নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজ বৃষ্টি নামুকডোল্লীর বিলে

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

আজ বৃষ্টি নামুক

আজ বৃষ্টি নামুক— স্রষ্টার আশীর্বাদ হয়ে
আজ অবণীটা শীতল হোক,
উত্তপ্ত বুকে— শীতল জল দিয়ে।

এ যেন হয় এক সৌভাগ্যময় দিন..
অশ্বিনে বৃষ্টির বড় ফোটার—বাদ্য যন্ত্র
রিমিঝিমি সংগীতে—উদাসী হাওয়ায় অযাচিত সব
হয় যেন বিলীন।—প্রহসন আজ রুদ্ধকপাট হোক;
মুক্ত বিহঙ্গ হোক —তোমার আমার প্রেম।
আজ হোক সব দুঃখ-শোক হারাবার দিন
রূপ কথার রাজ্যে হোক শোকের মিছিল
আজ হারাবে মন—প্রজপতির মত উড়ে উড়ে
দেখ শরতের কাশবন গেছে ভরে— ফুলে ফুলে
আ্জ মনময়ূরী উঠুক নেচে সোনার পেখম তুলে।
আজ সব না পাওয়া হোক— পাওয়া, না গাওয়া হোক— গাওয়া
সত্য সাধনার ব্রত নিয়ে আজ হোক শপথ নেবার দিন
দৃপ্ত অঙ্গীকারে;—হংসমিথুন তুমি আমি শুধু দু’জনায়
—যেন জনম জনম ধরে।



ডোল্লীর বিল

আমি বড়শির ছিপ ফেলে বসে থাকা চন্ডীদাস যেন
হতে পারে দূরে প্রত্যন্ত এলাকায় ডোল্লীর বিলে
যেখানে চারিদিকে শুধু শনশান নিরবতা
এখানে কেবল মাছেদের ঝাঁক—পাতি হাঁসের দল
জলে ভেসে থাকা সাদা শাপলা ফুল
আর মনে ভেসে থাকা — তোমাকে ঘিরে স্মৃতির পাখিরা ফুলেরা
যেন মাছ নয়— তোমার অপেক্ষায় বসে আছি
কতকাল ধরে নির্জনে; প্রাণের আকূতি তুমিওতো
আসিতে পারো মৎসকন্যা রূপে— এক ডুবে ঠিক
বড়শির ছিপ ধরে ওঠে —আমাকে চমকে দিয়ে;
কোত্থেকে উড়ে এসে এক পানকৌড়ি আমাকে
ঠিকই চমকে দেয়— আমাকে মনে করিয়ে দেয়
পদ্মাপাড়ের অবিশ্বাস্য দৃশ্য—এত সুন্দর পানকৌড়ি
আগে দেখিনি আমি—
চলার পথে সঙ্গে আমার ডায়েরি কলম থাকে,
ডোল্লীর বিলে বসে আমি কলম হাতে
কবিতা লিখতে থাকি।
পানকৌড়িটি জলের বুক ঘেষে উড়ে চলে যায়
এখানকার কালো টলোমলো জল যেন
তোমার আঁখি ছলোছল প্রাণের উচ্ছাসে—
বাতাসে জলের বুকে ঢেউ ওঠে
জানি তোমার বুকেও ওঠে—অশ্ব আমার টগবগিয়ে ছোটে
তুমি কী আজ হলে নিরুদ্দেশ —নৈশব্দের দেশে
মিনতি করি আমায় যাওনা ভালোবেসে— এইখানে এসে;
ডোল্লীর বিল আহত পল্লীর বুকে যেন তারার ঝিলিমিল;
বড্ড মিষ্টি লাগে।—দু’জনার পঁই পঁই ভালোবাসা
হয়ে যাক —এইখানে যৌবনের অনুরাগে ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।
শুভকামনা রইলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

বিজন রয় বলেছেন: গত কিছু দিন "অযাচিত" শব্দটি আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।

+++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল থাকুন কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: আমিও মনে মনে চাইছিলাম আজ বৃষ্টি নামুক। আকাশও বেশ মেঘলা হয়েছিল। কিন্তু এখন আবার রোদ উঠেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: রোদ উঠুক তবু বৃষ্টি নামুক প্রিয়তমা হৃদয়ে অন্তত বৃষ্টি নামুক। আকাশের বুকে আলো আধারের লুকোচুরি খেলা বেশ জমে উঠেছে ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



এখন বৃষ্টি এলে চাষীর কি অবস্হা হবে?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: জানি না । বৃষ্টি চাষের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক নয়। গতরাতে তাই বৃষ্টি হয়েছে আমার উপরে। আমি ভিজে গেছি খুব ভালো লেগেছে ।বৃষ্টিতে কৃষির ক্ষতি হয় নি ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




ডোল্লীর বিলে ছিপ ফেলে তুলে আনবো আমাদের পঁই পঁই প্রেম-ভালোবাসা......................

আপনি ইদানীং একাধিক কবিতা দিচ্ছেন একত্রে। এতে মনে হয় কবিতাগুলোর আবেদন জগাখিঁচুড়ি হয়ে যায়। একটি কবিতা হলে কবিতার ভেতরের আবেগটা অনুরণন তোলে অনেকক্ষন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কি যে করি। এই মাত্র একটি কবিতা লিখেছি যদি মরে যাই তাই প্রকাশ করি অনেকগুলো অপ্রকাশিত থেকে যায় । কেন যেন মনে হচ্ছে কবিতাটি দারুন হয়েছে । ওকে প্রকাশ করবো না। অপ্রকাশিত থেকে যাক ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতায়++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কবি হাফেজ আহমেদ ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: ডোল্লীর বিল - এটি কোথায়, পুঁটি, খলসে, টেংড়া, বাইলা, শিং মাছ কি আছে? তাহলে আমিও যাবো ডোল্লীর বিলে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সব কিছু থাকার কথা !! আপনাকে একদিন নিতে হবে !!! প্রত্যন্ত এলাকা। গ্রামটা তো শহুরে আগ্রাসনে আহত । বিলটা তবু পরিচছন্ন। ভরা বর্ষায় যখন প্রচুর শাপলা থাকে তখন অনবদ্য । ওখানে রুই কাতলা গজার বড় মাছ আছে । যে নির্জনতা ভালোবাসে —তার ভালো লাগবে । আমি সেখানে পড়ন্ত বিকেলে যখন একা ভাবুনতো তখন প্রকৃতির ঐশ্বর্য মা ঝে আপনি ঋদ্ধ দারুন সমৃদ্ধ যেন স্মৃতির মানসপটে আঁকা ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুটোই চমৎকার। সিগ্ধতার আবেশে মোড়া। ধন্যবাদ কবিকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.