নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জাদুকরপুনশ্চ দূর্দিনের যাত্রী

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪

জাদুকর

নির্ঘুমরাত—কাটছে মনটা হাওয়ায় ভাসছে
আধাঁর রাতে মেঘনীল আকাশে অভিমানী মেঘ দেখে
তোমারও হয়তো অভিমান হয়েছে খুব—
সেই একজন
স্বপ্নপুরুষ হয়ে,
ঘুমের রাজ্যে—স্বপ্ন ডানায় ভর করে
তোমারে বুকে লয়ে—নিত্য ভালোবাসিতেছে খুব।

পৃথিবীর সব সুখ —যেন হরণ করেছে
তার লোমশ প্রশস্ত বুক— বাঁকা ঠোঁট,
তুমি আর আগের মতন করে
অবলীলায় ভালোবাসি বলতে পারো না অন্য কাউকে
অদ্ভুত জড়তা; অদ্ভুত ঘোর
সব ভালোবাসা যেন বিলীন হয়ে গেছে
—একজোড়া মুগ্ধ দু’চোখে; কেমন করে অবাক চেয়ে থাকে তারা
নিরবে নিভৃতে প্রেম এবার দিয়েছো উজাড় করে তারে
স্বশ্রদ্ধ সম্ভ্রমে—কিছুটি নেই আর অবশেষ, তোমার করে..

তুমি প্রেমে পড়ে আজিকে রিক্ত নিঃস্ব অথচ গর্বিত— এক নারী
সেই স্বপ্নচারী—মায়াপুরী থেকে শব্দ এনে মায়াবী রাতে
—কবিতা লিখে রোজ;
প্রেমের উত্তাপে কঠিন বরফ বিগলনে
তুমি যেন সতত বহতা নদী— অনুভবে
থেকে থেকে তাতে ঢেউ ওঠে—সাগরে স্রোত হয়ে যেন ছোটে
উতলা হাওয়া প্রবাহিত হয় বুকে—
আর অবাক চোখে দেখেছো মনের সুখে
দু’জনার ভালোবাসায় আর কোন বিরুধিতা নেই—কোনখানে

চারিদিক মুখরিত যেন আমাদের দু’জনার প্রেমে
সবাই অভিবাদনে সিক্ত করছে প্রেরণা দিয়ে
তাতে নিহিত যেন—
দু’জনার গোপন অভিসারের সুস্পষ্ট ইঙ্গিত;
মানুষটা না আসলেই জাদুকর!
ভাবছো সুনিশ্চিৎ..

পুনশ্চ দূর্দিনের যাত্রী

পুনশ্চ দূর্দিনের যাত্রীগণ—তোমাদের অভিবাদন
সকল প্রতিকূলতা জয় করে
আমাদের সোনার তরী জানি
একদিন ঠিকই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবে
অতীতেও মিথ্যে টিকেনি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে
অভিশপ্ত কারূনের মতো করে তা
—সতত ডুবতে থাকে
রুদ্র জমিনের বুকে—বিত্ত বৈভব সমেত।
জানি একদিন সুদিন আসবে—সাফল্য পদচুম্বন করবে
রাহুমুক্ত হবে ব্লগ—আবারো প্রস্ফুটিত হবে ফুল
ফুলের সুবাস মেখে বসন্তের বাগানে ডাকিবে কোকিল
নীল নদে ডুবে আবারো হবে সলিল সমাধি—নব্য ফেরাউন
গুয়েবলসীয় কায়দায় বেশি দিন দমিয়ে রাখা যায় না সত্যের অগ্রযাত্রা
এসো হে সুধীগণ সম্মিলিত প্রচেষ্টায় মিথ্যের ভিত কাঁপিয়ে দিই
দূর্দিনের যাত্রীরা তোমরাই শ্রেষ্ঠ সন্তান— সামনে বিজয় সুনিশ্চিত
সমুখে এগিয়ে চলো—সকল অতীত ব্যবধান ভুলে
ব্যবধান হয়েছে শুধু—
আমাদের দ্বিধাবিভক্ত করে দাসত্বের শৃঙ্খল পড়াবে বলে
এসো হে সুধীগণ! এসো হে!! একি পতাকা তলে
একাত্তরের মতন করে উজ্জীবিত হয়ে
—আমরা রচিবো বিজয়ের সমবেত সঙ্গীত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৭

তারেক ফাহিম বলেছেন: সুন্দর সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৭

ইসিয়াক বলেছেন: সুন্দর । অনেক সুন্দর

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ভিন্ন স্বাদের দুটি কবিতাই সুন্দর।
প্রথম কবিতায় প্রেমের অনল বার্তা সম্পাদন করেছেন জাদুকরী অভিসারী কালে।
দ্বিতীয় কবিতাটি ভয়ঙ্কর দ্রোহে আকাশে বাতাসে ধ্বনিত হোক, বিজয়ের সমবেত সংগীত। +++++


শুভকামনা প্রিয় কবি ভাইকে।

২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: উজ্জীবনী কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আপনি কি কবিতা আবৃত্তি করেন?

২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: করি তো তবে নিজেই শ্রোতা। যেদিন মনে হবে ভালো করি একদিন হয়তো শুনিয়ে দেবো ।

৫| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক ফিরে আসতে পারলাম তাহলে আবারো। আহা! কি মজা আকাশে বাতাশে আর ঘনঘন দীর্ঘ নিঃস্বাসে। :)

২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম, সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা। হ্যাপি ব্লগিং !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.