নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ওগো ফুলপরি—করেছো মন চুরি
তুমি যেন মায়ার বনে পুষ্পমঞ্জুরি;
আমার উদাসী মনে—বহিছে যেন মাতাল সমীরণ।
তোমার চুলের সিঁথি যেন কত দিনের চেনা পথ
মাতাল হাওয়ায় তাতে পথ হারালে মন,
কার হবেগো ক্ষতি?—এ যে মায়াবী ক্ষণ!
চৌরাশিয়ার বাঁশি কে যেন বাজায় বুকে সারাক্ষণ।
এমন মধুর রাতে তোমার খোঁপায় গুজা ফুল
তুলিতে কোমল হাতে—মোর এই হৃদয় যে ব্যাকুল;
আততায়ী এই ক্ষণে কোন কিছুর নেই পরোয়া এখন।
তোমার পরশে জানি ওগো স্বর্গসুখ আছে
সোনার মেয়ে তোমার সোনা সোনা আঙুল।
ভাসিয়ে প্রেমের ভেলা আঙুলে আঙুলে খেলা
আজ নিশীথে চলো খেলিগো শুধু দু’জন।
শারদ হাওয়ায় ভর করে এলো মাতাল মাতাল ক্ষণ,
দিনের আলোয় নীল আকাশের বুকে ভাসে সাদা মেঘের ভেলা
এই বুকে তুমি সারাক্ষণ আপনের আপন—
জমিনে কাশবন —ফুলপরিগো ছেয়ে গেছে দুধ সাদা ফুলে ফুলে;
কাশবনে খেলিবো লুকোচুরি—ওগো নিরুপমা তোমায় দিয়েছি মন।
ওগো ফুলপরি, কী করে করেছো মন চুরি
শুধু তারি বন্দনা করি—এখন উদাসী মন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল। ছবিটি সরিয়ে দেয়া হলো পারমিশনের অপেক্ষায় ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফুলপরী মন চুরি করে কবিকে সাগরে ভাসিয়ে উড়াল দিছে!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৬
সেলিম আনোয়ার বলেছেন: হাহা । এমনটি হবার নয়!!!ফুলপরি উড়াল দেয়নি অবনীর বুকে চলে এসেছে ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩২
ল বলেছেন: ফডো তো কপিরাইট আইনে পারমিশন নিতে হয়।।।
কবির মনে এতে প্রেম আসে কেমতে??
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৩
সেলিম আনোয়ার বলেছেন: পারমিশনের আবেদন করা হয়েছে। পারমিশন পেলে আবার ছবিটি দেবো । মৌনতা সম্মতি ধরে নিয়েছি লাম। দেখি পারমিশন পাই কিনা।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৩
ইসিয়াক বলেছেন: বাহ্ ! চমৎকার
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন: রাত তিনটাই ফেসবুক থেকে আমার ছবি চুরি করে এইখানে দিছিলা???
সকালবেলা আবার সরিয়েছো!
আমাদের বাসায় একটা ছিঁচকা চোর আসতো। সিসি ক্যামেরায় আমরা দেখেছিলাম রাত ৩টা হলেই সে বাসার গেইট বেয়ে বাগানে ঢুকতো।
তুমি সেই ছিঁচকা চোরের বড় ভাই, মামা , চাচা, খালু ফুপা কিনা ভাবছি!!!!!!!!
যাইহোক পারমিশন ছাড়া ছবি যদি চুরি করো তো সাইবার মামলা দিয়ে দেবো।
পুলিশকে কবিতা শুনায় কোনো লাভ হবেনা ভাইয়ুমনি!!!!!!!!
তখন মৌনতায় ছিঁচকা চুরির লক্ষন হইবেক!!!!!!
কাজেই সাবধান!!!!!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাগ্যিস পুলিশ কে কবিতা শুনাচি্ছ না। আমার এক পুলিশ বন্ধুর বউও পুলিশ রোমান্টিক মানুষ বউকে কবিতা শুনায় কি না জিজ্ঞেস করতে হবে ।
রাত তিনটায় তুমি পুলিশের মত এসে হাজির!! হায়রে চুরি তো আমি করেই ফেলেছি আগে,
চোরকে আমার ব্লগবাড়িতে এসে সতর্ক করার জন্য ধন্যবাদ।
প্রশ্ন হলো কোন চোর অনুমতি প্রার্থনা করে চুরি করে? আর কোন পুলিশ রাতের সবিনয় নিবেদন সকালে প্রত্যাখান করে।
তুমি ব্লগে এসে কমেন্ট করাতে আমি খুশি....একটা কবিতা লিখতে হবে শ্বেতপাথরের ফুল।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে এবং পাঠে। নিরন্তর শুভকামনা তোমার জন্য । ভালো থেকো ফুলপরি ।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: ছবি সরিয়ে নিয়ে ভাল কাজটি করেছেন। তবে, কবিতাটি ভাল হয়েছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি অতটা ভালো হয় নি। তবে ছবিটি সুন্দর অসাধারণ। এক বারে ফুলপরি। কবিতাটি ফুলপরি ফুলপরি হয়নি। নতুন একটি কবিতা লিখছি শেতপদ্ম অগ্রিম নিমন্ত্রন শ্রদ্ধেয় খায়রুল আহসান ।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২১
সোহানী বলেছেন: হায় হায় এতো দেখি আসল ফুলপরী