![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwar বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন।সামনে আরও নিরস ভবিষ্যৎ। নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সেলিম আনোয়ার।
এ কীসের প্রতীক্ষা! এতো ত্যাগ তিতিক্ষা!!
মৃত্যুর নয় নিশ্চয়—
মৃত্যুতো আসবেই—সময়ের ডানায় ভর করে
প্রকৃতির অমোঘ নিয়মে
তবু তার প্রতীক্ষায় কেউ বসে নেই
তাকে ভেবে লাভ নেই
আমার দিন কেটে যায় তোমাকে ভেবেই
তুমি আসবে কবে? এসে কী বলবে ?
প্রস্ফুটিত লালগোলাপ হাতে এসে
তুমিও কী কেবল ফুলের মতো ক্ষণিকের সুঘ্রাণ বিলোবে?
নাকি আমায় ভালবাসবে সুচিস্মিতা?
তোমার দু’চোখ হাসে চিবুক হাসে ওষ্ঠ হাসে
বাসন্তী হাওয়ায় ভেসে—একদিন তুমি কী সত্যি হাসিমুখে আসবে?
বলবে মনের কথা—তোমার অতীত অপারগতা
তুমি কী মৃত্যুর আগেই পৌঁছতে পারবে?
না কি ফুলের মালা গেঁথে—আমার মৃত্যুর পর তোমার দু’চোখ ভেজাবে!
বলবে বন্ধু বিদায়! চিরো বিদায়!!
আমি শুধু অনুরোধ করতে পারি
হে মৃত্যু দূরে থাকো—আমার প্রিয়তমা আসবে দেখো
তারপর দেখা যাবে!
মৃত্যু কী আমার অনুরোধ রাখবে?
তুমি কী মৃত্যুর আগে আমার কাছে পৌঁছতে পারবে?
বন্ধু তুমি কী এখনো দূরে থাকবে?
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ, রাজীব নুর। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৯
জাহিদ অনিক বলেছেন:
মৃত্যু যদি এসেও যায়-- তাকে হয়ত থামিয়ে দেবে ভালোবাসা
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার জয় হোক, মৃত্যুঞ্জয়ি হোক ।
শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা কবি কাজী ফাতেমা ছবি ।
৪| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২০
ইসিয়াক বলেছেন: ভালোবাসার ক্ষমতা অসীম ।
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪২
পদাতিক চৌধুরি বলেছেন:
ভালোবাসাকে যদি আঁকড়ে ধরবেন
তাহলে মৃত্যু নিয়ে ভয় কেন থাকবে কবি ভাই?
ভালোবাসা খুঁজে নিক তার আপন চলার ছন্দ,
হৃদয় থেকে অপসারিত হোক পরাভূত শক্তি।
২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা।
৬| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতার কষ্ট থেকে মনেও কষ্ট পেয়েছি কবি।
২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: এতেই কবিতার স্বার্থকতা ।
৭| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: হৃদয়ের লেনাদেনা এ পাড়ে আর হবে না, দেখা হবে, দেখা হবে ঐ পাড়ে।
২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আহ!!! প্রাণে ব্যথা।
৮| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৫
জুন বলেছেন: বড়ই দুঃখের কবিতা সেলিম আনোয়ার।
+
২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি বুকে ব্যথা।
৯| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন কবি ।
২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ।কমেন্টে এবং পাঠে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।