নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার জয়গান

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪২



কবিতা লিখে গিয়াছে কেটে বেলা,
তাই দুঃখ নেই মনে—সে যে ঘোর লাগা ক্ষণ
এতো প্রাপ্তিযোগে সমৃদ্ধ বলো ক’জনার জীবন
মায়াভরা পৃথিবীটা—যেন ছায়াঘেরা সুশীতল কাফেলা;
জীবনে তুমি ছিলে তাই। —স্রষ্টার অপার কৃপায়
আজও লিখে যাই; ভালোবাসার পাখি গায়।
ভেবে দেখোতো প্রেমহীন এক পৃথিবী!
সে তো নরকসম। সাগর অভিমুখে ছুটতো না নদী;
উঠতো না কোন ঢেউ তটিনীর বুভুক্ষু বুকে;
সাগর উপকূলে আজও আছড়ে পড়ে ফেনিল ঢেউ
গভীর মায়ায় পরম আহলাদে সে কী থেমে থাকে
সময়ের সাথে তার আছড়ে পড়া ক্লান্তিহীন!
তার ছাপ থেকে যায় সমুদ্র সমতটে চিহ্ন রেখে যায়;
আমার ভালোবাসা কবিতা হয়ে থেকে যায়
সবার অলক্ষ্যে হৃদয়ে তোমার ঠিকই পৌঁছে যায়
শত শত কৌতুহলি চোখে শাশ্বত প্রেম স্বপ্নজাল বুণে
দিনে দিনে আরও যেন প্রগাঢ় হয় প্রেম— দু’জনার অবলা মনে।
প্রাণের উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে— একদিন বাঁধ ভাঙা জোয়ারে
ভাসিয়ে নেবে জঞ্জাল সব— আরো যত বাঁধা আছে;
সেদিন আর খুব বেশি দূরে নেই—হয়তো বা আজ!
হয়তো বা এখন!—আসিবে সে মহেন্দ্র ক্ষণ মিলন মন্ত্রগানে।
কবিতা লিখে লিখে আনমনে করি তারি সন্ধান;
প্রতীক্ষার অনলে পুড়ে আমি চাতক পাখি
ভ্রমরের গুঞ্জনে গাহি ওগাে— ভালোবাসার জয়গান।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


যে চাঁদ জোয়ার আনে বুকে, সাগর তাকে কোনদিন পায়নি কাছে, চিরদিন সমদুরে

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নদীর গন্তব্য সাগরের বুকে । যত আকা বাকা পথেই সে চলুক। আমাদের সুরমা নদীর চলার পথে সরাসরি উত্তরে প্রবাহিত হওয়ার প্রমান পাবেন মানচিত্রে কিন্তু তার গন্তব্য বঙ্গোপসাগর । ওভাবে চলে তার চলার পথ দীর্ঘ হয়েছে কেবল ।

২| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নীল আকাশ বলেছেন: স্বার্থপর সময়ের কালস্রোতে শুধু রয়ে যাবে এই প্রেমের কবিতা
কিন্তু থাকব না আমি কিংবা তুমি প্রিয়তমা,
তবুও রয়ে যাবে আমার বর্ণিল প্রণয়ের এই সুতীব্র আকুতি
হয়ত সুদূরে নব্য কোন প্রেমিক হৃদয় এতে খুঁজে পাবে প্রশান্তি,
অজানা শিহরন, রক্তকোষে মাদকতা আর নিটোল প্রেমের হাতছানিতে
প্রেমিকাকে ভালোবাসার অদম্য ইচ্ছার হুটোপুটি।

ভালোবেসে প্রেমিকা কে নিয়ে লেখা কি শেষ হতে পারে কোনদিন?
ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন।
প্রেমে পরিণয় হবে অভিসারে সঙ্গমে ভালোবাসার অনুরণনে ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২২

ইসিয়াক বলেছেন: সুন্দর ।

২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ভালোবাসার জয়গান। - ভালোবাসা দিয়ে কি পৃথিবীর দুঃখ কষ্ট মুছে দেওয়া সম্ভব যেখানে যুদ্ধের দামামা বাজছে প্রতিনিয়ত - - - -

২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সম্ভব। একমাত্র ভালবাসা পারে শান্তির পৃথিবী গড়তে।

৫| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা প্রাণবন্ত কমেন্টে । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৮

মুক্তা নীল বলেছেন:
মনের টান ও ভালবাসারজোরে ভালবাসারই জয় হয় ++

২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই চাই। ভালোবাসার জয় হবে। হতেই হবে যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.