নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এবার সেই গল্প বলা চাইসে কী করে হয়!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৩



এবার সেই গল্প বলা চাই
শার্টের বুক পকেটে এক টুকরো কাগজ;
ব্লেজারে পড়েছে ঢাকা
কাগজে লেখা—না বলা কথা..
সঙ্গে উপহার—দু’চোখে তোমার কাজল পড়াবার
ক্ষুদ্র একটি প্রয়াস —প্রাণেরই উচ্ছাসে,
সে গল্পতো বলো নাই।
তোমার কেটেই গেলো বেলা
রাতের আঁধারে ধ্রুবতারা চন্দ্র দেখে দেখে,
কবিতা থেকে ছন্দ নিয়ে নৃত্যের তালে
সারা গায়ে ভালোবাসার সুগন্ধ মেখে মেখে;
সেসব তো বলো নাই।
ছবিগুলোর গল্প আছে বলে
সিন্ডারিলা, আসল গল্প শিকেয় তোলে
গল্প বলার ছলে না পাওয়া পরম চাওয়ার গল্পতো বলো নাই।
একটি বুক পকেটে ছোট্ট কাগজ—কবিতা লেখা
সেটাতো পাও নাই—কাজল চোখে মেখে
হাওয়ায় উড়িয়ে শাড়ির আঁচল
কার গোপন অভিসারে মনটা তোমার ব্যাকুল!
সে কথাতো বলো নাই——এড়িয়ে গেছো জানি,
এই হৃদয়ের রানি—এবার সেই গল্প বলা চাই।


সে কী করে হয়!!

গতরাতে পাটগ্রাম টু ঢাকা যাত্রাপথে
কেউ ছিল না সাথী—কেউ কী ছিল জ্বালিয়ে আশার বাতি?
চাঁদের সাথে মেঘের খেলা যেন চলেছে সারারাতি!
ঘন কালো মেঘে থেকে থেকে যেতে ছিল চাঁদ ডুবে
ক্ষণিকসময় বাদে আবার দিতেছিল উঁকি
মেঘের আড়াল ঠেলে —মেঘ আর চাঁদের খেলায়;
তুমিও মেতে ছিলে নাকি?

নাকি ঘুমিয়েই কাটালে সারারাত!
সে কী করে হয়!!— আছে কী কোন সংশয়?
এই জীবন চলার পথে যুগ যুগ ধরে
থাকবে চিরসাথী—মনে আছে নিশ্চয়।
পাটগ্রাম টু ঢাকা সুদীর্ঘ এক পথ দিয়েছি পাড়ি গতরাতে
হলফ করে বলতে পারি
প্রিয়ংবদা মনে মনে তুমিও ছিলে সাথী।

আমার সেই সুদীর্ঘ যাত্রাপথে—ব্যর্থ মনোরথে
দুটি দেহ থাকুক যতই দূরে
আমরা তো এক প্রাণ; প্রগাঢ় বিশ্বাসে
জনম জনম ধরে..
—নিশি জেগে থাকা প্রহরী সারারাতি


ছবি ঃ নেট

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

ইসিয়াক বলেছেন: দুটি দেহ থাকুক যত দূরে
আমরা তো একপ্রাণ ,প্রগাঢ় বিশ্বাসে

অনেক চমৎকার ভাবনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

মুক্তা নীল বলেছেন: বিশ্বাসে ও ভালোবাসায় সুন্দর কবিতা ++

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় কাজী ফাতেমা ছবি ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লে শুধু আমার মনে হয়, আহ আমি যদি এরকম কবিতা লিখতে পারতাম!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

সোনালী ডানার চিল বলেছেন: কবি, আপনার কবিতা বেশ অনেকটাই বদলেছে-
ভালো লাগছে পড়তে। শুভকামনা...

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আমি লিখি না। কবি কে লেখে?

কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.