নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অমানুষ শারদ পূর্ণিমাচাঁদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬


অমানুষ
কথা শুনবে না তো
বুঝবে না যুক্তি
মনে যা আসে—দৃষ্টি কটু লাগে
তবু করবে তা—
ক্রমাগত করেই যাবে;
মেলে না মুক্তি।
একজোড়া কোমল কবুতর;
একটি উষ্ণ উপত্যকা;
জোড়া ঠোঁট
উঠা নামা-ভেজা কাব্য
এক ঘেয়ে ভালোলাগা একিতো সবি।

লাগামহীন নরকের কীট সাথে
ছিঃ, তবু লাজ লজ্জার মাথা খেয়ে
ক্রমাগত করে যাবে।

শারদ পূর্ণিমাচাঁদ


গতরাতে শারদ চাঁদ— নিঃসঙ্গ একাকি জেগেছে সারারাত
রুপোলী আলোর স্নানে— উছলিয়া ওঠে অপরুপ অপসরা রুপে
তবু বেদনা ছিল তার প্রাণে; একাকি দাঁড়িয়ে দু’হাত বাড়িয়ে কায়মনে
কি ছিল তার প্রার্থনা? কেন যেন তাকে এত নিঃসঙ্গ লাগে!
এতো আলো, এতো রূপ উদ্ধত, এতো যৌবন—
চেয়ে দেখেছি তারে— অবাক চোখে।
ভেবেছি কোন দিন রূপ কী তার শেষ হয়ে যাবে
এবার চাঁদ তোমাকে চাই— যৌবনের অনুরাগে
চকিত আলোকিত শয্যায় পাশে অবাক নগ্নতায়— দেখিবো নগ্ন চোখে
ওগো চাঁদ! জোস্না ভেজা হতে তোমাকেই শুধু চাই
তুমি কী দেখনি? নদীতে জোয়ার সাগরে জোয়ার
জোয়ার দেহে আমার— সঙ্গম কামনাতে;
জোয়ারে চাঁদ তুমিও ভেসে যাবে
অবাক শূন্যতা থাকিবে না আর
কাল মেঘেদের ছিল অবসর সরারাতে
তুমিতো জানো—চাতকের তৃষ্ণা মেটেনা
—বৃষ্টির জল না পেলে; এবার তৃষ্ণা মেটে যাবে
বলেছি পাবে তো— পাবে, সুখের উল্লাসে
দু’চোখ উপচিয়া যেন অঘোর বর্ষা নামে ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগা অনেক অনেক ভালো লাগা।
চলুক কবিতা আরো । ছড়াক কবিতা আরো মুগ্ধতা সারা বিশ্বমাঝে।
কবির সুস্বাস্থ্য কামনা করি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে ানেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ঘোলা চোখে আকাশের পানে চেয়ে
বয়ষের ভারে নয়
চোখ ভরা ছিলো জলে - - - - -



১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভ কামনা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: দশে দশ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.