নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এই কী জীবন?
এই কী জীবন?
এই জীবন কি তুমি আমারে দিলেগো উপহার!!
ভালোবাসার প্রতিদানে—মূল্য যার চড়া দামে
মর্ত্যের ধরাধামে। বিনিময়ে কী সুখ পেয়েছো
ভালোবাসার অন্তর্ধানে—হৃদয়ে ভালোবাসার বুদ্ বুদ গিয়েছে বেড়ে
মিথ্যে অভিমানে—অবশেষে খুব ক্ষুদ্র মনে হয় নিজেকে
মেনে নিতে পারে না বুভুক্ষু হৃদয়
বা’পাঁজরের হাড় থেকে—হয়েছিলে সৃষ্টি
বুকে চিনচিনে ব্যথা তাই—শ্রাবণ মেঘনীল দু’চোখে
যাদুরবাক্স এইখানে তোমার সোনার চাবি
পারিবে না গড়িতে কেহ আর..
এই খানে আছে এক স্বর্গ উদ্যান
হয়েছিল যা সৃষ্টি—শুধু তোমার লাগি তাই সিনাতে লাগে টান
মিথ্যে ভয় সংশয় পদদলিত করে— এই খানে
মিলে যাবে খাপে খাপ..নাঙা তলোয়ার যেমন খাপে।
ভালবাসার সুপ্ত আগ্নেয়গিরি
তোমার ছুঁয়ায় তাতে হবেগো জাগরণি অগ্ন্যুৎপাত
তোমার আজলে নিয়ো ভরে মণি–মুক্তোর খনি
আরো যত মহা মূল্যবান খনিজসম্পদ
তবেই বুঝবে—কীযে ছিল তোমার . অনন্ত প্রতীক্ষার?
সুখপাখি, ওগো সুখের জিয়নকাঠি— তাইতো তোমায় ডাকি
বিহগের সুরে।
স্বান্তনা একটাই—প্রচেষ্টায় ছিল না ত্রুটি
এড়িয়ে গেছি রাজ্যের ভ্রুকুটি
ভালোবাসার অগ্রযাত্রায়—অভিযাত্রী আজিকে দু’জনে
জানিগো হবে দূর রাত্রি—তোমার আগমনি গানে ।
ভীষণ ঝগড়াটে
তোমরাতো দেখি ভীষণ ঝগড়াটে
চেনো না জানো না
কথা পারো দূরের আকাশ থেকে
কলঙ্ক দাও এঁকে— এনে চাঁদের বুক থেকে
অভাগার ললাটে তাই জুটে।
সর্বনাশা ভাঙন ধরাও
হারাধনের বুকে হারাতে যে বসেছে সব
মিথ্যে অপবাদে তোমরাও কী চাও—
অপবাদ সত্য মেনে নিতে।
আমার তো কাটছে বেলা
সুতীব্র প্রতিবাদে। তোমরা কী চাও কাটাতে— বেলা
নিজেদের মানহানি করে— প্রচণ্ড ঝগড়াতে।
তোতাপাখি! তোতাপাখি!!
তোতাপাখি! তোতাপাখি!! তোমরা আবার মানুষ নাকি?
মুখে কেবল শিখিয়ে দেয়া কথার খই ফোঁটাও
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে
মনের সুখে কাহার গুণগান গাও
যতদোষ নন্দ ঘোষ প্রোপাগান্ডায় অনড় থাকো
কর্মদোষে সত্যি কথা বলিতে নাহি পাও
উলটপালট বকে ইতিহাস . . রেখে
বোকা কারে বানাও?
নাকি নিজেই বোকা— মাথামোটা!!
তোতাপাখি! তোতাপাখি!! তোমরা আবার মানুষ নাকি?
মানুষের কেনা দাস হয়ে— সত্যটাকে লুকাও
মিথ্যে গুণগান গাও।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
২| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রতীক্ষা দিতে পারে এর সমাধান ।
১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: বস্
জীবনটা একটা অংক অতীত + বর্তমান = ভবিষ্যত। আমরা বর্তমানে বসবাস করি, আমাদের জীবনে বর্তমানে যা হচ্ছে তা অতীতের অংকের ফলাফল।
পোষ্টে তিন তারকা সম্মানী
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০২
অর্থনীতিবিদ বলেছেন: তোতাপাখীরা মানুষ নয়, তবে কিছু মানুষ আছে যারা তোতাপাখীর মতো কিছু না বুঝেই কথা বলে যায়।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:২৮
সেলিম আনোয়ার বলেছেন: তাদের নিজস্ব কোন চিন্তা বা মতামত নেই। চিন্তা করার ক্ষমতা থেকেও তারা অক্ষম। প্রখর বৃদ্ধিসম্পন্ন মানুষ অথচ তারা তোতাপাখি। প্রভুর ইচ্ছা বাস্তবায়নে তোতা পাখির মত বলতে বলতে তাদের মৃত্যু হয়। তাই তারা আসলে মানুষ নয় । মেধার অপচয় মাত্র।
সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা সুপ্রিয় অর্থনীতিবিদ।
৫| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতাত্রয়
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৭
আমিই মুসাফির বলেছেন: শেষের দুইডা জোস
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
১ম কবিতাটি আপনার জগতের ধারাবাহিকতা,
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: বাকী গুলো কি? কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ভাষা সুন্দর। আবেগময়।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৯| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৬
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
অসাধারণ তিনটি কবিতাই অর্থবহ। খুব সুন্দর হয়েছে।
১৮ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৫
ওমেরা বলেছেন: একের ভিতর তিন, ভালই লাগল ।