নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কক্ষপথে

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০



এবার ওঠি—এবার ছুটি—
আপন কক্ষপথে। জানি পথ পরিক্রমায় লুব্ধকেরও দায়বদ্ধতা আছে
আপন ছায়াপথে;
প্রেমে আর দ্রোহে—
তুমি গ্রহ —আমার সৌরজগতে
ভালোবাসার অনুরণনে সেখানে তুমি একিভূত
চলার পথে দুর্নিবার আকর্ষণে।
মহাকর্ষীয় ত্বরণে—
এসো গো ছুটে হৃদয়ে আমার আনমনে।
মসৃণ পথ, বন্ধুর পথ— বিস্তর পথ
আমরা হেঁটেছি দুইজনে—জানি আরও ঢের বাকি আছে
অসীম আকাশের কাছে; পাখির সমধুর সুরে আর
নদীর কলকল ধ্বনি— যেখানে ভালোবাসার ঢেউ আছে;
কবিগুরুর কবিতা-গানের মাঝে
যেখানে দু’জনার প্রেম প্রগাঢ় আলিঙ্গনে
অনবদ্য পাহাড়ি ঝরনা যেন অঘোর বর্ষণে
যেন পথিক হারিয়েছে পথ।
ওগো সোনার মেয়ে—
তুমি তো এখন আর তোমার নও
এইখানে হৃদয়ের মধ্যেখানে ভালোবাসার কুঞ্জবনে হয়ে গেছো লীন—
মনে রেখো তোমাতে আমার একচ্ছত্র অধিকার— বাকি সব অর্থহীন;
মনে রেখো, মনে রেখো চন্দ্র-তারা ...
হৃদয়টা দিশেহারা; হৃদয়টা মরুভূমি— তুমি ছাড়া
যেন মুষলধারে বৃষ্টি নামে তাতে তোমার ওষ্ঠ চুমি ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রাজীব নুর ।

২| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭

হাবিব বলেছেন: " তুমি তো এখন আর তোমার নও"........... আহা.... কি ভালোবাসা!

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: তুমি তো এখন আর তোমার নও"........... আহা.... কি ভালোবাসা!


হ্যা ভালোবাসার অধিকারে....

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫

ইসিয়াক বলেছেন: ভয়ঙ্কর সুন্দর
হৃদয়ে যেন পাহাড়ি ঝর্ণাধারার কুসুম কোমল স্রোত প্রবাহিত হলো।
কবিতার সুরের মূর্ছনায় আমি আন্দোলিত।
শুভকামনা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

ভালোথাকবেন সব সময় আর মনে রাখবেন আমাকে এই কামনা থাকলো ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: পাহাড়ি ঝরনা ধারার সঙ্গে কলকল ধ্বনি তালমিলিয়ে হৃদয়ের কক্ষপথে ছুটতে থাকুক সসীম থেকে অসীমের দিকে..
কাব্যে ভালোলাগা।
বেশ কিছু টাইপো চোখে পড়লো,
দুর্নিবার/দূর্নিবার
মসৃণ/মসৃন,
ঝরনা/ঝরণা

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সবগুলো শুদ্ধ করে দিলাম।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৯

বিজন রয় বলেছেন: আপনি কক্ষপথেই আছেন।

সবসময়ের ধন্যবাদ অজস্র কবিতা পোস্ট করার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা বিজন রয় ।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


ক্ষীণকায়া নদীর পথ চেয়ে সাগরের অপেক্ষা

০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা চাঁদগাজী ।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম আর প্রেম!
প্রেমের কক্ষপথে এ যাত্রা অনন্তের... শেষ নেই সীমা নেই

:)

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা বিদ্রোহী ভৃগু ।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬

ইসমাঈল আযহার বলেছেন: আমরা হেঁটেছি দুজনে -জানি আরও ঢের বাকি আছে পথ।
বাকিটা পথ শেষ করুন মশাই। সুন্দর প্রকাশ।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: এ পথের শেষ নেই....চলতে চলতে ....

১০| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯

নীল আকাশ বলেছেন: মনে রেখ ভালোবাসা অন্তহীন, ছুটে চলে অবিরত
পারবে কি তারে রাখতে বেধে হৃদয়ের ঠিকানায়!

কবিতা ভালো লেগেছে।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৩:৫৭

সোনালী ডানার চিল বলেছেন: গ্রহান্তরের ভালোবাসা.....

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সোনালী ডানার চিল ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণতো !!!

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি? আপনাাকে মন্তব্যে পাওয়া যায় না।
ব্লগবাড়িে এসে ধন্য করলেন শ্রদ্ধেয় গিয়াস উদ্দিন লিটন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.