নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়া সাহা-রাও কী তবে !!এমনই হয়

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২

প্রিয়া সাহা-রাও কী তবে !!

প্রিয়া সাহা-রাও কী তবে ভীষণ রকম
কষ্টে আছে?—গুম হয়ে যাচ্ছে তাঁরা
লুট হয়ে যাচ্ছে যে সব—
জান মাল আত্নসম্মান —বংশগৌরব
দেশ কী এখন তবে?
কেবল এক মরণ উপত্যকা —স্বপ্নের বিভীষিকা
শিশুর খণ্ডিত মস্তক টোকাইয়ের হাতে—দেখিনি কখনো আগে
ধর্ষিতার আর্তনাদে আজ প্রকম্পিত আকাশটাও কাঁদে
নিরাপত্তা করলে দাবী অত্যাচারীর অট্টহাসি
মরণ উপত্যকায় বুঝি কেউ সুখে নেই!
কারাগার ভরে গেছে—নিরাপরাধ মানুষে
প্রতিহিংসার স্বীকার হয়ে—এমন তো হতেই পারে
সেচ্ছ্বাচারিতার রোষানলে পড়ে—তাই বলে কী?
কেউ সুখে নেই! —মরণ উপত্যকায়
আমরাও কী খাঁচার পাখি—বন্দী সবে দূর্বৃত্তের অচলায়তনে
আমাদের কী ভালবাসতে নেই—তুমিই জানো
তা না হলে আমরা কেন মানছি তবে অযাচিত বিধিনিষেধ
.........................
........................
আমাদের পূর্বপুরুষ মুক্তিসেনা দামাল ছেলে যুদ্ধ জয়ী
তোমার কী তা নেই মনে—ইতিহাস রচনা হোক তবে এই কলমে
তুমি যে খুব সাহসী ভালোবেসে দেখাও দেখি—এই আমারে
তুমি আজ মুক্ত নাকি সুখ পাখি
সুখ নাকি মরে গেছে এদেশ থেকে—প্রিয়া সাহা বলছেটা কী?
দূর্বৃত্তায়নের কালোহাত ভেঙে ফেলে—
চলো না হয় একসঙ্গেই মরি
ভালোবেসে মরলে নাকি ডুবে না জলে—ভেসেই থাকে
অনন্তকাল —একাত্তরের বীর সেনানির মতো
মরার পরে তারা আজও বেঁচে আছে লালসবুজ পতাকায়
প্রিয়া সাহা রাও কী তবে আজ সুখে নেই
সতত এই আশংকা মনে—ঘুম আসেনি গতরাতে
আমাদের কী ভালোবাসতে নেই
অত্যাচারীর খরগ কৃপান সবখানে
ভেবে বলো—আজিকে কী তবে কেউ সুখে নেই


এমনই হয়

তোমরা কপট রাগ বুঝনা কেউ
রূদ্ধকপাট বন্দী থেকে—একটি পাখি
ভালোবাসা লালন করে বুকে
হারানোর ভয় তারও আছে
পাছে লোকে কী বলে?
এসব ভেবে পায়নি দেখা
তাই তো সে আজও একা—
দাও তারে স্বাধীনতা
নরকের কীট হয়েছে জড়ো
তাকে ঘিরে— কীটের কামড়ে
ধূলোয় মিশে গেছে তার সম্মান
ঘৃণাভরে দেখোনা তারে—করুণা করো
ভালোবাসা প্রত্যাখ্যানে এমনই হয়
মানুষের ক্রীড়ানকে পরিণত হয়ে
সম্ভ্রম গেছে ভুলে—তার লয়ে করে খেলা
দুষ্টলোকে —ভালোবাসা প্রত্যাখানে এমনই হয়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো হয়েছে +

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্যে ।

২| ২২ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: ০১. নিমিত্ত কি বা কে?
প্রিয়া সাহা?

০২. ভালবাসলে হারাতেই হয়।

+++

২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: হিন্দু মুসলমান কেউ কী সুখে নেই? তারা গোটি কয়েক দেশটা লুটোপুটি করে খাচ্ছে।

০২.ভালোবাসা যেন হারাতে না হয়। কাম তো পশুরও আছে। শুধু কাম প্রবৃত্তি নিবারণ মানুষের কাজ ন্। মানুষ ভালো বাসতে পারে যে বাসতে পারে সে সক্ষম পুরুষ নয় কি?? না কি মানুষের উচিৎ সত্যিকারের ভালোবাসার মানুষ বাদ দিয়ে অন্য কারো মাধ্যমে কাম প্রবৃত্তি নিবারণ করবে। যা হওয়ার ভালোবাসার মানুষের মাধ্যমে হোক।

৩| ২২ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪২

নীল আকাশ বলেছেন: কবি দুঃখ মিয়ার "এক বৃন্তে দু'টি কুসুম হিন্দু-মুসলমান" কি আসলেও বিশ্বাস করতে হবে এটার পর?
কবিতা ভাল লেগেছে।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটি তাই । ডিভাইডেশন এন্ড রোলস পদ্ধতি চলছে। সেই উগ্র উপনিবেশ বাদের মত। বাংলাদেশে হিন্দু মুসলমানে বৈরিতা নেই। গুটি কয়েক ঝামেলা আছে।

৪| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের হত্যাকারীক আপনার সাপোর্ট করেছেন, উনার হত্যাদিবসে কেক খাওয়ার লোকজনকে আপনার সাপোর্ট করেছেন; এখন সেগুলোকে দমনের ফলাফল পাচ্ছেন।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কারো হত্যাকারীকে সাপোর্ট করছি না। শেখ সাহেবের হত্যাকারীও নয়। কারো মৃত্যু দিবসে কেক খাওয়া যাবে না বা সেই দিন কারো জন্ম হতে পারবে না এমনতো নয়। তাহলে স্রষ্টা ঐদিন কারো জন্মদিন করতেন না। যুক্তির খাতিরে যুক্তি দিলাম আর কি। পনের আগস্ট মানুষ জন্মগ্রহণ করে। হত্যাকারীদের বিচারের দমনে কি ধর্ষন শিশু হত্যা এসব চলছে। গণতন্ত্র হত্যা চলছে। আমি কিন্তু আপনার মতো দেশের বাহিরে থাকিনা। চেষ্টা করলে চলে যেতাম সেই কবে। প্রিয়অ সাহা কেন এমন কথা বললেন। আওয়ামীলীগের সময় হিন্দুরাও বঞ্চিত। শুধু নিজেদের আখের গোছাতে তারা ব্যস্ত। তাই নয় কী।

৫| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: আপনি একজন উজ্জ্বল প্রতিভা।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন। আপনি হলেন প্রতিভা। কবিতা লিখতে কি আর সময় লাগে। আপনি তো বড় বড় লেখা লিখে নিয়মিত পোস্ট করেন ।

৬| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৩

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো হয়েছে ।

ধন্যবাদ



২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.