে গেছে
দিশেহারা- মুষলধারে ঝরবে তারা
আজ অযাচিত বেদনায়
এমন বেদনা কাম্য নয়তো কারো
করো প্রতিবাদ আরও.. আরও..
থেমোনা না আর—যতদিন ক্রন্দনরোল আছে
সন্তানহারা জনক-জননীর বুকের মাঝে
ধরণীর পাষাণ বুক ভিজে যাও
নদী বয়ে চলো প্রতিবাদে ঢেউয়ে
সাগর উত্তাল হয়ে ওঠো—আকাশ গর্জে ওঠো
বিজলী চকিত চমকে প্রচণ্ড নিনাদে;
কাঁদো প্রিয়তমা কাঁদো
রাজ্যের আক্রোশ বুকে—
মানব শিশু ধর্ষণ আর হত্যার প্রতিবাদে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

আরোগ্য বলেছেন: হোক প্রতিবাদ কবিতাতেই, তবুও চলুক প্রতিবাদ অবিরাম।

০৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিবাদ। শিশুদের নিরাপত্তার দাবীতে..

৩| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: কবিতায় প্রিয় তুমি হে মহান কবি
কবিতায় ফুঠে উঠুক চলমান জীবনের প্রতিচ্ছবি ।।

০৯ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,



এই আইয়ামে জাহেলিয়াতসম নিষ্ঠুরতার চিরাবসান চাই.........চাই...... চাই ....................

০৯ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস

দারুন কমেন্ট অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা ।

৫| ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: কাঁদো কাঁদো ? কেনো ???
বস্ কান্না করে কি বিচার পাওয়া যাবে, কান্নায় প্রমাণ হবে আপনি দুর্বল, আর দুর্বলের উপর সবলের অত্যাচার-হক-অধিকার আরো কতো কি মহৎ বাণী চিরন্তনী। তাই কান্না নয় লড়তে হবে।

লাথো কা ভুত বাতো সে নেহি মানতা
অর্থাৎ - লাথির ভুত কথায় মানার না

০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: কেন এসব ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়না?

১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রশ্ন। এই প্রশ্ন অনেকের মনে? কেন জন সম্মুখে ফাসি দেয়া হয় না। ওমর রা: এর সময়ের একটি ঘটনা মোটামুটি এ রকম। রাতে নির্দিষ্ট সময়ের পর কেউ বাহিরে থাকলে তার গর্দান যাবে। এমন কঠিন আইন । একজনের গর্দান ঠিকই গেছে। তারপর অধিক রাতে বাইরে থাকা বন্ধ হয়েছে। দৃস্টান্ত মূলক শাস্তি হলে ভয় কিন্তু পাপ থেকে বিরত রাখে। ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.