নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এসো হে— প্রেম-প্রলয়!
করো হে— আলিঙ্গন আমরণ আমায়;
জলোচ্ছ্বাসে উছলিয়া ওঠো প্রাণে—
সুনামির মতো সৃষ্টি হও দুঃসাধ্য গোপনে দৃষ্টির আড়ালে
—তারপর প্রচণ্ড তাণ্ডবে লণ্ডভণ্ড করো;
অপরিকল্পিত অবকাঠামো সব—প্রকৃতির বুকে কন্টকসম তা
উপরে ফেলো পাপের অভিলাষ—
করো হে লয়— অহংবোধ আর বৈষম্য ভেঙে চূড়ে
নিক্ষেপ করো দূরে আরব সাগরে।
আরব্য রজনীর এক হাজার এক রাত ছিনিয়ে এনে
ল অব আইসোসটেসির সূত্র প্রতিপাদন করো—সমভূমি হও ,
ভালোবাসার ঝড় তুলো নগ্ন সমুদ্রসমতটে
—প্রিয়তমার সমুদ্রসম উত্তাল বক্ষে; অনুভূতি প্রবন উপত্যকায়,
জলজ সুখে;
প্রিয়তমা, এসো হে কাছে হৃদয়ে আমার।
ভালোবাসার অনুরণন ওঠেছে প্রাণে— অঙ্গে অঙ্গে তোমার সঙ্গে
মোহনা হবো প্রেমে। অপেক্ষাগুলি পারিযায়ী পাখির মতো দূরে গড়ো হে আবাস!
বসন্তের উদাসী হাওয়া নিয়ত বায়ু হয়ে সুন্দর করো নির্মল করো ধরা;
প্রশান্ত করো উদ্বেলিত করো উন্নত করো উদ্ধত করো— অটুট বন্ধনে।
কিংবদন্তি প্রেম, আবারো কবিতা হও—
এই কলমের আচড়ে ক্ষত বিক্ষত ঋদ্ধ হয়ে ওঠো;
সৃষ্টি করো দৃষ্টি দাও দৃষ্টি নিবদ্ধ করো—
শাশ্বত প্রেমের অচলায়তনে।
ঘৃণার হোক চিরনির্বাসন— সেন্ট হেলেনা দ্বীপে
তুমি যেন বঙ্গীয় ব-দ্বীপ; আমার প্রেম-উর্বর পলি জমে জমে।
এসো হে প্রেম শরতের আকাশে ভেসে থাকা সাদা মেঘের মত;
বৃষ্টি হয়ে নেমে এসো—মরুভূমিসম বুকে
যেখানে তুমি আছো সযতনে অনুক্ষণে—পুষ্প যেমন কুসুমকাননে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সারা পৃথিবী ভেসে যাক প্রিয়তমা নাক বরাবর ডুবে থাক প্রেমে । শ্বাসরুদ্ধ প্রেম যাকে বলে ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: চমৎকার। অনবদ্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর পৃথিবীটা এত সুন্দর প্রেম আছে বলে ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
ইসিয়াক বলেছেন: এসো হে প্রেম শরতের আকাশে ভেসে থাকো সাদা মেঘের মতো .........।
আমিও ভাসতে চাই .........।
চমৎকার
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ইসিয়াক ভাসতে থাকুন শরতের সাদা মেঘের ভেলায় ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহবান উপেক্ষা করার উপায় দেখছি না !
অনবদ্য কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: তবে তাই হোক কবিতার নিশানা অব্যর্থ হোক অনবদ্য প্রেমে । অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার ।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪
জাহিদ অনিক বলেছেন:
মরুভূমি বুকে প্রেম বৃষ্টি হয়ে আসে না, প্রেম হাহাকার ভালোবাসে।
তাই আপনার কবিতা সুন্দর।
শুভেচ্ছা কবি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতা আনন্দদায়ক হোক। সৌখিন হোক ।ভালাবাসা ময় হোক। পৃথিবীতে অশান্তির শেষ নে্ই । কবিতা শান্তির হোক ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১০
সোনালী ডানার চিল বলেছেন: হে প্রেম
হে প্রলয়!
অথবা প্রণয়-
কবি, দারুন লিখেছেন!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য। প্রেম অনেক সময় প্রলয় ঝড়ের তান্ডবে ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সেলিম আনোয়ার ভাই, এই কবিতাটি যেভাবে লিখেছেন ঠিক এমনি একটি কবিতা হওয়া কি সম্ভব “ঘুম নিয়ে”
আয় ঘুম আয়
যে ঘুম আমাকে নিয়ে যাবে চিরো নিদ্রায়
চিরো সুখের কোনো এক অজানা দেশে
আয় ঘুম আয়
১২-১৪ লাইনের একটি সুন্দর কবিতা সম্ভব কি? সম্ভব হলে আপনি আপনার মতো লিখুন পোষ্ট আকারে চাচ্ছি কবিতাটি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা তো আমি লিখি না। ওটা লিখতে পারলে ভাল হতো । আপনি খুশি হতেন । অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই,
ভীষণ আনন্দ পেলাম কবিতাটি পাঠ করে। কাব্যের অনুভূতিতে আপনি গগনচুম্বী পৌঁছালেও শব্দরা আজ আপনাকে
বড়ই বিমুখ করেছে। সাম্প্রতিককালে এত বেশি টাইপো আপনার কবিতার পাইনি। সম্ভব হলে সেই সব স্থানে সঠিক শব্দদের ধরে ধরে নিয়ে আসুন। হাহাহাহা..
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: প্রেম কী ব্যাকরণ মানে?? হা হা হা।
এখন বানান শুদ্ধ হয়েছে??
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
হাফিজ বিন শামসী বলেছেন: এত করুন আহ্বানে প্রেমের কি সাধ্য আছে না এসে পারে?
আসতে বাধ্য। আসতেই হবে তাকে।প্রেম আসুক হৃদয় পরিপূর্ণ করে দিক।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: কিংবদন্তীর প্রেম হওয়ার সাধ্য হয়নি এখনো।
ভেসে যাওয়ার মতো কবিতা!