নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
যদি বিব্রত হও
জীবনের নাম যদি কষ্ট হয়
তবে তা বলবো না তোমাকে,
ভালোবাসা যদি বিড়ম্বনা হয়
সে নামে ডাকবো না তোমাকে.
শ্রাবণ মেঘ-বৃষ্টি যদি
কেবল আকাশের ক্রন্দন হয়
তুমি তা কী করে হও?
চলার পথে যদি কষ্ট থাকে
নদীও তুমি নও ।
যদি বিব্রত হও!— আমি তবে সরিয়ে দেবো
ঐ নীল ধ্রুবতারা বিষন্ন আকাশের বুক থেকে।
তুমি কেবল এই বাম পাঁজরের হাড় হয়ে থাকো
আর প্রেমচুম্বনে সিক্ত করো— এই হৃৎপিণ্ডটাকে।
অনুমতি
যদি অনুমতি দাও—করিতে পারি সব
অন্যায়ের প্রতিবাদে দেখাতে পারি প্রচণ্ড পরাভব
যদি উঠে ঝড় আমি না হয় আশ্রয় হবো
মাথার উপর—তুমি যেমন হতে
দু’জনাতে— মিলে করবো বিশ্বজয়
দৃঢ় প্রত্যয়ী আমি
জানি মেঘের আড়ালে আলোর আবাস
মেঘ বৃষ্টির খেলায়— মনটা উদাস
কায়মনে শুধু তোমায় কাছে চেয়ে
ওগো আমার আর কিছুতো নয়—চাওয়া
জীবন নদীর অশান্ত বুকে দাঁড় বেয়ে
কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবো
তোমায় সঙ্গে নিয়ে—
থাকলে তুমি পাশে
প্রেরণা আসে
মনে হয় বহিতে পারিবো যেন— মস্ত হিমালয়।
জানিনা সেই অগাধ বিশ্বাস আসে কোথা থেকে?
শুধু জানি এই জীবননদী তোমার দিকে গেছে বেঁকে ।
একজন অবশ্যই আছে
একজন অবশ্যই আছে
ভূবন ভুলানো হাসিতে যার
ভুলে গেছি দিন-রাত..
তার কথার যাদুতে মন্ত্রমুগ্ধের মতো
সুখের আবেশে যেন হয়ে গেছি
আকাশের নীল ধ্রুবতারা—
তাই আমাকে স্পর্শ করতে পারেনি
অবণীর বুকের বিষন্ন বাতাস।
সুখস্বপ্নে বিভোর থেকে
সে যেন এক অদ্ভুত— মায়ার ঘোর
যেন কল্পলোপের রূপকথা
সে যে বাস্তব প্রচণ্ড পরাভবে সে যেন অমোঘ পরিণতি
ভালোবাসার কাব্যগাথা ।।
১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৯
নজসু বলেছেন:
অসুর শক্তি শুভ শক্তি?
১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: পরিবর্তন করে দিলাম ।
৩| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
ইসিয়াক বলেছেন: অনেক ভালো লেগেছে বিশেষ করে শেষের তিন লাইন অপূর্ব।ধন্যবাদ
১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
কোথায়ও কেহ আছে?
১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আছে আছে। দৃঢ় বিশ্বাস আছে। কেউ একজন অবশ্যই আছে।
৫| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৬
ল বলেছেন: লেখক বলেছেন: আছে আছে। দৃঢ় বিশ্বাস আছে। কেউ একজন অবশ্যই আছে।
কে বাঁশী বাজায়! কোন দূর পথে গভীর রাতের
গোপন বেদনা ছাড়িয়া উদাস সুরে,
দুলীর বুকের কান্দনখানি সে কি জানিয়াছে,
তাহার বুকেরে দেখেছে সে বুকে পুরে?
[সোজন বাদিয়ার ঘাট]
১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কবি জসিম উদ্দিন তার বাড়ি যাদুঘর সত্যি দারুন। সময় পেলে দেখে আসতে পারেন। ফরিদপুরের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় জায়গা এটি ।
৬| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫৭
আরাফাত আবীর বলেছেন: শুধু জানি এই জীবননদী তোমার দিকে গেছে বেঁকে!
আহ! কত সুন্দর!
১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
নতুন বলেছেন: দি বিব্রত হও!— আমি তবে সরিয়ে দেবো
ঐ নীল ধ্রুবতারা বিষন্ন আকাশের বুক থেকে।
++
১৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।
৮| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই
বিপরীত ধর্মী দুটি প্রেম কথনে ভালো লাগা জানিয়ে গেলাম।++
পোষ্টে তৃতীয় লাইক।
শুভকামনা জানবেন।
১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় পদাতিক চৌধুরি,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: প্রথম কবিতায় কি আকুতি!!!!! আহা !!