নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আরও দিও

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬


দিতে পেরেছো? কতটুকু দিয়েছো?
সুখতো পেয়েছো ?
আরও দিও!—আবারো!! জানো তো বিসর্জনেই সুখ।

সবটুকু দিয়ে দিও; আর সময় হলে চেয়ে নিও
বলে দিও ‘‘ এবার দাও; দিয়েছিতো সব।
ওটুকু চাইতেই পারি!! আবারো নিয়ে নিও সব—
আহা! আমার যে তোমাকে দেয়াতেই সুখ।”

মনে রেখো —আর কাহারেও পরোয়া নয়
অনন্য উচ্চতায়—রাতের আঁধারে
হয়ে যাবে সব—মিথ্যে প্রবঞ্চণা প্রহসনে
সত্যের গা ঢেকে—উঠবে জেগে মিথ্যে অবয়ব।

বলে দিও “নিও স—ব; আমার যা আছে;
তুমি নেবে তো বিনিময় ছাড়া—এতেই যে আমার সুখানুভব ।”


উৎসর্গঃ সুপ্রিয় ব্লগার ও কবি বিদ্রোহী ভৃগু

ছবি নেট। এটিতে আমি মুগ্ধ না দিয়ে পারলাম না । এটি একটি প্রেমের কবিতা বিদ্রোহী ভৃগু জানেনা প্রেম !:#P

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১

ইসিয়াক বলেছেন: চমৎকার । উৎসর্গে ভালো লাগা।
শুভেচ্ছা দুজন প্রিয় কবিকে ।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


প্রেম-নগরে পেটের ভাবনা?

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: হাহা । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় ব্লগার ।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

মোহামমদ কামরুজজামান বলেছেন:
প্রাপ্তিতে কোনও সুখ নেই,উপহার দেওয়ার মাঝেই সুখ।দিন এবং দেওয়া অব্যাহত রাখুন ।একদিন আপনি কিছু পেতেও পারেন ।।।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য। যথার্থ কমেন্ট ।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: এটা প্রেমের আদলে সমসাময়িক দেশচিত্রের রূপক!

তুমি চাইছো যা, দিয়ে যাচ্ছি তা হাসিমুখে
উজাড় করে
আমি চাইছি যা, তুমি কি দিবা তা?
মেঘেলা মুখে
একটু করে
একটু করে-

০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: পেঁয়াজের গায়েবী উৎসের কারণ জানা গেলো - - - - - - - -

০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: হা হা । কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: দুইজনই আমার প্রিয় 8-|

আপনার কবিতা নিয়ে আর নতুন করে কি বলবো তবে ছবিটা দেখে ভাবছি সম্প্রতি বিয়ে করার পরিকল্পনা থাকলে বরের কাছে এমন একটি আংটি চাইতাম B-))

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

পিয়াজ এখন হিরার মতই দামি । সব মেয়েই ওমন আংটি চাইবে।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা । :)

৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেয়াতে কি সুখ কবি যদি বুঝতেন তাইলে আবেগে কাইন্দালাইতেন =p~ =p~
প্রিয় দু কবির জন্য শুভ কামনা ।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: তবু বলি যদি দেব না কেন দেবো। যেতে হবে যে যদি কেউ না আসে স্বাগতম বলতে । ;)

৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

জুন বলেছেন: জুনায়েদ বি রহমানের মন্তব্যে প্লাস :)
কবিতা নিয়ে আর কি বলবো, পিয়াজ পরিবেষ্টিত হয়ে আছি এখন ;)
+

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি সুস্বাগতম আপনি তো এখন অমাবস্যার চাঁদ । B-) আমার ব্লগবাড়িতে ।


অশেষ কৃতজ্ঞতা । বেশি করে পিয়াজ খান তাহলেই সবাই বুঝবে আপনি ধনি ।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: দিলেই ভালো। এটাই নিয়ম।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: আমিও দেবো ভরেই দেবো । সুখের নহর থেকে অমৃতসম জল । নিয়ম মেনেই।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

নীল আকাশ বলেছেন: উনি মহান চির দান কারী। না চাহিবা মাত্রই সব কিছু দিয়ে আসেন। উনার কিছুই দরকার নেই।
শুধু খেমতা ঠিক থাকলেই হলো!

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: সবার জন্য নয়। কি যে বলেন। সবাই কি আর পায়? ওভাবে বলতে নেই। কবিরা গুনাহ হইবেক।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১

বলেছেন: কি রিং এটা কবি....

জীবন পেয়াজময়।।।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের কৃষক ভাইদের আরও পরিশ্রমী হতে হবে । পেয়াজে স্বয়ংসম্পূর্ণতা দুঃসাধ্য হলেও অসাধ্য নয় ।

১২| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরব্বিাস!
কবি করছেন কি?

অপ্রেমিকেরা বিদ্রোহী হতে পারেনা কবি। গভীর প্রেমে মজলেই দ্রোহে বি প্রত্যায় যুক্ত হয় ;)
দারুন কবিতায় শেষে দারুন ভাবেই চমকে দিলেন! উৎসর্গে অন্তহীন ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা!

আরও দিও-- আবারো! জানোতো বিসর্জনেই সূখ
অসাধারন কবি

ক্ষমতার অর্গাজমেও
তাইতো এত্ত এত্ত বিসর্জন
সূখ পেতে কে না চায় অক্ষম আর ক্লিব ছাড়া
তাইতো চলছে বিসর্জনের মচ্ছব!
দায়হীন, শর্তহীন .. ..কর্তৃত্ববাদীতার শীৎকারে
বিসজর্নেই সূখ

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: আপনি দারুন হিউমার সম্পন্ন হাস্যোজ্জল মানুষ । সরাসরি সাক্ষাৎ না পেলে বুঝতে পারতাম না। গভীর প্রেম আসলে প্রেম না । :D

সারাজীবন হাসি মুখে থাকেন এই শুভকামনা থাকলো ।।

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

ঢাবিয়ান বলেছেন: বিনিময় নেই কে বলল? তাদের সরাসরি হস্তক্ষেপে অবৈধ ক্ষমতা জোড়পুর্বক টিকিয়ে রাখাই হচ্ছে বিনিময়মূল্য ।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দেশের ও দশের উন্নয়ন প্রতিটি রাজনীতিবিদের ব্রত হোক । বিদেশ নয় স্বদেশপ্রেম হোক ।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি বরাবরই কম বুঝি, তবে ছবিটা একেবারে সময়োপযোগি :)

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটাতো আমার না ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এক পক্ষ কেবল দিয়ে যাবে
আর আরেকপক্ষ কেবল নিয়ে যাবে।

০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: নব্য উপনিবেশবাদ। শোষণ আর নিপিড়ন সবি আছে । আর যারা তেল মর্দনে ব্যস্ত তারা সবে রায়দূর্লভ জগৎশেঠ মীরজাফর। ক্ষমতা স্বর্থে অবৈধ টাকার লোভে সব করতে পারে ধর্মও ।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে!!


প্রিয়জনকে পিঁয়াজ উপহার দিন !! ;)

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । ও বলেছে পিয়াজ ছাড়াও রান্না করা যায় । তবু দোপেয়াজু রান্না করতে চাইলে কোন অসু্বিধা না্ই । :)

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়া রজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অশেষ কৃতজ্ঞতা ২য় উপস্থিতিতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.