![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বন্ধু আমরা জীবন চলার পথে
বন্ধু হয়ে আছোতো পাশে
যেন সেই অনাদি কাল থেকে.. আমিও আছি
সর্বদ্রষ্টা আমি তো নই শুধু তিনি, যিনি অন্তর্যামি
তুমি বলবে শুধু মুখফোটে—কখন দাঁড়াতে হবে?
দৃপ্ত প্রত্যয়ে পাবে আমায় —বলছি আবার নির্দ্বিধায়
বিনিময়ে দাবি ছিলনা কোন আগে—এখন আছে
কথা দাও—থাকবে পাশে ষোল আনা
ভালোবাসার অনুরাগে—
ছাড় হবে না কোন তাতে উৎসবে পার্বনে
—না না অন্য কাউকে দেবো না
যেমন থাকে পূর্ণিমা চাঁদ ভরা পূর্ণিমা রাতে; তুমি তেমন বিমুগ্ধ দু'নয়নে
ধ্রুবতারা যেমন থাকে আকাশটাতে—যায় কী টুটে? দেখেছো কী কখনো?
যতই মরুর ঝড় ওঠে— অবণীতে
আমরা দু’জন পাখির কূজন; ঝর্ণাধারা একটি পাখির দুইটি ডানা কৌতুহলে।
আমরা দু’জন— বন্ধু সুজন, ফুল ভ্রমরা অমর কাব্যগাথা
রাখবে দূরে তা হবে না— এসো কাছে
হংসমিথুন যেমন থাকে—
আমরা ভাসি বিস্তীর্ণ জলরাশির বুকে..
আমরা ভাসিবো শ্রাবণ নব ধারা জলে..
একটি পাখির দু'টি ডানা
ছোট্ট পাখিটি —আজ ভালো নেই
কাটছে দিন তাই আশংকাতে
করছি শুধু প্রার্থনা;
দ্রুত আরোগ্য লাভ—করুক সোনা
আবার হাসুক আবার খেলুক
শূণ্য ঘর খুশির আলোয় ভরে দিয়ে
প্রাণের সঞ্চার হোক পাখির নীড়ে
ছোট্টসোনার বিচরণে— স্রষ্টার কাছে
আজি সেই প্রার্থনা!
কতুটুকু পারছি জানেন খোদা
বলেছিলাম তোমায় দৃঢ় বিশ্বাসে
আমিই হবো সেরা —
পিতৃস্নেহের দৃষ্টান্ত হয়ে
তবু যদি মুগ্ধ হও অনুরাগে
বলতে পারি চেষ্টায় নেই ত্রুটি
তুমিও না হয় দু'হাত তুলো
এই প্রার্থনায় —
আমরাতো একটি পাখির দু'টি ডানা
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে জেনে ভাল লাগলো।
২| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৩
উপপাদ্য বলেছেন: বিউটিফুল আ্যাজ অলওয়েজ ব্রো
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। অনেক দিন পরে ব্লগে সুস্বাগতম।
৩| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৭
মুক্তা নীল বলেছেন:
একটি পাখির দুটি ডানা খুব বেশি ভালো লেগেছে।
প্রথমটিও সুন্দর ।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪১
উপপাদ্য বলেছেন: আসি মাঝে মাঝে। সামুকে ভুলতে পারিনা এই শত ব্যাস্ততার মাঝেও। অথচ পূর্বে যারা আমাকে তাড়িয়ে দেয়ার জন্য সংঘবদ্ধ হয়ে আক্রমন করতো তাদেরকে খুব কম দেখি, অনেককেই দেখিনা।
ভালো থেকে প্রিয় কবি।
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে অনেকে এখন আর ব্লগিং করে না। আপনি ব্লগে আছেন। আপনাকে অভিনন্দন সুপ্রিয় ব্লগার ।
৫| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৩
অন্তরা রহমান বলেছেন: অনাবিল ভাবপ্রকাশ। খুব ভালো লাগলো কবিতাদ্বয়।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৫
ইসিয়াক বলেছেন: খুব ভালো লেগেছে ।
বুঝতে পারছিনা আপনার পোষ্ট গুলো আমার চোখ এড়িয়ে গেল কীভাবে ?
ধন্যবাদ
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাগুলো