নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আবার এসেছি ফিরে
অজস্র তারার ভীড়ে ,
জ্বলছে তাঁরা মিটিমিটি
করতে দূর তিমির রাতি;
জানি একদিন পারবে তাঁরা—
করবে দূর— সব অন্ধকার
পূর্ণিমা চাঁদও সঙ্গে আছে
আরো আছে নিয়ন আলো
আমি যেন একটি প্রদীপ
আমি যেন জোনাক আলো
অগোচরেই যাইগো থেকে
— প্রিয়তমার দৃষ্টি থেকে;
ভালোবাসার বৃষ্টি থেকে।
সঙ্গী আমার— পথের ধুলো
তবু ঢিবি ঢিবি জ্বলছি বাতি
যেন আশার —এক প্রদীপ জ্বেলে
টানেলের শেষ প্রান্তে অমিত— এক সম্ভাবনা
সে ইশারায় জানিয়ে দিলে
ছলনা চাইনা আর—
দৃঢ় প্রত্যয়ী আমি এবার
জানি তারারা সব পৌঁছে যাবে
সাফল্যের শেষ সীমানায়—
প্রিয়তমা,
আমার গন্তব্য— শুধু তুমি
আমার সাফল্য তোমায় পাওয়া
ছোট্ট একটা নদী হয়ে
সাগরের বুকে মিশে যাওয়া ।।
২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।মুঠো ফোনে পোস্ট করা পরবর্তীতে কারেকশন করা হয়েছে।
২| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৩
আদিল ইবনে সোলায়মান বলেছেন: ভালো
২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৬
জাহিদ হাসান বলেছেন: আপনাকে কি জীবননান্দ দাশের ভূতে ধরেছে?
২৭ শে জুলাই, ২০১৯ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কোন ভূত? আকাশলীনা, সুরঞ্জনা নাকি সুচেতনা??
৪| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৭
এমজেডএফ বলেছেন: "আমার গন্তব্য শুধু তুমি
আমার সাফল্য তোমায় পাওয়া
ছোট্ট একটা নদী হয়ে
সাগরের বুকে পৌঁছে যাওয়া"
শেষের পংক্তিটি চমৎকার হয়েছে!
পুরো কবিতার মধ্যে কোনো বিরাম-চিহ্ন (কমা, দাঁড়ি, সেমিকোলোন, হাইফেন, ড্যাশ) নেই!
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: পরে কিছু সংযোজন করা হয়েছে। আসলে ঢাকা ফিরে স্মার্টফোনে টাইপ করে লেখা। ফলে এমনটি হয়েছে ।
৫| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫১
নতুন নকিব বলেছেন:
সুন্দর কবিতা।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা জানবেন।
৬| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই,
প্রথম দুটো লাইনে এতটাই নকল করলেন যে বাকি কবিতাটি সুন্দর হলেও মনে হল যেন ঠিক জীবনানন্দ দাশের আদলে গড়া হয়ে গেছে।
শুভেচ্ছা নিয়েন।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: জীবনান্দ দাশ করেছেন তাতে কী আমার বিষয়টি ওভাবেই অমন ছন্দে মাথায় ভর করলো। আবার আসিবো ফিরে তার বিখ্যাত কবিতা। দেশের আবার জন্ম নিয়ে ফেরার সে কী আকূতি ভাবতে অবাক হই।
৭| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৫
ইসিয়াক বলেছেন: সুন্দর
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনবদ্য। অনেক সুন্দর।