নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিতে হুমায়ূন আহমেদ , চোখের ভাষাপ্রিয়া সাহা

২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৭



স্মৃতিতে হুমায়ূন আহমেদ
________________

যেন গল্প নয়—বাস্তবতা
চরিত্রগুলো আমাদের আশে পাশে থেকে নেয়া
জোনাক জ্বলা রাত্রি—নক্ষত্রের রাত
ভরা পূর্ণিমার আলোতে রবীন্দ্রগান
লাগতো ভালো—ছোট্ট বেলা থেকে
তুমি তাও দেখালে—দ্যুতি ছড়ালে
বর্ষণমুখর শ্রাবন মেঘের দিনে
বৃষ্টির বিলাসিতায় দিলে— গা ভাসিয়ে
স্মৃতির অ্যালবামে তাই আজো অমলিন
আমি করেছি প্রেম রূপার সাথে
হিমু সেজে বিস্তর পথে হেঁটে হেঁটে
ক্লান্ত যুবক এক—তোমাতেই যেন লীন
মিছির আলীর প্রখর জ্ঞানে
আমরাও ছিলাম তারি সহযাত্রি—
সারা রাত্রি— গল্প-উপন্যাস পড়ে পড়ে
হাসিতে পেটে ধরেছে যেন খিল
কখন যে হৃদয়ভেঙে দু’চোখে অশ্রু এসে গেছে
দক্ষ কারিগর তিনি শিল্পীর তুলিতে যেন এঁকেছেন সব
বিরচন করেছেন হাসি কান্না বেদনার মায়াজাল
ভালো লাগার— এক অদ্ভুত ঘোর
কথার জাদুকর—মন্ত্রমুগ্ধ করে
কোটি হৃদয় জয় করে মরেও অমর হলে—
আজও আমাদের এই সব দিন রাত্রি
হৃদয়ের এপিটাফে তুমি আছো থাকবে—চিরদিন
আমাদের নিত্য পদচারণায়
মরণের পরেও— তুমি যেন তারুণ্য অন্তহীন।

ফটো ক্রেডিট- সুপ্রিয় শায়মা হক

চোখের ভাষা
_______________

চোখের ভাষার সবটুকুই বুঝতে পেরেছি
তাইতো তোমায় আমার বন্ধু করেছি
দু’চোখ মেলে বলে দিলে
মনের কথা সব—আমরণ ভাববে নাগো পর
সম্মতিতে অনঢ় থেকো যতই আসুক ঝড়
আমি আছি সহযাত্রি শুধু তোমার পাশে
জীবনটা রাঙিয়ে দিতে—গোটা পৃথিবী যদি তাতে
হয় বিরুধি হোক; মহেন্দ্র এই ক্ষণে
দাও কথা দাও—আজীবন থাকবে আমার সনে
চাঁদের বুকে জ্যোস্না যেমন থাকে
রেখে দিলাম আমার করে পুষ্পসম— তোমার কোমল কর
যৌবনের অনুরাগে— ভালোবাসার কুসুমবাগে
শুধু চাইগো তোমাকে ।


প্রিয়া সাহা
_____________

প্রিয়া সাহা,

ঠিক করেননি—
দেশ নিয়ে— মিথ্যে তথ্য দিয়ে
দেশের সুনাম ক্ষুন্ন করে কাজটা
ঠিক করেননি।

একজন সুনাগরিকের কাছে
দেশটা মায়ের মতই—
হোন না বড় যতই—
অপবাদ দিয়ে তারে
ঠিক করেন নি ।

হিন্দু-মুসলমান—
মিলে মিশে আমরা আছি হেথা—যেন ভাই ভাই
এমন নজির পৃথিবীর বুকে অন্য কোথা নাই
মিথ্যে বলে তাই—ঠিক করেন নাই



মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


জামাত-বিএনপি-হেফাজতকে হিন্দুরা, ও বিজেপি'কে মুসলমানেরা ভয় করে।

২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২০ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৬

বলেছেন: ভালোবাসার কুসুমবাগে ফুল ফুটুক।।

২০ শে জুলাই, ২০১৯ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৩| ২০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহিলা কাজটা খুবখারাপ করেছে। তার শাস্তি পাওয়ার দরকার আছে।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন। অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৪| ২০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৪

রাকু হাসান বলেছেন:

