নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মনে মনে, কিছু বলুন তো...

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

মনে মনে



তুমি ছাড়া—— সীমাহীন শোক বুকে
মূমুর্ষূ হয়ে —আমি যেন প্রেমে মরা
— মরি ধুকে ধুকে..
পাথরসম পাষাণ যেন জীবন
বসন্ত বাতায়ন— কী আর সেইখানে আসে?
ফুল-প্রজাপতি —বিষন্ন যেন অতি!
ভালবাসার বুদবুদ উদগীরণ হয় না আর;
ভালোবাসা আসে আবার—আসিলে তুমি কাছে।
সুখের সুবাতাস বহে যেন এই প্রাণে— অনুক্ষণে ।

হৃদয়পুরের কাননে যেন ফোঁটে ফুল; ভ্রমর ছোটে ফুলে
মধুর অন্বেষণে— আমি ছুটি তোমার বাহুডোরে খুবই সন্তর্পণে
তোমার স্বর্গ উদ্যানে আবাস গড়ি— হৃদয় হেরি
ডাকে পাখি বহে উতলা পবন
বহে খরস্রোতা নদী—নিরোপদ্রব জীবন নিরবধি
যেন অনন্ত যৌবনা
তুমি- আমি মাখামাখি প্রেমের কুঞ্জবনে…মনে মনে


কিছু বলুন তো!


কিছু বলুন তো! . কী আছে মনে?—অনুক্ষণে
যা দেয় দোলা! বলুন তো—কে আছে এমন?
সতত প্রচেষ্টায়— যারে যায়না ভুলা
কে আছে এমন? প্রখরো রৌদ্রে যেন
সুশীতল ছায়া হয়ে দাঁড়ায়—মাথার উপরে
হৃদয়ের মাঝখানে তারে দিতে হবে স্থান
স্বার্থপর অবণীতে —ক’জনে এমন পারে?

কে আছে গো? ভালোবাসা ছাড়া
চায় না কিছু আর—
এমন কেউ কী আছে আরো তোমার? —অনন্ত প্রতীক্ষার!!
মুখ ফোটে বলুন—অবলীলায় বলে ফেলুন
আর কেউ কী আছে? জোস্নারাতে আজো প্রতীক্ষায়—তোমার;
মমতা ঘেরা দ্বীপে— যুক্তির সীমানা ছাড়িয়ে
আজও দু’হাত বাড়িয়ে —ডাকছে তোমায়
জানি তোমার এমন আর কেহ নেই— এই আমি ছাড়া।

বলো না! বলো তো!!

সব দ্বিধা ঝেড়ে ফেলে
অপ্রগলভ ভালোবাসা বুকে
চলো ছুটে যাই ভিন্ন কোন গ্রহে,
যেখানে তোমাতে আমাতে ভালোবাসাতে
আর কোন বাঁধা নাই।

বলো তো! বলো না!!

নদীপথে অরণ্যে—জীবন পথে
আমাকেই সঙ্গী করে—প্রিয়তমা
চলো না! সিঁদুরে মেঘে ভয় কীগো তোমার

মুখফোটে শুধু একবার
বলোতো! বলো না!!...


মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বলিলে চাকুরী থাকবে না।

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চাকুরীজীবি কি ভালো বাসি বলিতে পারিবে না??

২| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৩| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এ্ববং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বড় করার ন্যায় খুব সুন্দর লিখেছেন।
উদগীরণ, সন্তর্পণে একটু টাইপো হয়ে আছে।

পোস্টে চতুর্থ লাইক।

শুভকামনা জানবেন।

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে পাঠ করার জন্য। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৮

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
একজন নারীর ঠিক মনের কথাগুলোই লিখেছেন ।
অনেক ধন্যবাদ । ++

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৭| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশ সুন্দর!

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৯ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৩৭

বলেছেন: চমৎকার লিখেছেন +++

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

তারেক ফাহিম বলেছেন: প্রথমটিতে একটু বেশি ভালো লাগা।

পরের দুটিতে কি আর বলবো বলার ভাষা হারিয়েছে :P


৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝা পাবলিক আমি :)

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: হা হা। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

১৩| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন:

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

অন্তরা রহমান বলেছেন: ইয় যতিচিহ্ন একটু বেশি হয়ে গেলো না। তবে কবিতা সুন্দর হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.