নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শারদ হাওয়া—— শারদ মেঘমেঘের আছে রং

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৯


শারদ হাওয়া—— শারদ মেঘ

ওগো শারদ হাওয়া,
যাও ছুটে তাঁর কাছে,
হয়তো প্রিয়ার মন বেদনায় আছে
ফিরে এসোগো— তার স্পর্শ লয়ে সাথে।

শারদ মেঘ নীল আকাশে
যেন পেজা তুলার মতো ভাসে!
মেঘের কতো ঢং যেন বর্ণিল উচ্ছাসে
—নয়ন মনোহর সে যে অজস্র বিন্যাসে
সে কেমন করে! পাইনা খুঁজে তার দিশে।

ভাবি শুধু হতাম যদি শারদ মেঘ
প্রিয়ার দু’চোখ জুড়িয়ে দিতাম
হৃদয়টা তাঁর কেড়েই নিতাম
কেটে যেতো এই মনের সব উদ্বেগ।

সাদা মেঘের ফাঁকে ফাঁকে
তবুতো আকাশের নীল থাকে;
থেকে থেকে হায় মনে করিয়ে দেয়
তোমাকে কাছে না পাওয়ার বেদনাটাকে।

আকাশ থেকে ক্ষণে ক্ষণে শিশির বৃষ্টি হয়
কোমল রোদে নরম আদর যেন
—তৃষিত অবণীর বুকটা ছুঁয়ে রয় ।

আমিও না হয় একটু আদর
শারদ হাওয়ায় দিলাম মাখিয়ে,
সোনার মেয়ে, কড়ায়গন্ডায় বুঝে নিও
তোমার ঐ দু’হাত বাড়িয়ে..


মেঘের আছে রং

মেঘের আছে রং-বেরঙ রং
তা দেখে মুগ্ধ এই দুনয়ন;
চেয়ে থাকি দূর আকাশের বুকে
মেঘেরা যেখানে আনমনে ভাসে।
কোমল বারিপাত যেন শিশির কনা
তৃষিত ভূমি যেন পায়না বেদনা।
এমনি করে যেন আসমান জমিন
অপার মায়ায় খেলিতেছে প্রেমের খেলা।
এইখানে নয় ঐ—খানে
আকাশ—পানে উড়িতেছে চিল আনমনে।
বহে শারদ হাওয়া— সবুজ বৃক্ষ দোলে
একপায়ে দাঁড়িয়ে মাথা তুলে।
বৃষ্টির ঝাপটায় পাখি ডানা ঝাপটায়
আকাশের এতো রূপ সুন্দর অদ্ভুত!
শরৎ না এলে যায় না তারে বুঝা;
কাশবন সাদা কাশফুল—
কোথায় যে আছে?
দেখিতে তারে আজ এই হৃদয় ব্যাকুল ।



ছবি:জনাব এরশাদুল হক, পরিচালক, জিএসবি ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

ইসিয়াক বলেছেন: কবি আপনাকে শারদীয় শুভেচ্ছা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২১

মুক্তা নীল বলেছেন:
সুন্দর কবিতা +++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: দুটোই সুন্দর। বর্ণিল উচ্ছ্বাসে মনোহর রূপ খোঁজা নিরন্তর চলতে থাকুক।

তবে পরেরটা বেশি ভালো লেগেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

নীল আকাশ বলেছেন: আমার ব্লগীয় নাম নিয়ে কবিতা লিখবেন আর আমি পড়বো না তাই হয়?
শরৎ মাসের শুভেচ্ছা রইল প্রিয় কবি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি পড়েছে ন । কমেন্ট করেছেন । আপনাকে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় নীল আকাশ। ভালো থাকবেন সবসময় আর মনে রাখবেন আমাকে এই কামনা থাকলো ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
প্রানবন্ত।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

নীল আকাশ বলেছেন: ভাই আপনার শরীরের অবস্থা কেমন এখন? পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ইনশা আল্লাহ ভালো আছি । আপনাদের দোয়ায় । খুব ভালো আছি বেশ আছি । সুস্থ আি

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৪

বলেছেন: চমৎকার মনোহারী কবিতা +++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৯

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার , শারদ হাওয়া ভাল লাগল ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: দৃষ্টির সীমানা অনেক ভালো লাগলো আমার ব্লগবাড়িতে আপনার আগমনে । ভালো আছেন নিশ্চয়। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা সুপ্রিয় ব্লগার।

ধন্যবাদ কবি মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অশেষ কৃতজ্ঞতা ব্লগবাড়িতে ২য় বার আগমনে ।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

তারেক ফাহিম বলেছেন: অনেক ভালো লাগলো।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.