নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
একটু কাছে আসো
বৃষ্টির ঝাপটা আজ নিলাম গায়ে মেখে
এতো দিনের ভ্যাবসা গরম যেন এক নিমিষে—
দূর হয়ে গেছে।
বৃষ্টির পানি ভীষণ ঠান্ডা লেগেছে তাই ভালো
আল্লাহ তায়ালার রহমত যেন —
পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে নেমে এলো।
বৃক্ষগুলো ভিজে জবুথবু,
পাখির বাসা ঝড়ো হাওয়ায়
এদিক ওদিক দোলিতেছে শুধু।
চলার পথে জমলো জল
থামলো পথিক—পথ চলাচল
এমন ক্ষণে মনটা আমার চাইছে তোমায় কাছে,
এমন ক্ষণে দূরে থাকার কী কোন মানে আছে?
সোনার মেয়ে একটু কাছে আসো
মধুরতরো ক্ষণে শুধু আমায় ভালোবাসো..
ঋণশোধ
ভোরের আকাশ—বৃষ্টি ভেজা
বৃষ্টিস্নাত ক্ষণ—আকাশটা যেন কেঁদেই চলছে
বিষন্ন তার মন।
মুষলধারে পড়ে বৃষ্টি—ঐ দূরের আকাশ থেকে,
কাছের আকাশ কোথায় তুমি গড়েছো আবাস?
দু’নয়নে তোমায় দেখছি না যে!
মনটা তাই মরুভূমি যদিও শ্রাবণজলে দেহ ভিজে গেছে
পাষাণবুকে পাথর বেঁধে আঁকো আল্পনা
জীবনটা যে অনেক ছোট তবে কি বুঝতে পারেছো না?
কতদিন ধরে ডাকছি তোমায় আর ডাকবো কতদিন!
আর কতদিন ডাকলে তবে কানায় কানায় পূর্ণ হবে
ব্যবধান কাব্য দূরে ঠেলে ভালোবেসে হাসবে অমলিন।
মৃত্যুশাসিত জীবনে তুমি শোধিবে কবে?— ভালোবাসার ঋণ
এতো কবিতায় প্রেম ত্রিভূবনে আর কাহারো নেই
প্রতিটি চরণ স্বর্ণমুদ্রা হলে—সেই ঋণ শোধিতে হবে শুধু তোমাকেই ।
দু’জনে মিলে ভাব করি চলো
আকাশে অনেক মেঘ মুষলধারে বৃষ্টিতো পড়ছেই!
ব্যস্ত নগরে ব্যস্ত জীবন— চলছে তো চলছেই।
এখানে ব্যস্ততার শেষ হয় মৃত্যু এলে পরে,
এরই ফাঁকে প্রগাঢ় প্রেম ঠিকই বসত গড়ে।
দু’জনে বসে এবার না হয় কাজের ফাঁকে
হয়ে যাক ঈষৎ উষ্ণ— এক কাপ চা ।
অতীত দিনের মধুর স্মৃতি তাতে লাগিবে মন্দনা।
বৃষ্টির জল দেহে যেন কামনার আগুন জ্বেলে গেলো
মনটাতো আগে থেকেই— ভীষণ এলোমেলো ।
ভাব করার তাই এখনই সময়;
দু’জনে মিলে ভাব করি চলো ।
০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রস্তাব। আগে আমি আর প্রিয়তমা ভিজে নেই তারপর কেমন??? অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।
২| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৫
ইসিয়াক বলেছেন: হা হা হা..............আপনারাই ভিজুন। আমি মনে করিয়ে দিলুম ।
০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। আবারো কমেন্টে । ভাল থাকবেন সব সময় এই কামনা থাকলো ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: বাইরে বৃষ্টি,
আমার হাতে
চায়ের কাপ
জানালা দিয়ে বৃষ্টি দেখছি
আর ফাঁকে ফাঁকে
আপনার কবিতা পড়ছি।
০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! বৃষ্টি নিয়ে বেশ ক'টা কবিতা। ভালো লেগেছে।
০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: এখন ঝুম বৃষ্টি.....চা আর টোস্ট খেয়ে জানালায় দাড়িয়ে বৃষ্টি দেখছি।
৫| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেখুন, দেখুন...
ভাবীকে সঙ্গে নিয়ে দেখুন
০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩১
সেলিম আনোয়ার বলেছেন: দারুন প্রস্তাবনা। সে তো এখানে আসছে না।
৬| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
আল্লাহের রহমাত, "বৃষ্টি" বস্তি এলাকায় কম পড়লে ভালো হতো।
০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ চাঁদগাজী । ভালো থাকবেন সবসময়, আর মনে রাখবেন ।
৭| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লেগেছে কবিতাগুলো
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৩
অজ্ঞ বালক বলেছেন: ভাইজান, আপনার ভাব আছে। আগের পোস্টগুলাতেও দেখলাম। টপিকস সুন্দর। কিন্তু কবিতাটা পড়তে গিয়া আটকাইয়া যাইতাসি বার বার। মানে, গদ্য কবিতারও কিন্তু ছন্দ-মিল-পয়ারের সিস্টেম আছে। মিল খাইতেসে না।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
৯| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৬
ইসিয়াক বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ মুবারক।
১১| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
ঈদ মোবারক ,
ঈদ হোক আনন্দময় সকলের তরে ।
২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ হোক আনন্দময় সকলের তরে ।
১২| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২৪
ইসিয়াক বলেছেন: কেমন আছেন ? আপনার কবিতা মিস করেছি। আমার ব্লগে অনেক নতুন কিছু সংযোজন করেছি। দেখবেন নিশ্চয়।
ধন্যবাদ
২৫ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৭
ইসিয়াক বলেছেন: আসুন বৃষ্টিতে ভিজি