নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্রের আকাশে

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪


প্রেম এমনই হয়——যেন এক সুদৃঢ় প্রত্যয়
রৌদ্র বৃষ্টি ঝড়ে; তাতে কী আর মরিচা পড়ে?
জীবন যেন এক— খরস্রোতা নদী
ভাঙা গড়ার বিরামহীন কারিগর
মনে রেখো নদী ও সময়ের মতো—অমোঘ প্রেম হারায় না গতি
মাঝপথে অথবা তীরে; তার অবিরাম চলার পথে নেই কোন ইতি
পরিস্থিতি— হোক যতই জটিল।
প্রেম তো পূর্ণিমা চাঁদ—রপোলি আলোর ঝিলিমিল সুন্দরের তৃষ্ণা নিবারণে
অথবা জোনাকির ক্ষীণ আলো শতবাঁধাতে তবুতো মিটিমিটি জ্বলে তিমির রাতে;
প্রিয়ংবদা ভালোবেসে থেমে যেতে নেই
আমাদের প্রেম যেন শুরু সেই প্রাগৈতিহাসিক— কাল থেকেই
বন্ধু অথবা প্রেমিক; সময়ের দাবীটা ষোলআনা বুঝে নিও ঠিক।
কী নেই?— দু’জনার মাঝে মিথোজীবিতায়—প্রেমে
তুমি আমি মিলে পরিপূর্ণ সত্ত্বা এক— জীবন চলার পথে
জীবননৌকা এমনই— প্রিয়ো,
যা কিছু পরে..
সময়ের যাঁতাকলে পড়ে..
তার আগে তো তোমার-আমার অপ্রগলভ প্রেম,
অনুভূতির শেকড় ছড়িয়ে পদ্মা-মেঘনা-যমুনা সমতটে
যার ছিন্নপত্র— হয়না কোন; নেই কোন বিধানে
প্রিয়তমা, তুমি জানো আমি জানি
জানে ঐ পূর্ণিমাচাঁদ—বসন্তের মাতাল সমীরণ
সুদীর্ঘ নির্ঘুম শব সব ...
ওরা আর কতটুকু জানে —এইখানে; হৃদয়ের মাঝখানে
হৃদপিণ্ডে-ধমনীতে- হৃদস্পন্দনে— স্মৃতির অনুরণনে শুধু তুমি
সুগভীর নিশ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
তুমি-আমি যে অপ্রতিরুদ্ধ সুনির্দিষ্ট গন্তব্যে;
পরোয়া নেই তাই— অযাচিত মন্তব্যে;
—তারা সবে দূরের তারা।
ভালোবেসেছি তোমায়— আরো ভালোবেসে যাবো
চন্দ্র-তারা স্বাক্ষ্য সবি; প্রত্যাশার ভোরের রবি;
সু-দীর্ঘ রাত; যতদিন সূর্য ওঠে পূবে— তুমি আমারি রবে
আমিও তোমারি আছি, তোমারি রবো—দু’জনে প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হবো
নক্ষত্রের আকাশে—

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০

ইসিয়াক বলেছেন: চমৎকার ..।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য

৩| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১০

করুণাধারা বলেছেন: পাঠে মুগ্ধতা!

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য

৪| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কবিতা সুন্দর
তার চেয়ে সুন্দর ছবিটা। মহাশুন্যে এন্ড্রমিডা গ্যালাক্সি।
এ ছবি যতবার দেখেছি মহাশুন্যে বিলিন হয়ে হারিয়ে গেছি।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

আমাদের পথচলা চলছে চলবে....

৫| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: নক্ষত্রের রাত, নিখাদ ভালোবাসায় রাখবো হাতে হাত - লেখা হয়েছে কি ?

২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য

৭| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬

শিখা রহমান বলেছেন: সুন্দর লিখেছেন। প্রেমের উচ্ছাস মন ছুঁয়ে যায়।

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম । শিখা রহমান ভালোবাসার পাখি।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

শেহজাদী১৯ বলেছেন: চমৎকার প্রেমময় কবিতা।

২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা শেহজাদী১৯ । ব্লগে সুস্বাগতম ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ২০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



নারী, ভালোবাসা যদি অনুভব করো, বলে দিও মুখের 'পরে, হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, জানিয়ে দিও চিঠি লিখে

১০| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবেসে দুজন দুজনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.