নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সময় বের করে নিতে হয়,
কঠোর বাস্তবতার বুক চিড়ে; সাধে কী আর আসে?
সেই কিছুটা অবসর কবিতা লিখার প্রহর
—সাফল্য এনে দিতে পারে জীবনে
এতেই হয়তো কাজে একাগ্রতা বাড়ে মনে
অযাচিত একঘেয়েমি মুখ থুবড়ে পড়ে দূরে।
প্রাণবন্ত থেকে ব্যস্ত প্রহর —এইতো চাই,
ওগো যখন তুমি মোর কাছে নাই।
তুমি থাকিলে কাছে
যেন জীবনের সব চাওয়া— হয়গো পাওয়া।
জীবনের ঘুরদৌড়ে পড়ে
— আটপৌড়ে শহুরে টানপোড়ন থেকে বেড়িয়ে
উন্মুক্ত প্রান্তরে—খুঁজে পাই যদি ক্ষণিকের সুখ ..
তাই হোক তবে তাই হোক।
শুধু তুমি থেকো পাশে মায়া হয়ে ছায়া হয়ে
প্রনোদনা হয়ে কামনার আধার হয়ে
আরশি হয়ে কবিতা হয়ে;
তোমাতেই যে দেখি আমার অবয়ব।
প্রতিবিম্ব বলে দেয় সব..
হংসমিথুন হয়ে চলো না দু’জনে হারিয়ে যাই প্রেমমন্থনে
রূপ কথার স্বর্গরাজ্য— অবণীর বুকে টেনে এনে।
তোমাকেই ভালোবাসি অবসরে—ব্যস্ততায়
প্রগাঢ় বাস্তবতায়— নতুবা মনে মনে অনুক্ষণে ।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠে আণন্দ পেলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা ।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন: যেন জীবনের সব চাওয়া— হয়গো পাওয়া
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
এমজেডএফ বলেছেন:
চমৎকার কবিতা! শত ব্যস্ততার মাঝেও একটু সুখ, একটু শান্তি, একটু প্রেম, একটু কবিতা লেখার প্রহরের প্রতীক্ষা... একেবারে নগরজীবনের প্রতিটি মানুষের মনের কথা।
আপনার কবিতা লেখার প্রহর আরো দীর্ঘ হউক, সাফল্যমন্ডিত হউক—এই প্রত্যাশায় শুভকামনা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আমার ব্লগবাড়িতে পেয়ে দারুন ভালো লাগলো। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতো ভালোবাসা !!
কি অনবদ্য কবিতাখানি। ++