নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে কবি! হে গুরুজন!!
আমি বাকরুদ্ধ— তোমার মরণ বার্তা শ্রবণে,
তখন আমিও লড়ছি মৃত্যুর সাথে— বেঁচে থাকার প্রয়াসে
পরাজয় সুনিশ্চিৎ জেনেও—কারণ মৃত্যুতো অবশ্যম্ভাবি,
আজ নয় তো কাল হবেই—মৃত্যুর হাতাছানি সুতীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে
প্রতিটি জীবনে—আমাদের এই বেঁচে থাকাতো সাময়িক;
মৃত্যুই ধ্রুব। মনে আছে সেই তখন আপনার উপস্থিতি এই প্রেমিক হৃদয়ে
স্বান্তনার বাণী আপনারই অগোচরে, আমি তখন শিখছি আপনাদের কাছ থেকে
আপনার থেকে কবিতা লেখার ব্যাকরণ—কারণ ভাঙিতে হবে মনের চাবি তাঁর;
আমারই প্রিয়তমার। সে তো জানতো না হায় কতটা উত্তাপে ইস্পাত বিগলিত হয়!
কতটা প্রেমে একজন মানুষ প্রিয়তমার কাছে পুষ্পকোমল হয়!!
তাই নিয়েছিনু কলম তুলে হাতে— আপনাদের কাছ থেকে দীক্ষা নিয়ে
হে কবি! তুমি যেন বটবৃক্ষের আশ্রয় তাই আমার চিরন্তন প্রেমে অনেকটা অজান্তেই
আপনার উপস্থিতি তাই যেন প্রেমস্মৃতি মন্থন— আমারি জীবনে
যদিও আমাদের সাক্ষাৎ অল্প সময়ের
আমাদের কথা কবিতা ছন্দ মাত্রায় বাংলা বর্ণমালায়
প্রিয়জনের তালিকায় তুমি ছিলে— আজও আছো
তুমি আমার কবিতায় প্রেমে নিরবে— আজও বাঁচো
হায় হলো না শেষ দেখা— আপনার মরণের আগে
ইচ্ছে ছিল খুব তবু হলো না হলো না
সবকিছু হায় হয় না ক্ষণিকের জীবনে—এতটুকু স্বান্তনা শুধু
তুমিতো আজও বেঁচে আছো— আমাদের দু’জনার প্রেমে..
মনের চাবি ভাঙবো— প্রিয়ংবদার হৃদয় জয় করে
তাঁরে কাছে আনবো—রাখবো সাথে চিরদিন;
আপনিও থাকবেন কবি সাথে— স্মৃতির অ্যালবামে স্বর্ণাক্ষরে নিরবে
সে কাব্যিক ভ্রমনে;
অপরাজিতা ফুল হয়ে শ্রদ্ধায়—জানিগো কবি কবিরা হারে না
কবিরা অমর কবিতায় নিজ কর্মগুনে।
শ্রদ্ধাঞ্জলি হে অগ্রজ, হে প্রিয়জন, হে সদ্য প্রয়াত কবি,
স্রষ্টার কাছে আপনার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও মঙ্গল কামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন। কবি কুহক মাহমুদ ভাল থাকুক না ফেরার দেশে।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০০
ইসিয়াক বলেছেন: কবি যেখানেই থাকুক ভালো থাকুক।
ধন্যবাদ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: মঙ্গল কামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯
রাকিব আর পি এম সি বলেছেন: কবির জন্য শ্রদ্ধা আর ভালবাসা রইলো। কবিকে নিয়ে লেখায় আপনাকেও অশেষ ধন্যবাদ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ কৃতজ্ঞতা সুন্দর কমেন্টে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
নীল আকাশ বলেছেন: একজন কবিকে নিয়ে লেখা কবিতায় আরেকজন কবির ভালোবাসা সুন্দর ভাবে ফুটে উঠেছে।
প্রয়াত কবির বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও প্রয়াত কবির শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬
নীলসাধু বলেছেন: কবি কুহকের আত্মার শান্তি কামনা করি।
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: কবি কুহক মাহমুদ একজন বড় মনের মানুষ । তার বিনম্র আচরনে বিচক্ষণ উপস্থিতি আমার ভালো লাগতো।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: কবি কুহক মাহমুদ একজন ভাগ্যবান ব্লগার।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। জান্নাতুল ফেরদাউস নসিব হোক সুহৃদ কুহক ভাইয়ের ।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
শুধুমাত্র মৃত্যুর পর, একজন বাংগালীকে বড় করা হয়
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: তিনি বড় মনের মানুষ ছিলেন। তার ব্যক্তিত্ব ভালো লাগতো আমার। আমাদের আড্ডা হত পাবলিক লাইব্রেরির সামনে। দেখা হত বই মেলায়। একবার তো শায়মার বই খুজে পায়নি কয়েকবার মেলায় ঢু মেরে। বই সংগ্রহ করতে পারলাম মেলা শেষে ।চারটি বই। বইয়ের নাম হৃদয়ে বাংলাদেশ। একবার দেখি লিটল ম্যাগ চত্বরে আমার দিকে ক্যামেরা তাক করা। খেয়াল করে দেখি কুহক ভাই।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:১০
সোনালী ডানার চিল বলেছেন: নিবেদিত কবিতা সবসময় আন্তরিক হয়।
শুভকামনা কবি-
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও শুভকামনায় ।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর কমেন্ট। জান্নাতুল ফেরদাউস নসিব হোক সুহৃদ কুহক ভাইয়ের ।
কেয়ামতের আগ পর্যন্ত যারা মারা যাবে, তারা কেউই জান্নাতুল ফেরদৌস নসিব হবে না। কেয়ামত হবেম হাশরে ময়দানে বিচার হবে। তারপর ঠিক হবে কে বেহেশতে যাবে। আর কেজাহান্নামে যাবে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আমি সেটাই বলেছি । বিচারের পরেই যেন পায় । দোয়া করতে দোষ নাই । আপনি কি বিচারদিনের পরে দোয়া করবেন? দোয়া এখনই করতে হবে পাবে বিচার দিনের পরে ।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৩
রাকু হাসান বলেছেন:
সকাল সকাল কবিতা ভালো লাগলো । আল্লাহ্ নিশ্চয় তাঁকে উত্তম প্রতিদান দিবে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: তিনি ভাল থাকুন পরপারে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
নতুন নকিব বলেছেন:
কবির পরকালীন জীবনের মুক্তি কামনা করছি। ধন্যবাদ, কবিকে স্মরণ করে লেখায়।