নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি কীগো তবে শ্বেতপদ্ম—শ্বেতপ্রস্তরে গড়া?
মধুনামে ডাকি এতো করে-তবু দাওনা কেন সাড়া?
তবু তোমার সুতীব্র ঘ্রাণ যেন এই বুকে এসে লাগে
সুঘ্রাণে তার হতাশার আঁধার রাতে—আঁধার ঠেলে ঠেলে
যেন চন্দ্র তারা জাগে—যৌবনের অনুরাগে।
তুমি শ্বেত প্রস্তর হলে—প্রস্তরেই ফুটুক ফুল—দৈব শক্তি বলে।
আমি বোধ হয় সাগর তীরে নূড়ি কুড়ানো ছেলে
হন্যে হয়ে খুঁজে ফিরি নূড়ি পাথর, সুখের আকর
—জীবিকার অনুসন্ধানে;
কারণ নিরেট পাথর জানে না কোন ছল।
এবার তবে পাথরের বুকে প্রেমের সঞ্চার হবে!—
এই কোমল হৃদয়ে তবে কী শ্বেত পাথরের ইমারত গড়তে হবে?
যেখানে তুমি গড়িবে আবাস—প্রাণের উচ্ছাসে আবেগে।
তবু মনে মনে ভাবি—এই জীবনে হায় তুমি যেন অবশ্যম্ভাবি
এমন প্রগাঢ় প্রেমে পাথর— সে কঠিন থাকে কী করে?
পাথরের কী হয় না রূপান্তর, ফুলে?—পড়ে অমোঘ প্রেমের যাতাকলে!
মম হৃদয়ের স্পন্দনে—বিগলনের সূত্র মেনে হায় হৃদয়ের উত্তাপে।
প্রেম তো এক পরশ পাথর— পরম সৌভাগ্যে তা মেলে।
প্রেমে বুবুক্ষু এ হৃদয় আজ যেন— জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ;
ভালোবাসার উত্তাপে তাতে যেন নিরেট পাথরও গলে যাবে—
শ্বেতপদ্ম গো আর করো না ভুল;
আমি তোমার রসিক ভ্রমর কাশবনে; তুমি শুধু আমারি কাশফুল ।
ছবি: নেট
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নাম দিতে চেয়েছলিাম অভিমান। ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৩
ইসিয়াক বলেছেন: এবার তবে পাথরের বুকে প্রেম হবে
তবে তাই হোক ............।শুভকামনা কবি ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
এত অভিমান! .. কার উপর?
কবিতা সুন্দর। ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: যে জানে না অনেক বাস্তবতা সিনেমার কহিনীর চেয়েও সমৃদ্ধ হতে পারে। যে দৌড়ায় ধূলিকনার কাচে যে জানে না এর চেয়ে আর হতে পারেনা ।.........
কবিতায় প্রেমে ভালোবাসার ফ্রেমে ।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: কাশফুল বনে গোখরা সাপ থাকে জানি, সাবধানে কবি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন: গোখরা সাপ খেলতে জানি
প্রেমের খেলায় আমি রাজা তিনি রানি।
শুভকামনায় ধন্যবাদ ।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
হুমমমমম... জীবিকার অনুসন্ধানে বাস্তবে আপনার তো নুড়ি-পাথর-মাটি নিয়েই কারবার তাই পাথরে ফুল ফোটে কিনা তা আপনারই জানার কথা!
এই গানটি আপনার জন্যে --
দেখোনি কি পাথরেও ফোটে ফুল
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট বরাবরের মত প্রেরণা দায়ক।
ওটাতো প্রিয়তমাকে নরম করার জন্য বলা ।
ও যতবার রাগ করে অভিমান করে ফেটে পড়ে ততবার তা পানির মত প্রশমন করার ক্ষমতা একমাত্র আমার আছে।
সেজন্য আমি রাজা তিনি রানি। ও আমাকেই মেনে নিয়েছে।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: মুগ্ধতা।