নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ফটো ক্রেডিট- সুপ্রিয় শায়মা হক
তোমার স্বপ্নিল চোখ রেখে দিলাম— সযতনে,
আমার এই বুকে— অনুক্ষণে যেন তুমি চেয়ে দেখো
ভালোবাসার রেইনবো-সাত রং, প্রগাঢ় প্রেম মিশে আছে যেখানে;
মনে হয় যেন সেই অনন্ত কাল থেকে।
হৃৎপিণ্ডের চারি প্রকোষ্ঠে—অলিন্দ নিলয়ের সবকটিতে,
শিরায়-ধমনীতে হৃদস্পন্দনে— বহতা নদীর মতো যেন
তুমি আছোগো সেখানে।
অদ্ভুত এক আলোড়ন ভালোবাসার অনুরণন সুখের শিহরন—
যেন সেথা শুধু তোমার কারণে, তোমার অবাধ বিচরণ।
জানি অন্য কেহ পাবে না তা—প্রিয়তমা অন্যখানে সুখ নেই
সুশীতল ছায়াঘেরা মায়াভরা আর কোন স্বপ্নদ্বীপ নেই; নির্জনতা নেই;
হৃদয়ের জৌলুস নেই— নেই কোন কবিতা!
এইখানে আছে সব— এইখানে সবিতা; ভালোবাসার অবাক বিচ্ছুরণ
—যেন এক অন্তহীন শক্তিতে।
নিজ হাতে যেন ঢেলে দিয়েছেন তা—স্বয়ং বিধাতা;
যেন তোমাকেই গড়েছেন
আমারই কারণে— কেবল আমারি জন্যে অবধারিত তা;
চিরন্তন শাশ্বত— এক প্রেমে।
দু’চোখ তোমার তাই আমার করে নিলাম
দু’চোখ মেলিয়া দেখো এইবার অপ্রগলভ্ দৃষ্টিতে—
ওগো তুমিই কেবল পারো—এই হৃদয় কেড়ে নিতে
যেভাবে গাঙচিল ছিনিয়ে নেয় মাছ তটিনীর বুক থেকে;
বৃষ্টি শেষে রঙধনু কেড়ে নেয় সাদরে উৎসুক দৃষ্টি— বৃষ্টিস্নাত মন থেকে।
আমিও করেছি হরণ— সবটুকু প্রেম তোমার বুক থেকে
সেই কবে! তুমি শুধু এতদিন বলোনি তা মুখ ফোটে
ওগো
প্রিয়তমা,
এইখানে থাকো ভালোবাসা ঘেরা বনে—
হৃদয়ে আমার; যেখানে— সযতনে রেখে দিলাম তোমার তৃষিত দু’চোখ
আমার এই বুকে—সুদৃঢ় প্রত্যয়ে..
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কাজী ফাতেমা ছবি ,
১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছবি এবং কবিতা দুটোই চমৎকার ছিল। ++
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নবাজ সৌরভ ছবিটা চমৎকার হয়েছে। দারুন সুন্দর।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।
৩| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৯
তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছবি ও কবিতা।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ছবিতে দারুন ইমপ্রুভ করেছে সুপ্রিয় শায়মা। ছবিটা সত্যি সুন্দর। ছবি দেখে দেখে কবিতাটির সৃষ্টি হয়েছে। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়তে পারলাম!
আপনার কবিতার ’পালাবদল’ দরকার।
শুভকামনা রইল।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তাহলে কি এটার পর থেকেই পালাবাদল হবে। অনেক দিন পর আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগছে বিজন রয় ।
সুস্বাগতম। হ্যাপী ব্লগিং ।
৫| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: গোপন বিষয় কিছু কিছু বুঝতেছি, কিচ্ছু কমু না।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা কেমন হয়েছে সুপ্রিয় ব্লগার। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৬| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
অবশেষে, কবি 'বিজন রায়'ও বললেন, আপনার কবিতার পালা বদল দরকার!
২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও তেমনটা বলেছিলেন।
কবিতা হৃদয় থেকে নিসৃত হয় । সময়মত সে ঠিক পালাবদল করবে। কোন কিছু আরোপিত করা কবিতা নয় কিন্তু। অন্তত আমার মতে। কবিতা চলুক নদীর মতো অবিরত নৌকায় পাল তুলে।
৮| ২১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হইছে, ফটো ক্রেডিটটাও পছন্দ হইছে।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।
৯| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩৯
সেতুর বন্ধন বলেছেন: সুন্দর প্রকাশ।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ আপনাকে। জানি কবিতা ভালো হয়েছে। ছবি অতটা ভালো নয় ।
১০| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবি + কবিতা = জোসস
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: জোসস মন্তব্য এ অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল।
১১| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই,
ছবি ও কবিতা দুই-ই চমৎকার লাগলো। ++
শুভকামনা জানবেন।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে সেলিম ভাই।
২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অনেকদিন পরে ব্লগে। অভিনন্দন হে। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৩| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কবিতা বেশ হইছে।
২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা