নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
দিনে দিনে বাড়ে শুধু ঋণ
জানি না কিভাবে শোধিতে হইবে সেই ঋণ? —ভালোবাসা অমলিন।
আহত শালিকের বুকে
ভালোবাসার অর্ঘ্য অথবা স্নেহের অনুশাসন
বলো ক’জনে পেরেছে করিতে নিবেদন?
সেই স্মৃতি আজও কড়া নাড়ে —আবেগ তাড়িত করে
কৃতজ্ঞতা চিত্তে আন্দোলিত করে;
কেন পারিনি দিতে সাড়া?—জানি দিশেহারা হৃদয়
তখন সতত নিমজ্জমান প্রিয়াহারার শোকে।
ক্ষণিকের বিচ্ছেদে আহত শালিক হায় পারে কী উড়িতে
মুক্তবিহঙ্গের মতো?—তাইতো পারেনি—তবু করেছে ঋণী..
কবিতা লিখে তার হয় কী পরিশোধ?
বিবেক ও বোধ যখন—অন্যের করতলে, দখলে।
ভেবোনা ভালোবাসার বুদবুদ— কর্পূরের মতন উবে যায়!
মনে হতে পারে তা, আসলে তা নয়;
নিষ্ঠুর পৃথিবীটা বাঙময়— হয়ে ওঠে; শুধু প্রেম আছে বলে।
বাকিসব অযাচিত দূর্লভ বিলাসিতা মরিচিকা—কখনো সুখ নয়;
কেবল ক্ষুধিত সময়ের পীড়নমাত্র।
তুমি আছো বলে,
রঙিন প্রজাপতি পাখা মেলে—তাইতো ঋণী.
ঋণবোধ থেকে যায় ভেবোনা আশ্বিনে বাতাসেই তা ভেসে যায়;
থেকে থেকে বিবেকের দরজায় কড়া নাড়ে শুধু
—যেন বেদনার বালুচর
মরুভূমি ধুধু!
বিবেক ও বোধের দেয়ালে শ্যাওলা পড়ে গেলে
হয়তো অনেকে ভুলে যায়—জানোতো বৈরী পরিবেশে
লোহায় মরিচা ধরে যায়। অতঃপর ক্ষয়ে তা ভঙ্গুর হয়ে যায়;
থাকে শুধু অভিমান করচা থম থমে মেঘলা আকাশে
বৃষ্টি হয়ে তা ঝরে না আর—হয়তো ঝরে;
তবু ভালোবাসার কুঞ্জবনে থেকে থেকে কেবল তাহারেই মনে পড়ে...
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় না। আর তাই হয়তো ভালোবেসে মানুষ সবচেয়ে বেশী প্রতারিত হয়। মাথায় ঋণের বোঝা না নিয়ে প্রতারণার আশ্রয় নেয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন পৃথিবীর রোষানলে হয়তো খেই হারিয়ে ফেলে ।প্রতারিত হওয়াটা দুঃখ জনক ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রাজীব নুর। শুভকামনার নিরন্তর । ভালোথাকবেন আর আমাকে মনে রাখবেন সব সময় !!
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।
শুভকামনা প্রিয় ভাই ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা । অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
বিজন রয় বলেছেন: প্রিয়াহারার শোক.... কথাটি নজর কাড়লো।
+++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় বিজন রয় সুস্বাগতম। নিরন্তর শুভকামনা ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
সবকিছু পুনরায় স্মরণ করিয়ে দেয়া হয়েছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন। শুভকামনা রইলো!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতো কিছুর মাঝেও যখন ----
''তুমি আছো বলে ,
রঙিন প্রজাপতি পাখা মেলে ...... ''
কিন্তু সেই ঋণ শোধিব কেমনে ?
কবিতায় ভালোলাগা। ++