নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আয় ঘুম এই দু\'চোখ জুড়ে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

আয় ঘুম এই দু'চোখ জুড়ে
যেতে চাই সুদূরে — সুপ্রিয় নিদ্রাপুরে;
যেখানে লোডশেডিং আর ট্রাফিক জ্যাম নাই
প্রাসাদ ষড়যন্ত্র আর নাই রে প্রহসন,
ঘুমের ঘোরে কল্পলোকের রাজ্য থেকে স্বপ্ন এনে
কাটিয়ে দেবো ক্ষণ ।

দু'চোখ জুড়ে আয় না প্রিয় ঘুম
ক্ষণিকের তরে—সব দুশ্চিন্তা দূর করে
আমায় মুক্তি দিয়ে যা—
কষ্ট শ্রম আর ক্লান্তি থেকে
ভ্রান্তি সব দেখা থেকে
আমায় ক্ষণিকের বিশ্রাম দিয়ে যা ।

গভীর ঘুমে দু'চোখে যেন স্বপ্ন নেমে আসে
সেই স্বপ্নে প্রিয়তমার সান্নিধ্যে যেন
স্বর্গসুখ নেমে আসে— দেহে নেমে আসে প্রশান্তি
যেমন করে সুশীতল বৃষ্টি নেমে আসে—অঘোর বর্ষায়।

জেগে থেকে কী লাভ? সে যদি না আসে!
আমায় নিয়ে যা, মুক্তি দিয়ে যা—
অনন্ত প্রতীক্ষার জেগে থাকা থেকে ।

ক্লান্ত আমার দেহ— ক্লান্ত আমার মন
আয় ঘুম ক্ষণিকের তরে; এই দু'চোখ জুড়ে,
তারে না দেখার ব্যথার তবু হয় যদি প্রশমন !!


উৎসর্গঃ স্রপ্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠান্ডা দিন দেন পইড়া ঘুম

সুন্দর হয়েছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন ঘুমাই নি প্রশান্তির ঘুম।
কবিতা ভালো লেগেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আজকের আবাহাওয়াও বেশ । বৃষ্টি ঠান্ডা ঘুমের জন্য পারফেক্ট ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

পদাতিক চৌধুরি বলেছেন:
শ্রান্তিরা ফিরে যাক।
ঘুমেরা আসুক নেমে
সোনালী ডানায় ভর করে।
সুন্দর কাব্যে ও উৎসর্গে ভালো লাগা।
শুভেচ্ছা দুজনকেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলে উৎসর্গ করা বিজ্ঞ ব্লগার আমাকে বলেছেন ঘুম নিয়ে কবিতা লিখতে ।কবিতা অমন হলো।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: দারুণ একটা ঘুমের খুব প্রয়োজন।
কাজের চাপে জেরবার অবস্থা
কবে যে একটু শান্তিতে ঘুমাতে পারবো !!!
ঘুমপাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো
খাট নেই পালঙ্ক নেই আসন পেতে বসো।

প্রিয় বড় ভাই শুভকামনা জানবেন
ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ঘুম কেমন হলো। শুভ সকাল ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

ইসিয়াক বলেছেন: উৎসর্গে ভালো লাগা ।
আমার অতি অতি অতি প্রিয় বড় দুইভাইকে কোটি কোটি শুভকামনা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার ঠাকুর মাহমুদ নিয়মিত ব্লগে এসে তার বুদ্ধিদীপ্ত কমেন্ট করে থাকেন। তারি কৃতজ্ঞতায় কবিতা লিখা ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

হাফিজ বিন শামসী বলেছেন: প্রিয়তমার বিরহ কাতর মন স্বপ্ন যোগে মিলন আশায় ঘুমের আলিঙ্গন কামনা।




আশা পূরণ হোক। শুভ কামনা রইল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক ঠিক ঠিক।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের কবিতা মুখস্হ আছে? শুয়ে, একটার পর একটা পড়েন, তা'হলে ঘুমের কবিতা লেখার দরকার হবে না

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলে উৎসর্গ করা বিজ্ঞ ব্লগার ঠাকুর মাহমুদ আমাকে বলেছেন ঘুম নিয়ে কবিতা লিখতে । কবিতা অমন হলো।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




আয় ঘুউম আয়.....ঘুউউউম আয়.........

তবে কবিদের চোখে সহজে ঘুম আসার কথা নয় যতোক্ষন না কিলবিল করা কবিতার কথা মাথা থেকে নেমে যায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ঘুম আসে না আসে না আসে না স্বপ্ন দেখবো বলে তাই
আমার চোখে ঘুম নাই ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞা সুপ্রিয় রাজীব নুর । ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: গতরাতে ৩ ঘন্টা ঘুমিয়ে আজ ১২ ঘন্টা ডিউটি করে আসলাম। আমিও খুব ক্লান্ত তাই কবিতার তালে তালে ঘুমকে ডেকে যাই আর বলি আয় প্রশান্তির ঘুম এ দুচোখ জুড়েড আয় আয়
পড়ে খুব ভালো লাগলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আমি ব্যাক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ, এই লেখাটি আমার জন্য একটি বড় উপহার।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি আবেগ আপ্লুত । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় ঠাকুরমাহমুদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.