নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেমতি

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫



এমন একাকি বিকেলে
স্নিগ্ধ আলোয়,— মন ‍ছুটে যায় ডায়েরীর পাতায়;
নিঃসঙ্গ কলমের আচড়ে ক্ষত-বিক্ষত পাতা
মনের সুখে যেন প্রেমের খেলায় মত্ত থেকে
এভাবেই সৃষ্টি— এভাবেই বিনাশ
এভাবেই পূরণ হয় যেন হৃদয়ের অভিলাষ।

এখই হবে সূর্যাস্ত—প্রিয়তমা এখনই হবে গোধূলি;
আঁকা বাঁকা স্বপ্নগুলি— উছলিয়া উঠিবে প্রাণে
আকাশের বুকে রঙের আভা
যেন রঙিন স্বপ্নগুলো তাতে মেলে দেবে ডানা।
তাই ইচ্ছে ডানায় ভর করে এ মন ‍ছুটে যায়—
তোমার কাছে। দূর করো হে বিরহ আমার;
তোমার ‍ছূঁয়ায় কামনার রঙে— নির্জনতাই সব থেকে ভালো;
তাই প্রেম হোক পিনপতন নিরবতায়;
এভাবেই তবে ফুল ভ্রমর খেলা হোক— শারদ হওয়ায় ।



ছবি: শ্রদ্ধেয় এরশাদুল হক পরিচালক, জিএসবি ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



এই শরতেও একেলা! বসন্তের জন্য অপেক্ষা করতে হবে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: এখনই সময়। শরতে বসন্ত হবে ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

ইসিয়াক বলেছেন: কঠিন রুপে তোমায় প্রেম নিবেদন প্রিয় ,
চাই শুধু ভালোবাসা সে টুকু ই দিয়ো ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট অশেষ কৃতজ্ঞতা জানবেন্নিরন্তর শুভকামনা ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৭

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই সাবধান হয়ে যান, ভাই সাবধান হয়ে যান।
দুঃখের কবিতা ছাড়ুন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আহা কী আনন্দ আকাশে বাতাসে, ডেঙ্গু নিয়ে দীর্ঘ সফর করে এখন আমার আত্নবিশ্বাস বেড়েচে। তবু নিশ্বাসের কী বিশ্বাস আছে?

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: জিলাপী খাই না অনেক দিন। সেই রমজান মাসে খেয়ে ছিলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: জিলেপী এখনো আছে। ঘরের কাছেই পাবেন।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩২

সোনালী ডানার চিল বলেছেন: বিরহ আর নির্জনতা খুব সমার্থক;

শুভকামনা রইল কবি-

১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: শেষের দু'লাইন চমৎকার হয়েছে। কবিতায় প্লাস +
গভীর প্রেমাবেগের নাঙ্গা প্রকাশ আপনার কবিতার বৈশিষ্ট্য।
সোনালী ডানার চিল এর মন্তব্যটা ভাল লেগেছে। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.