নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজিকে রাতে জাগিবো না আর

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২২

আজিকে রাতে জাগিবো না আর
তুমি ঘুমিয়ে পড়ো মায়াবতি
—ধূসর পারাবার নিরবে হয়ে যাক পার
আজ আর —না হোক নির্ঘুম রাত।

তুমি বরং আজরাতে ঘুমিয়ে থেকেই স্বপ্ন দেখো
ভালোবাসার পত্র লেখো—শুধুই আমাকে;
কেউ দেখবে না—কেউ বুঝবে না
সেখানে ভালোবাসা ঝরবে শুধু
বর্ষণ মুখর রাতে নিরব বৃষ্টির মতো
পিনপতন নীরবতায়
আজিকে রাতে তুমি যেন নির্ঘুম থেক না আর ।
দু’চোখ মেলিয়া দেখো—বৃষ্টির আভরণে
অঘোর ঘুমে ঘুমিয়ে রয়েছে সারারাত।

রঙিন স্বপ্ন ডাকছে শুধু— বৃষ্টি ভেজা হিমেল হাওয়া বুকে
আজ নিশীথে অঘোর ঘুম ভর করে যেন
ওগো প্রিয়তমা,
তোমার মায়াবী দু’চোখে—
বিজলীর আলোয় আমি দেখিবো তা আমার অবাক চোখে ..

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি আজকে কিভাবে ঘুমান আমি দেখে ছাড়বো, স্কুলের পিতলের ঘন্টা পিটানোর জন্য দপ্তরী হায়ার করবো।
আপনার জন্য আমার দাদীজানের একটি অমর বানী উৎসর্গ করেছি। ভালো থাকুন প্রিয়।

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। ভালবাসা জানবেন সুপ্রিয় ঠাকুর মাহমুদ।।

২| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ২:০২

অজানা তীর্থ বলেছেন: বৃষ্টিস্নাত রাত আর আপনার কবিতা একদম মিশে গেলো।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ অজানা তীর্থ।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৪০

পথ হতে পথে বলেছেন: বড়ই রোমান্টিক

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৪| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৫

কালো যাদুকর বলেছেন: এত সুন্দর আইডিয়া কোথা থেকে পান। আনেক রোমান্টিক কবিতা।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: এস গেল আইডিয়া । ভাবলাম ভালোলাগার মানুষটির যেন তিল পরিমানও কষ্ট না হয় ।

৬| ১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,সুন্দর+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.