নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ডেঙ্গুর দিনগুলিতে কতিপয় কবিতা

২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৪




অযথা

এখনো তোমার জানার ঢের বাকি,
আমার কীর্তি বহতা নদীর মতো,
তুমি তা জান নাকি?
এ দেহের শিরায় ধমনীতে হৃদপিন্ডে
বহিছে বীরের রক্ত অগাধ বিশ্বাসে
তুমি প্রেরণা তাতে—দূরে সরে যেও না;
আলো ভেবে আলেয়ার পিছু আর ছুটো না।

এইখানে আছেগো কর্মযজ্ঞ—সফল জীবনের রঙ্গমঞ্চ
এইখানে আছেগো রাধা কৃষ্ণ অমর প্রেম—
এইখানে করে বাস মৃত্যুঞ্জয়ী এক—সে তোমার প্রেমে
অন্যথা কারাবাস আছে যেন শুধু শেইম ।

এইখানে আছে সুখ— এইখানে প্রগতি
অযাচিত পথে হোক তোমার যাত্রাবিরতি
অথবা ইতি।

এইখানে থেকে নাও— খাঁটি মধু চেখে নাও
এইখানে সব আছে— হৃদয়েরই খুব কাছে
রটনা দূর্ঘটনা মিথ্যে প্রবঞ্চনা কান পেতে শুনো না
আরে অযাচিত সব দূরে ছুড়ে ফেলে দাও ।

এইখানে সব আছে— বিশ্ব মানবতা
আলেয়ার পিছু আর ছুটো নাকো অযথা।


আর কোন বাঁধা নেই

যে পথে ধ্বংস অনিবার্য,
যে পথে পেছনে ফেরা নেই,
যে পথের সমুখে রয়েছে ফাঁসির কাষ্ঠ,
হে পথিক সেই পথে আমরা তোমার সাথে নেই।

জীবনের আছে দাম,
স্বাধীনতা মাথার মুকুট— মহা মূল্যবান।
আমরা বীরের জাতি, ইতিহাস তাই বলে
তাই বলে অন্ধের মতো আমরা গরল করি না পান।

মৃত্যুর পথ তুমি বেছে নিয়েছো
ধ্বংসের পথ তুমি বেছে নিয়েছো
ঐ পথে পেছনে ফেরা নেই—কোন দেশপ্রেমই নেই
তাই আমরা সেই পথে তোমার সাথে আর নেই
বিশ্বমানবতার তরে মঙ্গলদীপ জ্বেলে
আমাদের দু’জনার অবিরাম পথচলা জীবনের নিয়মেই
দু’জনার ভালোবাসাতে আর কোন বাঁধা নেই।




বেঁচে আছি বলে

বেঁচে আছি বলেই তুমি বেঁচে আছো আজও,
অগাধ বিশ্বাসে— প্রগাঢ় নিঃশ্বাসে।
ধরে নিতে পারো ওটাই ছিল শেষ অগ্নি পরীক্ষা
ভালোবাসার সতত প্রচেষ্টায়—
স্রষ্টারই অনুমোদন ইচ্ছা।
খুব বাঁচা বেঁচে গেছি ভালোবাসার তেষ্টায়,
অযথা সময় অপচয় নয় আর দূরে থাকার চেষ্টায়।
এমন নিখাদ প্রেম বলো ক’জনার ললাটে জুটে
ক’জনার মন বাগানে বলো প্রেম রক্ত গোলাপ হয়ে ফোঁটে।
ভ্রমরের গুঞ্জন পুষ্পের বক্ষে অযাচিত নয়তো
এভাবেই পরিণয় নিষ্ঠুর অবণীতে লেখা হয় হয়তো।
বর্ষা শেষেই কাশফুলের শুভ্রতায় শরতের আগমন;
সাদা মেঘের ভেলায় চড়ে তাই যেন সদা পুলকিত এই মন।


শোধিবো ঋণ

মৃত্যু প্রহরগুণে কী লাভ?
আমি শুধু গুণি বেঁচে থাকার দিন
প্রে ম যে থা অ ম লি ন।
এ দেহে এখনো আছে প্রাণ;
আছে প্রেম—পঁই পঁই প্রণয়ের
— উদাত্ত আহবান।
মৃত্যুকে বলেছিতো আজ নয়
অন্য কোনদিন—অন্য কোন ক্ষণে,
এখন প্রেমের অভিলাষ করেছে ভর
আমার অবলা মনে।

প্রিয়তমা, এসোগো কাছে
আমার কাছে ভালোবাসার কবিতা আছে
প্রত্যাশার রাতে অগণিত নক্ষত্রের মাঝে
প্রেরণা লুকিয়ে থাকে

এবার না হয় শোধিবো ঋণ;
ভালোবাসার বৃষ্টিতে ভিজে
বেদনারা হোক লীন ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৫

ইসিয়াক বলেছেন: দ্বিতীয় টা অনেক ভালো লেগেছে। এখন আপনি সম্পূর্ণ সুস্থ তো ?
ভালো থাকবেন।

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই ভালো হয়েছে কবিতাগুলো
আপনি অনেক সুন্দর লিখেন ভাইয়া

২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫৫

অর্ক বলেছেন: অপূর্ব! ডেঙ্গু এবার সবচে’ বেশি প্রাণহানি ঘটিয়েছে। সবসময় মশারী ব্যবহার করবেন।

শুভেচ্ছা গ্রহণ করুন।

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসায় ঋণ থাকে না, ভাবনা থাকে না, থাকে শুধু প্রশান্তি

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । এই মন প্রশান্ত হয়ে যাও, প্রিয়তমাকে বুকে টেনে নাও ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, একবার ১টা কবিতা প্রকাশ করলে, কবিতার ভাব পাঠকদের মনে থাকবে সহজেই

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলে এগুলো গত কদিনের লেখা। ব্লগে পোস্ট করে দিলাম । আজকের কবিতা তো এখন লিখলাম ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: সারাদিন প্রচন্ড গরম গেছে। গরমে অস্থির হয়ে ছিলাম। এখন আপনার কবিতা পড়ে মন শান্ত হলো।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: গরম দূর হোক।আপনার মন প্রশান্তি লাভ করুক। কমেন্টে এবং পা ে অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৮| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩২

নাসির ইয়ামান বলেছেন: কবিতাগুলো সুন্দর হয়েছে!

কবির মনে হঠাৎ এতো প্রেম জাগ্রত হলো কেমনে?

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: এমন হয় সব সময় । :)

৯| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:১৫

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
চারটি কবিতাই অসাধারণ সুন্দর হয়েছে ++++

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে অনুপ্রাণিত । অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.