শ্রদ্ধাঞ্জলি । ভালো লেগেেছে সবচেয়ে বেশি প্রথমটা । লাইকড

২১ শে জুলাই, ২০১৯ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যত সাহিত্যিক আছেন তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হুমায়ূন আহমেদ।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমার কাছেও তিনি অনে প্রিয় । তার নির্মিত নাটকগুমলো অসাধারণ। আর সেগুলোর মধ্যে যে কয়টায় হুমায়ূন ফরীদি ছিলেন সেগুলো তো অতুলনীয় । হুমায়ূন আহমেদ স্যারের প্রথম বিটিভি নাটক বিবাহ তো স্মরণকালের সেরা হাসির নাটক। সেখানে ফরীদি মাস্টারপিচ অসাধারণ।

৬| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ স্যার।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার । দীর্ঘদিন পরে ব্লগে সুস্বাগতম।

৭| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। হৃদয়গ্রাহী।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: আমরা সবাই মিলেমিশে তো থাকতে চাই।কিন্তু যে সন্দেহের রক্তবীজ বৃট্রিশরা বপন করে গেছে তা থেকে মুক্ত হতে পারবে কি এ উপমহাদেশের লোকজন। হিন্দু সম্প্রদায় তো সত্যি বলতে গেলে এ দেশকে আর নিজের দেশ বলে মনে করে না।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক ,

এদেশের মানুষ এদেশের সরকার এদেশের আপামর জনসাধারণ হিন্দু মুসলমান সবাই মিলে প্রচেষ্টা নিলে সবি সম্ভব। এটা আঠারো কোটি মানুষের সকলের দেশ । জন্মভূমি । সবার জন্য সমান হবে। সেই কামনা থাকলো।

১০| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয়া সাহা কেডা ?

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ঠাকুরমাহমুদ,

আমিও তাই বলি । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

১১| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব গুলাই সুন্দর

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার কাছেও তিনি অনে প্রিয় । তার নির্মিত নাটকগুমলো অসাধারণ। আর সেগুলোর মধ্যে যে কয়টায় হুমায়ূন ফরীদি ছিলেন সেগুলো তো অতুলনীয় । হুমায়ূন আহমেদ স্যারের প্রথম বিটিভি নাটক বিবাহ তো স্মরণকালের সেরা হাসির নাটক। সেখানে ফরীদি মাস্টারপিচ অসাধারণ।

আমি হুমায়ূন আহমেদের বই গুলো যেমন অসংখ্যবার করে পড়েছি, তেমনি নাটক গুলোও একশো দুইশো বার করে দেখেছি।

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: তিনি চুম্বকের মতই আকর্ষণ করতে গল্প উপন্যাসের বই এ অথবা নাটক মুভিতে। পরিচ্ছন্নতা তার সৃষ্টির বৈশিষ্ট্য । অথচ জনপ্রিয়। তার লেখ গল্পের চরিত্রগুলো যেন পাশের বাড়ির কেউ খুব কাছের আত্নীয় স্বজন। স্যার শিক্ষকতা পেশা বাদ দিয়ে সৃজনশীলতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। মনসুর বয়াতীর মত লোক তার মাধ্যমে লাইম লাইটে আসেন। অনেক অভিনেতা আবার সরাসরি তার হাত ধরেই অভিনয়ে বলতে গেলে তার সৃষ্টি। কাছের বুয়া চরিত্রও যে দর্শক টানতে পারে সেটিও তিনি করে দেখিয়েছেন। বলতে গেলে অপরাজিত কথা শিল্পী ।

১৩| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন।

১৪| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালে রয়ে যায় শুধূই কর্ম!

দেহ, সম্পদ সকলই অর্থহীন
তবু মোহাবিষ্টতা কাটলোনা আজো
দেহাতীত অনন্য অর্জনে হুমায়ুন আহমেদ অমর।

+++

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৭

ফয়সাল রকি বলেছেন: প্রিয় হুমায়ুন স্যারের নতুন বই মিস করি বইমেলায়।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: স্যারের বই বের হতো আর মানুষ হুমরি খেয়ে পড়তো সেগুলো সংগ্রহ করতে । উনার বই বরাবরই বেস্ট সেলার। বেশ বিরাট একটা পাঠক শ্রেনী তিনি তৈরি করতে পেরেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.