নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পারিতেই হইবে..
যে পথে হানাহানি দ্বন্দ্ব—
সে পথে আর পথচলা নয়,
এটাতো স্বদেশ আমাদের প্রিয় জন্মভূমি
লাখো শহীদের পবিত্র রক্তের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা—বৈষম্যহীন এক স্বপ্নের দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে;
কাঁধে কাঁধ মিলিয়ে—মরণপণ লড়াইয়ে।
আমরা কী পারিনা আজ হাতে হাত মেলাতে?
জাতি ধর্ম নির্বিশেষে
. সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধি আর শান্তির পথে
একসাথে চলতে!—ধর্ম যার যার মানবতা সবার
এটা কী আছে শুধু মিথ্যে বুলিতে, ঠাকুর মা’র ঝুলিতে
হে বীরজনতা করো হে উৎসর্গ প্রাণ বিশ্বমানবতার কল্যাণে
আমরা কী পারি না হতে—চিরো নিবেদিত,
ঘামে শ্রমে স্বপ্নের দেশ গড়াতে।
সুজলা সুফলা এই দেশ —পদ্মা মেঘনা যমুনা বিধৌত
উর্বর সমভূমি—কেন পারিবো না তবে?
পারিতেই হইবে..
আমাদের আছে বৃহৎ জনবল
আছে যুদ্ধ জয়ে স্বাধীনতার ইতিহাস
দিতে হবে না আর বলিদান— পরিশ্রম করিলেই হইবে
সততার মন্ত্রে দীক্ষিত হয়ে—আত্নপ্রত্যয়ে ।
চলে গেছে তো
চলে গেছে তো
দুচোখের আড়ালে—দূরে
রেখে গেছে চুম্বন —হাতে
সে হাত বুকে লয়ে
কেটে গেছে সারারাত—
ঘুম আসেনি দু’চোখে
চলে গেছে তো—চুম্বনে বলে গেছে তো
ভালোবাসে সে কতটা আবেগে!
আছি আমি তাই প্রার্থনায় স্রষ্টার দরবারে
তার মঙ্গল কামনায়
সে যেন থাকে দুধে ভাতে
তার চুম্বন মিশে আছে হাতে
বুকের জমিনে—মনে
তবুতো চলে গেছে—
আমাকেই যেতে হবে তার কাছে
তারে সাথে লয়ে —দেখিবো সারা বিশ্ব
তার জন্য আমার নিরাপদ আবাস গড়ার দৃপ্ত শপথ—সুদৃঢ় প্রত্যয়ে।
তুমি ছূঁয়ে দিলে
তুমি যেন এক মায়ার ইন্দ্রজাল, স্বপ্নজাল বুনে এই দু’চোখে;
তুমি জান— তোমাকেই খুঁজে ফিরি
ভালোবাসার কামনা বুকে।—
তুমি কী দেখোনি? বিষন্নতার রং—এই অবয়বে?
—তুমিহীন এই আমি কতটা বিবর্ণ পান্ডুর।
তুমিহীনতা বলে দিবে সব — জনসম্মুখে বিষন্নরথে
অথচ তুমিময় আমি যেন অপরাজেয় বীর; যুধিষ্ঠীর
সুখের রঙ্গমঞ্চ এক—পাতালপুরী থেকে শব্দ এনে
শব্দ কারিগর?ওগো সোনার মেয়ে কী আছে তোমার ভেতর
ডুবসাতারে আমি সেথা যেন এক পানকৌড়ি
কাব্যসুধা পান করে —তৃপ্তির ঢেকুর . !
কী আছে যাদু সঞ্জীবনি সুধা; সুধাকর?
তুমি ছূঁয়ে দিলে আমি হবো ফিনিক্স পাখি;
ভালোবাসার অঙ্গারে পুড়ে—দুঁচোখে স্বপ্ন আঁকি।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪
ইসিয়াক বলেছেন: দারুণ। ভিন্ন ভিন্ন স্বাদের কবিতা ।
চমৎকার ভালো লাগা।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৩
এস সুলতানা বলেছেন: খুব সুন্দর সত্যি খুব ভাল লেগেছে
২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
দারুন আবেগময়।
২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা রাজীব নুর ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: “If you think it is possible, it will be possible. If you think it is impossible, the impossible will be possible. Whatever you think; whether possible or impossible will forever be possible to happen.”
২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯
সেলিম আনোয়ার বলেছেন: তা্ই যেন হয়...সারা পৃথিবী অবাক চেয়ে রয় ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
সাইন বোর্ড বলেছেন: প্রথম কবিতাটি আশাজাগানিয়া, দুঃসহ সময় থেকে বেরিয়ে এসে সুসময়ের প্রত্যাশা । এমন প্রত্যাশা আজ প্রতিটা সচেতন মানুষের । দ্বিতীয় এবং তৃতীয় কবিতায় প্রেম, আবেগ ও অনুভূতির প্রকাশ । যে অনুভব শুধু কবিরাই করতে পারে । সবগুলোতেই অনবদ্য ভাল লাগা রেখে গেলাম ।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আহা , কতদিন পর মন্তব্য করতে পারছি !!
কবিতায় ভালো লাগা অবিরাম।