নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজ দুজনে জাগিবো সারারাতি…

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:০৬



ঘুমিয়ে পড়লে নাকি?
তোমার যে আজ কোন সাড়া নাই
রাত্রী গভীর হলো তবু তোমারে ডাকি
চলো না দুজনে—পাখির কূজনে
আজ জেগে রব সারারাতি—
বৃষ্টি মুখর দিন শেষে—আজিকে মধু রাতি
তবু ঘুমুবে নাকি? ভ্যাবসা গরমে বৈরী আবহাওয়া;
আবারো আসবে নাকি?
মনে শুধু লাগে যে সংশয়
না না বৈরী আবহাওয়া আমাদের কাম্য নয়
আর যেন না আসে—সময়ের ডানায় ভর করে
আমরা প্রজাপতি—আজিকে সারারাতি..
মধু চন্দ্রিমায়—আনন্দ উল্লাসে এবার না হয় মাতি
হবে এবার হবে..
মেঘে ঢাকা চাঁদ —আজ দু’জনার প্রেমের কথা কবে
আজ দুজনে জাগিবো সারারাতি…



মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৩১

এম ডি মুসা বলেছেন: মধু চন্দ্রীমা হবে কী করে, মেঘলা দিন।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: এটাতো কবি তা..... :)

২| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


এত ব্যাকুলতা, এত আকুলতা, এত আশা, এত স্বপ্ন যেন বৃথা না যায়।

১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই চাই......

৩| ১৩ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এমনই যৌবন নিয়ে জেগে থাকুক প্রেম চিরকাল। ভালবাসা হোক তৃপ্ত ।

ভালোলাগা প্রিয় কবি ;)


১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পা.. অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৩

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
++
শুভকামনা

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৩ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৮

আখেনাটেন বলেছেন: উনি গভীর ঘুমিয়ে রয়েছেন, তারপরও যেভাবে ডাকাডাকি শুরু করেছেন। আল্লাহ না করেন, আচমকা ঘুম থেকে উঠে বাঁশ নিয়ে ধাওয়া দেয় কিনা কে জানে?!!!! :P

সাবধানে থাকবেন ভাইজান!!!!!!!!!! =p~

কবিতা ভাল্লাগছে।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সদুপদেশ বটে.....

তেমনটা না যেন ঘটে....

!:#P

৭| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: রাত জাগানিয়া কাহিনী চমৎকার লাগলো।

পোস্টে পঞ্চম লাইক।

শুভেচ্ছা নিয়েন।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ রাত জাগেন বেশী করে রাত জাগেন। যেদিন রাত জাগাটা অসুখে পরিনত হবে সেদিন আমার কথা মনে করিয়েন। সেদিন আমি একটা বাণী চিরন্তনী বই আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবো এটাই আপনার ঔষধ।

“পুরান চালে ভাত বাড়ে
দুঃখে দুঃখ বাড়ে, সুখে বাড়ে সুখ
কর্মে অর্থ বাড়ে, ভয়ে বাড়ে ভুত”

- আমার বেহেস্তবাসী দাদীজান

৯| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে। একদম ঠিক ...

১০| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৮

কাওসার চৌধুরী বলেছেন:



এতো প্রেম রাখেন কই, কবি? এতো আকুল হয়ে আহ্বান করলে প্রেয়সী সাড়া দেবেই।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: তাই যেন হয়—তার কাছেই রেখেছি প্রেম
সে যে আমার ভালোবাসার অনন্ত আধার— অথৈ পাথার
দক্ষ হাতে হাল ধরে নদীর বুকে পাল তুলেছি
তার ষোলআনা —শুধুই আমার...

১১| ২০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি যে মিস করেছি আপনাদের!!
কবিতায় ++

২০ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: যাক এখন আর মিস করতে হবে না। দেখা হবে ব্লগে নিয়মিত। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.