নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দিবাকরের ঝলমলে আলোয় ভূবন ভরা

১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৩



এখনো পাইনিতো —
অনন্ত পথের শেষ কী আছে?
অনেক পেয়েও পাইনি তাই
জানি পাবো— পেয়েই গেছি—তোমার মন;
সোনার হরিণ, বেদনাসব তাই হয়েছে লীন
আকাশলীনা সত্যি কীনা? আর কিছু নয়
তুমি ছাড়া—জানি শূণ্যতা সব হোক তার সবি বিলীন।
সকাল বেলার মিষ্টি রোদ, রোদের ঝিলিক
বিবেক বোধ জাগিয়ে গেল বরাবরের মত
হতাশার কুয়াশা কেটে গেল
শ্রাবণমেঘ বর্ষা এসে— অনায়াসে
ভিজিয়ে দেবে — ভাসিয়ে নেবে জঞ্জালসব
দূর সাগরে।
এই যে জীবননদী — চলছে ছুটে নিরবধি
লক্ষ্যভেদী তীরের ফলা, হয় কী সব?
বাগানভরা কত প্রস্ফুটিত ফুল—প্রজাপতি
তাতে কি! তাতে কী?
সুপ্রিয় অপরাজিতা ফুল—হাসনা হেনা
তিমির রাতে অবাক জোস্না
সুখের নদী— নৌকো মাঝি আমি তাতে
আমায় যে তাড়িত করো দিবারাতি
তোমায় আবিষ্ট থাকা নিমগ্ন কবি
করিবে কি? কী করিতে পারে? তুমি ছাড়া
চায়না যে কোন কিছু
প্রিয়ংবদা! তুমি শুধু
দাও ভুলিয়ে— অন্যসব ব্যর্থতা, যাদুর পরশে তোমার..
ছেড়েছি যা তোমায় ভেবে—অনুভবে
ব্যর্থতা গ্লানি দাওগো মুছিয়ে—সুচিস্মিতা;
বৃষ্টি এসে পথের ধূলো
যেমন করে নেয় ভাসিয়ে ..
দূরে কোথাও —আমায় নাও
স্বর্গদ্বীপে.....
বলেই দাও..
নৌকো মাঝি শক্ত হাতে
কলম ধরেছি—ভয় কিগো লেনদেনে?— কোন বামনে?
অসূর্যস্পর্শা হয়েছো নাকি তুমি!!— তা কি করে হয়?
আমি সূর্য বলছি—তোমার প্রেমের অনলে পুড়ে আজিকে সূর্য আমি
কথা দিলাম পুড়ে যাবার ভয় নেই —তোমার কোন
আমিতো নিমগ্ন আছি ডুবে আছি রাতের রবি তুমি শুধু চাঁদের মত
ছড়াবে আলো — কবিতার পাতায় আমার জীবন খাতায় পানের পতায়
তাকিয়ে দেখো দিবাকরের ঝলমলে আলোয় ভূবন ভরা ।



উৎসর্গ : সুপ্রিয় ব্লগার কবি চিত্রশ্লিল্পী বহুমুখী প্রতিভা শায়মা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য। ব্লগ রাহুমুক্ত হোক ।

২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
দশে সাত দিলাম।

১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: মাত্র ৭। আরেকটু বেশি দিলে ভাল লাগতো। :)

৩| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১১:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,,,, কবিতায় মুগ্ধ হতেই হবে। সুন্দর প্রকাশ।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



সেরা কবিতাটি ব্লগের কুইনের নামে উৎসর্গ।

১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এটাতো ১১১১ তম পোস্ট। চারটা ১ । চারটা পাখি ...

বুঝতে কী রইলো বাকি,তারে আমার চারটা পাখি—
এবার তার খুলুক আঁখি, তার জন্য উৎসর্গকৃত
যার প্রেরণায় কবিতা লিখি—প্রতিদিন একটি করে...
এর চেয়ে বেশি পারবো না দিতে ..... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.