নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজকের দিনটায় —মন ভালো হোক
রবির আলোয় উদ্ভাসিত হোক— চারিদিক
আজকের দিনটায় কবিতা হোক
তোমার রংতুলিতে রঙধনু সাতরঙ আঁকা হোক
দুঃখ ভোলা খামখেয়ালিতে—উৎফুল্লচিত্তে,
আজকের দিনটা মন ভালো করার ক্ষণ হোক,
তোমার-আমার মিলন হোক—খুশির ফোয়ারা ছুটোক
ওগো সুচিস্মিতা, তোমার অপসরা অবয়ব জুড়ে।
কিন্নরী কন্ঠে তোমার রবীন্দ্র গান হোক
কোমল ধবল পায়ে ওঠুক নূপুর—হাতে . কঙ্কন
আজকের দিনটা ধিন তা ধিন তা— আনন্দ নৃত্য হোক
পায়ে পা মিলিয়ে।—আজকের দিনে লাগুক হাওয়া
তোমার খোলা চুলে সকল ব্যথা ভুলে—একটু না হয় ঢং হোক
আহলাদে গদগদ ক্ষণ হোক। আহা! আজকের দিনটা
উদাসি বাঁশির সুরে কষ্ট থেকে দূরে সরে
ভালোবাসা ক্ষণ হোক—এক মহা লগন হোক
শধু দু'জনার প্রেম ঘিরে;
ভালোবাসা দ্বীপ হোক; মঙ্গল দীপ জ্বেলে— মনোলোভা এক অন্তরীপ হোক
চেয়ে দেখো দুঃখরা সরে গেছে— ঐ দূর সমুদ্দুর আকাশের নীলে মিশে গেছে;
তারার ঝিলিমিল শুধু রয়ে গেছে সুখ— যেন সুখের এক টুকরো। আমাদের ঘিরে
শান্তির নীড় হোক—আনন্দ উৎসব হোক শুধু আজকের দিন নয় প্রতিদিন
এমন হোক—সতত এই কামনা মনে..
২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
কবিতা পাঠে আরাম পেলাম।
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
প্রশান্তিময় হোক প্রতিটি নতুনদিন
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫১
সেলিম আনোয়ার বলেছেন: শান্তির বড্ড অভাব । এই দেশের মুসলমান মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের জীবন রক্ষা করেছে পাক হানাদারদের হাত থেকে। আর আজ গুটিকতক উগ্র মুসলিম আর হিন্দু সাম্প্রদায়িক শান্তিপূর্ণ সহাবস্থান নস্যাতে তৎপর। দেশের মানুষ আশঙ্কিত। বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হোক আমাদের সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মের মানুষের জন্য নিরাপদ আশ্রয় হোক ।
৪| ২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: তাই হোক, তবে তাই হোক, কবি।
প্রকৃতি ও পৃথিবী শান্ত হোক, শান্তিময় হোক। প্রতিটি মানুষের মন শান্ত হোক! মনের চাওয়া পাওয়াগুলো পূরণ হোক!
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার একি প্রত্যাশা । আরেক জন তো ঘরে খিল এঁটে বসে আছে । আমাকে চুপ করো চুপ করো বলে নিজে চুপ হয়ে আছে । যত ঢং ।
শ্রদ্ধেয় খায়রুল আহসান সুন্দর মতামতের জন্য অশেষ কৃতজ্ঞতা ।
৬| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন: শান্তির আলোয় আলোকিত এক দিন হোক। হোক প্রতিটি দিন।
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে সরাসরি মানষের মনকে শান্তি দেয়।
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট রাজীব নুর । আপনার মন্তব্য কিন্তু শান্তি দেয় ।
৮| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা চমৎকার ভাবনা।
পরিপূর্ণতায় ভরে উঠুক আজকের দিনটি।
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৯| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৭
শিখা রহমান বলেছেন: "আজকের দিনটায় কবিতা হো্ক" --- কবিতা হলেই সব ঠিকঠাক জানি!!
কবিতাটা মন ঝলমল করে দেয়। শুভকামনা কবি।
২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা অনেক । শুভকামনা শিখা ভালোবাসার পাখি । আপনার কবিতা আসলেই মন ঝলমল করে দেয়।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০
ইসিয়াক বলেছেন: আজকের দিনটায় সবার মন ভালো হোক ।
সুন্দর ।